এ বার চুরির ঘটনা ঘটল নলহাটিতে। বৃহস্পতিবার গভীর রাতে নলহাটি থানার তেজহাটি মোড় সংলগ্ন কুরুমগ্রাম পঞ্চায়েতের ভবনের তালা ভেঙে চুরি হয়েছে। পঞ্চায়েত প্রধান তৃণমূলের বাবর আলি বলেন, “শুক্রবার সকালে গ্রামবাসীরা পঞ্চায়েতের মূল প্রবেশদ্বারের তালা ভাঙা দেখে খবর দেন। গিয়ে দেখি, ভবনের ন’টি ঘরের তালা ভাঙা। আমার ঘরের আলমারি, টেবিলে রাখা কাগজ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। নির্বাহী সহায়কের ঘরে তিনটি আলমারির তালা ভেঙে কাগজ ছড়ানো রয়েছে। কম্পিউটারের ঘরে যন্ত্রাংশ ওল্টানো রয়েছে।” প্রধানের দাবি, “প্রয়োজনীয় কিছু কাগজ খোওয়া গিয়েছে। কর্তৃপক্ষকে জানানো হয়েছে। থানায়ও অভিযোগ হয়েছে।” অন্য দিকে, পঞ্চায়েতের তালা ভেঙে নথি চুরি যাওয়ার ঘটনাকে কংগ্রেস সাজানো বলে দাবি করেছে। এলাকার কংগ্রেস নেতা সঞ্জীব সিংহের অভিযোগ, “পঞ্চায়েতে দীর্ঘদিন নানা বেনিয়ম চলছে। বর্তমানে প্রধানের খামখেয়ালিপনা ও দুর্নীতির অভিযোগের তদন্ত করছে প্রশাসন। সেই জন্য নানা প্রকল্পের কারচুপি ঢাকতে প্রধান প্রয়োজনীয় নথি সরানোর জন্য এই ধরনের চুরির ঘটনা সাজানো হচ্ছে।” পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, ১০০ দিন প্রকল্পে এলাকার কানুপাড়া সংসদে মাটি কাটার কাজে শ্রমিকদের মজুরি দেওয়া নিয়ে একটু ঝামেলা চলছে। এ ছাড়া, মেহেগ্রামে একটি পুকুর কাটা নিয়ে সমস্যা চলছে। কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, সম্প্রতি প্রধানের বিরুদ্ধে কানুপাড়া, পোধরা সংসদে মাটি কাটার কাজে মাস্টাররোলে কারচুপির অভিযোগ ছাড়াও, বিভিন্ন প্রকল্পের কাজে টেন্ডার পছন্দের ঠিকাদারকে পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। প্রশাসন তদন্ত করছে। প্রধান বাবর আলির দাবি, “কংগ্রেসের অভিযোগ ভিত্তিহীন।”
|
দুর্ঘটনায় মৃত্যু তিন জনের |
তিনটি পৃথক দুর্ঘটনায় এক অজ্ঞাতপরিচয় মহিলা-সহ তিন জনের মৃত্যু হয়েছে। মৃতেরা হলেন, ময়ূরেশ্বর থানার মহিষাকোড়া গ্রামের জগতপতি সাধু (২৫) ও বোলপুরের পাড়ুই থানা এলাকার ইয়ার মহম্মদ খান (৪৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে রানিগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে জগতপতি সাধু নামে ওই যুবক সাইকেলে করে মল্লারপুর বাজার যাচ্ছিলেন। ১০টা নাগাদ মল্লারপুর ব্লক অফিসের সামনে রামপুরহাটগামী একটি ট্রাক সাইকেলে ধাক্কা মারে। তখন ওই যুবক সাইকেল থেকে পড়ে গেলে ট্রাকের চাকা তাঁর উপর দিয়ে চলে যায়। গুরুতর জখম অবস্থায় তাঁকে প্রথমে মল্লারপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছিল। পরে রামপুরহাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ দিনই ইয়ার মহম্মদ খান নামে ওই ব্যক্তি একটি বাসের ছাদে বসে আসানসোল থেকে রামপুরহাটের দিকে যাচ্ছিলেন। সিউড়িতে রেলওভারব্রিজে ধাক্কা লেগে তাঁর মৃত্যু হয়। অন্য দিকে, বৃহস্পতিবার রাতে দুবরাজপুর থানা এলাকার সাতকেন্দুরী মোড়ের কাছে, রানিগঞ্জ-দুবরাজপুর ১৪ নম্বর রাজ্য সড়কে একটি গাড়িতে চাপা পড়ে ওই অজ্ঞাতপরিচয় মহিলার মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দিন ওই মহিলাকে এলাকায় ভিক্ষাবৃত্তি করতে দেখা গিয়েছে। রাস্তা পারাপার করার সময়ে তিনি গাড়িতে চাপা পড়তে পারেন।
|
মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার |
জঙ্গল মহল থেকে যৌথবাহিনী প্রত্যাহার করা ও কিষেনজি হত্যার বদলা চেয়ে মাওবাদী নামাঙ্কিত দু’টি পোস্টার উদ্ধার হয়েছে খয়রাশোল থেকে। শুক্রবার সকালে খয়রাশোলের লোকপুর পুলিশ ফাঁড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে থাকা লোকপুর বাসযাত্রী প্রতীক্ষালয় ও পাশের একটি দেওয়ালে সাঁটানো ওই পোস্টার দু’টি দেখাতে পান স্থানীয় বাসিন্দারা। এর পরেই পুলিশ পোস্টারগুলি ছিঁড়ে ফেলে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার হৃষিকেশ মিনা। |