ই-ছাড়পত্র
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
মালদহ মেডিক্যাল কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রী ভর্তির ছাড়পত্র দিল মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া। মঙ্গলবার সন্ধ্যা ৭.৩০টায় এমসিএ সচিব সঞ্জয় শ্রীবাস্তব ই-মেলে করে ছাড়পত্র পাঠান। যে পরিকাঠামোর ঘাটতির কারণে দ্বিতীয় বর্ষের ছাত্র ভর্তির ছাড়পত্র বাতিল করা হয়, কলেজ কর্তৃপক্ষ তা দ্রুত মেটানোর আশ্বাস দিয়েছেন। মুচলেকা দেওয়ার পরই শর্তসাপেক্ষে ভর্তির ছাড়পত্র দিয়েছে এমসিএ। অধ্যক্ষ উজ্জ্বল কুমার ভদ্র বলেন, “রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ও ঊর্ধ্বতন কতৃপক্ষ এগিয়ে না এলে দ্বিতীয় বর্ষের ছাত্র ভর্তির ছাড়পত্র এত তাড়াতাড়ি পেতাম না। যে সমস্ত ঘাটতির জন্য দ্বিতীয় বর্ষের ছাত্র ভর্তি বাতিল হয়েছিল, আমরা সেই সমস্ত ঘাটতির কিছুটা পূরণ করে ফেলেছি।” ১ ও ২ মার্চ মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার সদস্যরা মালদহ মেডিক্যাল কলেজ ঘুরে দেখেন। পরিদশর্ন করে কাউন্সিলের সদস্যরা রিপোর্ট দেন। এর ভিত্তিতে মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বিতীয় বর্ষের ভর্তির ছাড়পত্র বাতিল করে দেওয়ার কথা জানিয়েছিল।
|
রক্ত-কেন্দ্রের অধিকর্তা নিয়ে সমস্যা চলছেই
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
বুধবারও আঞ্চলিক রক্ত সরবরাহ কেন্দ্রের অধিকর্তা পদে যোগ দিলেন না বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগের সুদীপ্ত ভট্টাচার্য। ফলে রক্ত সরবরাহ নিয়ে বিশৃঙ্খলা অব্যাহত। গত ২৫ জুন সুদীপ্তবাবুকে ওই পদে যোগ দিতে নির্দেশ দেন মেডিক্যাল কলেজের সহ-অধ্যক্ষ তথা হাসপাতালের সুপার অসিতবরণ সামম্ত। কিন্তু দু’দিন পরেও তা হয়নি। অসিতবাবু বলেন, “এ দিন সুপ্রিয়বাবু আমার সঙ্গে দেখা করে ওই পদের দায়িত্ব কেন নিতে পারবেন না তার অনেকগুলি কারণ জানিয়েছেন। তাই প্যাথলজি বিভাগের প্রধান উমা বন্দ্যোপাধ্যায়কে ওই পদের দায়িত্ব নিতে বলেছি।” সুদীপ্তবাবু অবশ্য এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। এই ভাবে সরকারি নির্দেশ অমান্যের কারণে তদন্ত ও কঠোর সাজার দাবি তুলে মেডিক্যাল কলেজের অধ্যক্ষের কাছে স্মারকলিপি জমা দিয়েছে তৃণমূল প্রভাবিত প্রোগ্রেসিভ সার্ভিস ডক্টরস অ্যাসোসিয়েশন। উমাদেবীও জানাননি, তিনি শেষমেশ ওই পদের দায়িত্ব নেবেন কি না।
|
স্যালাইন নিয়ে তদন্ত
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া |
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়া নিয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করল বাঁকুড়া মেডিক্যাল কর্তৃপক্ষ। যে বৃদ্ধ রোগীকে সোমবার রাতে ওই স্যালাইন দেওয়া হয়েছিল, সেই মদন পাত্রের মঙ্গলবার গভীর রাতে মৃত্যু হয়েছে। তবে তাঁর পরিবারের তরফ থেকে অভিযোগ হয়নি। বাঁকুড়া মেডিক্যালের সুপার পঞ্চানন কুণ্ডু বলেন, “ওই বৃদ্ধের পেটে পচন ধরায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। সম্ভবত সে কারণেই তাঁর মৃত্যু হয়েছে।”
|
রোগী-মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়াল ন্যাশনাল মেডিক্যাল কলেজে। পথ দুর্ঘটনায় আহত বুবাই গোমস নামে এক যুবককে শুক্রবার রাতে ন্যাশনালে ভর্তি করা হয়। বুধবার তাঁর মৃত্যু হলে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালে বিক্ষোভ দেখান তাঁর পরিজনেরা। তাঁদের অভিযোগ, প্রথমে বুবাইকে ফিরিয়ে দেওয়া হয়। একাধিক জায়গায় ঘুরে ফের ন্যাশনালে ফিরলে ভর্তি নেওয়া হয়, তবে যথাযথ চিকিৎসা হয়নি। এমনকী, ভুল করে তাঁকে পাশের শয্যার রোগীর ইঞ্জেকশন দেওয়া হয় বলেও অভিযোগ তাঁদের। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাসপাতাল-কর্তৃপক্ষ জানান, যথাযথ চিকিৎসাই হয়েছিল। কিন্তু আঘাত গুরুতর হওয়ায় বুবাইকে বাঁচানো যায়নি। ভুল ইঞ্জেকশনের অভিযোগও অস্বীকার করেন তাঁরা।
|
বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে পান্ডুয়া থানার উদ্যোগে শশীভূষণ উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে পদযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রম করে একই জায়গায় শেষ হয়। বিডিও নবনীপা সেনগুপ্ত, ওসি প্রদীপ দাঁ-সহ অনেকে তাতে সামিল হন। |