টুকরো খবর
দিনভর যানজট
প্রায় এক মাস ধরে বেহাল রাস্তা। গর্তে চাকা পড়ে রোজই উল্টে যাচ্ছে গাড়ি। তার মধ্যে মাঝপথে দূরপাল্লার পেল্লায় ট্রাক বিকল হয়ে পড়ায় বুধবার দিনভর গোঁসাইপুরে নাজেহাল হলেন চালক ও যাত্রীরা। সকাল ৮টা থেকে ওই সড়কে বিশাল যানজট হয়। বাগডোগরা চেকপোস্ট থেকে বাগডোগরার বিহার মোড় পর্যন্ত রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। শিলিগুড়ি-বাগডোগরা রুটের বাস ও অটো চালকেরা শিবমন্দিরেই যাত্রীদের নামিয়ে চলে যান। ফলে হেঁটে গোঁসাইপুর পার হয়ে যাত্রীদের বাগডোগরায় পৌঁছতে হয়। বিপাকে পড়েন বিমানযাত্রীরা। পরিস্থিতি সামাল দিতে বাগডোগরা থানা এবং শিলিগুড়ি ট্রাফিক পুলিশের কর্মীদের নামাতে হয়। দুপুরে ১টা নাগাদ ট্রাকটি সরানো হলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়। জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ সম্প্রতি পক্ষ থেকে ২-৩ দিনের মধ্যে পথ মেরামতির আশ্বাস দেওয়া হলেও কেন তা বেহাল হয়ে পড়ে রয়েছে সেই প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা। মহাসড়ক কর্তৃপক্ষের দাবি, বেহাল রাস্তা মেরামতির জন্য এদিনই তাঁরা কর্মীদের নামিয়েছেন।

দখল উচ্ছেদ
অভিযান চালিয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে অবৈধ ভাবে গড়ে ওঠা দোকান সরিয়ে দিলেন কর্তৃপক্ষ। বুধবার পুলিশ প্রশাসনের সাহায্য নিয়ে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়। বেলা ৯টা থেকে উচ্ছেদ অভিযান নিয়ে হাসপাতাল চত্বর সরগরম ছিল। ডেপুটি সুপার বিজয় থাপা উচ্ছেদ অভিযানের সময় ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, অন্তত ১৭২ টি দোকান উচ্ছেদ করা হয়েছে। সম্প্রতি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর উপস্থিতিতে মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালন সমিতির বৈঠকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে সিদ্ধান্ত হয়। ঠিক হয়েছিল, গত ১ বছর ধরে যে সমস্ত দোকান হাসপাতাল চত্বরে অবৈধ ভাবে গড়ে উঠেছে তাদের উঠিয়ে দেওয়া হবে। তবে তার আগে থেকে দীর্ঘদিন ধরে যাঁরা আছেন হাসপাতাল চত্বরে তাদের পরিকল্পিত ভাবে ব্যবসার জায়গা করে দেওয়া হবে। এ দিন অবশ্য সমস্ত অস্থায়ী দোকানই উচ্ছেদ করা হয়েছে। হাসপাতাল সুপার সব্যসাচী দাস বলেন, “গত এক বছরের আগে থেকে পুরনো যাঁরা রয়েছেন পরবর্তীতে তাদের নির্দিষ্ট জায়গায় ব্যবসার সুযোগ করে দেওয়া হবে।”

স্মারকলিপি
পূর্ত বিভাগের অস্থায়ী কর্মীদের বর্ষায় গামবুট, গ্লাভস, বর্ষাতি, ছাতা দেওয়ার দাবি জানাল আইএনটিটিইউসি নিয়ন্ত্রিত শিলিগুড়ি পুর কর্মচারী সমিতি। মঙ্গলবার তাঁরা মেয়রকে স্মারকলিপি দেন। দাবি, পুরসভার প্রধান অফিসে এবং বরোতে কর্মরত অস্থায়ী কর্মীদের ৩০ দিন কাজের ব্যবস্থা করতে হবে। শনিবার অর্ধদিবস কাজের নিয়ম করতে হবে। মেয়র গঙ্গোত্রী দত্ত বলেন, “বর্যাতি দেওয়া হবে। ৩০ দিন কাজ বা অর্ধদিবসের সিদ্ধান্ত আলোচনা সাপেক্ষ।”

বাম বিক্ষোভ
সূর্যসেন কলেজে সংগঠনের সমর্থকদের উপর হামলার অভিযোগে বিক্ষোভ দেখালেন এসএফআই সমর্থকরা। বুধবার দুপুরে শিলিগুড়ি সংলগ্ন তিনবাতি মোড়ে বিক্ষোভ দেখান তাঁরা। এসএফআইয়ের অভিযোগ, মহকুমার কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে সন্ত্রাস শুরু করেছে তৃণমূল ছাত্র পরিষদ। পুলিশে অভিযোগ জানানোর পরেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। তৃণমূল ছাত্র পরিষদের তরফে দাবি করা হয়েছে, অভিযোগ ভিত্তিহীন।

সংগ্রহশালা
কোনওটা ১২৩ বছরের পুরনো নথি, কোনটা ৬০/৭০ বছরের পুরনো বাদ্যযন্ত্র। মুগল যুগের মুদ্রাও রয়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে বাসিন্দাদের সংগ্রহ করা ওই সমস্ত প্রাচীন, ইতিহাসিক গুরুত্বপূর্ণ নথি-তাঁরা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অক্ষয়কুমার মৈত্রের সংগ্রহশালা কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছেন। বুধবার বিশ্ববিদ্যালয় গিয়ে সংগ্রহশালা কর্তৃপক্ষের হাতে একটি পুরনো সাঙ্গি ঢাক তুলেদিলেন ময়নাগুলির বাসিন্দা দীনেশচন্দ্র রায়। কামাখ্যাগুড়ির সুনীল চন্দ্র পালের সংগ্রহ বেশ কিছু পুরনো বাদ্য যন্ত্র, কাঠের তৈরি ছাঁচ, পুরনো মুদ্রা।

মদে জরিমানা
মদ খেয়ে গাড়ি চালালে চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ট্রাফিক পুলিশ। বুধবার মহানন্দা সেতু লাগোয়া মোড় এবং সেবক মোড়ে অভিযান চালায় তারা। ‘অ্যালকোমিটার’ নামে একটি যন্ত্র দিয়ে মোটরবাইক এবং ছোট, বড় বিভিন্ন গাড়ির চালককে পরীক্ষা করা হয়। অভিযানে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের এক চিকিৎসক এবং কর্মীও ছিলেন। ট্রাফিক পুলিশের আইসি হেমন্ত দাস জানান, যন্ত্রটি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের। সে জন্য প্রতিদিন অভিযান চালানো সম্ভব নয়। সপ্তাহে দু’ থেকে তিনদিন অভিযান হবে।

শাস্তি ৩৩ হাজার
টিকিট বিক্রির পরেও ‘টেকনিকাল’ কারণ দেখিয়ে বিমান বাতিল করার শাস্তি হিসাবে সংস্থাকে ৩৩ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল ক্রেতা সুরক্ষা আদালত। গত ২৫ জুন শিলিগুড়ির ত্রেতা সুরক্ষা আদালতের বিচারক গোপাল ঘোষ ওই রায় দেন। মামলাকারী ব্যক্তি সামরিক বাহিনীর ব্রিগেডিয়ার পদমর্যাদার। ২৯ নভেম্বর তিনি সস্ত্রীক বিমানে বাগডোগর-দিল্লি-হায়দরাবাদে যাওয়ার জন্য টিকিট কেটেছিলেন।

পথে মঞ্চ
পুর এলাকার বাইরে মহকুমাশাসক দফতর স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে বুধবার থেকে মালবাজার মহকুমা উন্নয়ন মঞ্চ রাস্তায় নেমে আন্দোলন শুরু করল। বিকেল ৫ টায় মালবাজার শহরের রেলওয়ে ময়দান থেকে শুরু হয় মিছিল। শহরের বিভিন্ন জায়গায় পথসভা আয়োজন করা হয়। মালবাজার পুরসভার পুর চেয়ারম্যান সুপ্রতিম সরকার পথসভা ও মিছিলে ছিলেন। সিপিএম, সিপিআই, কংগ্রেস , তৃণমূল, এসইউসি-র শহরের শীর্ষ নেতৃত্বরা পথসভায় হাজির ছিলেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.