মন্ত্রীর রোষে দায়িত্বে কোপ |
বিধানসভায় দাঁড়িয়ে নিজের দফতরেরই এক অফিসারের (যুগ্মসচিব) বিরুদ্ধে অন্তর্ঘাতের অভিযোগ তুলেছিলেন রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ মন্ত্রী নুরে আলম চৌধুরী। এ বার সেই যুগ্মসচিবের কাছ থেকে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক কাজের দায়িত্ব সরিয়ে নিয়ে দফতরের কাজকর্ম দেখাশোনার জন্য খোদ মন্ত্রীর সভাপতিত্বে একটি বিভাগীয় তদারক কমিটি তৈরি করা হল ওই দফতরে। চলতি সপ্তাহে জারি করা ওই সরকারি নির্দেশে বলা হয়েছে, প্রাণিসম্পদ দফতরের বিভিন্ন প্রকল্প নিয়ম ও নির্ঘণ্ট মেনে রূপায়ণ করার জন্যই তদারক কমিটি তৈরি করা হল। কমিটির সহ-সভাপতি হয়েছেন দফতরের সচিব। ১১ সদস্যের কমিটিতে দফতরের ওই যুগ্মসচিবকে রাখা হয়েছে সাধারণ সদস্য হিসেবে। তাঁকে ডিঙিয়ে কমিটির সদস্য-সচিব করা হয়েছে দফতরের সহসচিবকে। প্রতি সপ্তাহেই বৈঠকে বসবে কমিটি।
|
সুদ ও ঋণ মকুব নিয়ে উত্তর এড়ালেন অমিত |
রাজ্য সরকারের সুদ এবং ঋণ মকুবের জন্য দিল্লিতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে তাঁর ক’বার বৈঠক হয়েছে এবং সে ব্যাপারে তিনি কী জবাব পেয়েছেন, তা নিয়ে বিধানসভায় প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেন অর্থমন্ত্রী অমিত মিত্র। সোমবার ফব বিধায়ক তাজমুল হোসেনের ওই অতিরিক্ত প্রশ্নের সরাসরি উত্তর না-দিয়ে অমিতবাবু বলেন, “সুদ বাবদ ২০১১-’১২ আর্থিক বছরে ১৬ হাজার ৯৭.৩১ কোটি টাকা ব্যয় ধার্য করা হয়েছিল।” কিন্তু দিল্লির সঙ্গে তাঁর বৈঠকের ব্যাপারে ফের তাজমুল জানতে চাইলে অমিতবাবু বলেন, “আপনার প্রশ্নের স্পষ্ট উত্তরই দিয়েছি। এর বাইরে আরও কিছু জানতে চাইলে পরে আমার সঙ্গে যোগাযোগ করবেন।” এ বছর ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের ২ লক্ষ ৮ হাজার ৩৮২.৫৮ কোটি টাকা ঋণ রয়েছে বলে অর্থমন্ত্রী জানান। বলেন, ২০১১ সালের মার্চ পর্যন্ত বামেদের রেখে যাওয়া ঋণের পরিমাণ ছিল ১ লক্ষ ৮৭ হাজার ৩৮৭.৮০ কোটি টাকা। মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, বাজার থেকে এবং স্বল্প সঞ্চয় থেকে নেওয়া ঋণের পরিমাণ যথাক্রমে ২০ হাজার ৯৯৫ কোটি এবং ৭৯ হাজার ১০৬.০৪ কোটি টাকা।
|
কম্পিউটার প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন |
পশ্চিমবঙ্গ আবাসন পর্ষদের কাজে গতি আনতে কর্মচারীদের জন্য বুধবার কম্পিউটার প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করলেন আবাসনমন্ত্রী অরূপ বিশ্বাস। ওয়েবেলের ব্যবস্থাপনায় ওই শিবিরের উদ্বোধনের পর মন্ত্রী বলেন, “কাজের সময় কোনও ইউনিয়ন অফিস খোলা রাখা যাবে না। অফিস খোলা দেখলে তা সিল করে দেওয়া হবে। এ ক্ষেত্রে লাল-সবুজ কোনও রঙ দেখা হবে না।” ভবিষ্যতে অফিসে এ নিয়ে বিক্ষোভ হলে তা তাঁকে জানানোর নির্দেশ দেন মন্ত্রী। তবে আগামী দশ বছর কর্মীদের বেতন-সংক্রান্ত কোনও সমস্যা হবে না বলে আশ্বাসও দিয়েছেন অরূপবাবু। |