|
|
|
|
এক্তিয়ার নেই সংসদের |
নীতি ভেঙে বদলি প্রাথমিকে, খারিজ করে দিল হাইকোর্ট |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের বদলি করার কোনও এক্তিয়ার জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতিদের নেই বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। ওই সব সংসদের সভাপতিরা নীতি না-মেনে ইতিমধ্যে শিক্ষক-শিক্ষিকাদের বদলি করে যে-সব নির্দেশ দিয়েছেন, বিচারপতি প্রণব চট্টোপাধ্যায় ও বিচারপতি তরুণ দাসের ডিভিশন বেঞ্চ বুধবার তার সব ক’টিই খারিজ করে দিয়েছে।
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরে বিভিন্ন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতিরা প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাদের বদলি করছিলেন। অনেক প্রতিবন্ধী শিক্ষককেও বদলি করা হয়। অনেকে নতুন স্কুলে যোগও দিয়েছেন। বিশ্বনাথ সরকার নামে নদিয়া জেলার এক প্রতিবন্ধী শিক্ষক-সহ কয়েক জন এই ধরনের বদলির বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেন। কিন্তু বিচারপতি নাদিরা পাথেরিয়া বদলি বন্ধের নির্দেশ দেননি। ডিভিশন বেঞ্চে আপিল করেন আবেদনকারীরা।
আবেদনকারীদের আইনজীবী সুব্রত মুখোপাধ্যায় বলেন, অনেক শিক্ষিকাকেই বাড়ি থেকে অনেক দূরে বদলি করা হয়েছে। তাঁর অভিযোগ, নতুন সরকার আসার পরে বিভিন্ন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতিরা বদলি-নীতির তোয়াক্কা না-করে এ ভাবে বদলি করে চলেছেন। এর ফলে কোনও কোনও শিক্ষক বা শিক্ষিকা খুব সকালে বাড়ি থেকে বেরিয়েও স্কুলে যখন পৌঁছন, তত ক্ষণে বেলা গড়িয়ে যায়। তবে রাজ্য সরকারের বক্তব্য, বিশেষত শিক্ষিকাদের যতটা সম্ভব বাড়ির কাছের স্কুলে কাজ দেওয়ার জন্যই এই ধরনের বদলির ব্যবস্থা হয়েছে।
ডিভিশন বেঞ্চের রায়ে এ দিন বলা হয়, সংসদের সভাপতিরা কোনও ভাবেই শিক্ষক-শিক্ষিকাদের বদলি করতে পারেন না। সভাপতির কাজ নিজের দফতর দেখভাল করা এবং কর্মীদের নিয়ন্ত্রণ করা। সরকারের পক্ষ থেকে বলা হয়, সভাপতি প্রাথমিক শিক্ষকদের নিয়োগপত্র দেন। তাই তিনি বদলিও করতে পারেন। ডিভিশন বেঞ্চের বক্তব্য, বদলি করতে পারে সংসদ। এবং সেই বদলিও করা যেতে পারে ২০০২ সালের প্রাথমিক শিক্ষক বদলি আইন অনুযায়ী। কিন্তু দেখা যাচ্ছে, নীতি না-মেনেই এই সব বদলি করা হয়েছে। আইনের চোখে এই বদলি গ্রাহ্য নয়। যে-সব শিক্ষক-শিক্ষিকা বদলি হয়ে নতুন স্কুলে যোগ
দিয়েছেন, তাঁরা আদালতের এ দিনের রায়ের প্রতিলিপি পাওয়ার তিন দিনের মধ্যে ফের আগের স্কুলে যোগ দিতে পারবেন। বদলির পরে যে-সব শিক্ষক-শিক্ষিকার বেতন পাওয়া নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে, অবিলম্বে তার সমাধান করতে হবে সংসদকেই। |
|
|
|
|
|