বিমানের এগজিকিউটিভ ক্লাসের টিকিট। টিকিটের মালিক একটি বাক্স।
ভিভিআইপি বাক্সের জন্য ভিভিআইপি আয়োজন।
রাষ্ট্রপতি নির্বাচনের ব্যালট বাক্স বলে কথা! বিমানের এগজিকিউটিভ ক্লাসে যাত্রী-আসনে বসে পাড়ি দেবে সেই বাক্স। বাক্সের নাম করেই আলাদা টিকিট কাটা হবে। পাশের আসনটি বরাদ্দ থাকবে রাজ্যের সহকারী রিটার্নিং অফিসারের জন্য।
কী করে একটি বাক্সের নামে টিকিট কাটা হবে? জানা গিয়েছে, ব্যালট বাক্সের নামে টিকিট বিক্রির অনুমতি দিতে খোদ ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশনকে বিশেষ নির্দেশ জারি করতে হবে। প্রতিটি রাজ্যেই ওই বিশেষ দিনে ওই বিশেষ ব্যবস্থা করতে হবে।
প্রতিটি রাজ্যের বিধানসভাতেই ১৯ জুলাই রাষ্ট্রপতি পদে ভোট নেওয়া হবে। এবং নিয়ম মেনে পরের দিনই ব্যালট বাক্স পৌঁছে দিতে হবে রাজ্যসভায়। ২০ জুলাই কলকাতা থেকে ব্যালট বাক্স যাবে সরকার নিয়ন্ত্রিত এয়ার ইন্ডিয়ার বিমানে। কলকাতায় এয়ার ইন্ডিয়ার কাছে ইতিমধ্যেই এই মর্মে নির্দেশ এসে পৌঁছেছে। |
প্রতিটি রাজ্যের সহকারী রির্টানিং অফিসাররা ব্যালট বাক্সের সঙ্গে যাবেন। রাজ্য নির্বাচন দফতর সূত্রের খবর, এমনিতে রাজ্যে মুখ্যসচিব ছাড়া অন্য কোনও রাজ্য সরকারি আমলা এগজিকিউটিভ ক্লাসে যাতায়াত করতে পারেন না। কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনের ব্যালট বাক্স সঙ্গে নিয়ে যাওয়ার সুবাদে রাজ্য বিধানসভার সচিব সে সুযোগ পাবেন। বিধানসভার সচিবই সহকারী রিটার্নিং অফিসার হন।
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইতিমধ্যেই রাজ্যের বিধায়কদের স্বাক্ষর নিয়ে নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। তারই ভিত্তিতে আসবে ভোটার তালিকা। বিধায়ক-সাংসদ বা অন্য রাজ্যের যে বিধায়করা এই রাজ্য থেকে ভোট দিতে চেয়ে নির্বাচন কমিশনের অনুমতি পাবেন, তাঁদের স্বাক্ষরের একটি প্রত্যয়িত প্রতিলিপি কলকাতায় পৌঁছবে ১৫ জুলাই। দিল্লির দু’জন অফিসার ওই তালিকা নিয়ে আসবেন। সেই সঙ্গেই দিল্লি থেকে আসবে ব্যালট বাক্স। যদিও ব্যালট পেপার ছাপা হবে কলকাতাতেই।
দিল্লি থেকে আসা খালি ব্যালট বাক্সের জন্য অবশ্য বিমানে আলাদা আসন থাকছে না। খালি বাক্স কলকাতা বিমানবন্দর থেকে সরাসরি নিয়ে যাওয়া হবে আলিপুর ট্রেজারিতে। সেখান থেকে ব্যালট পেপার, ব্যালট বাক্স, ভোটার তালিকা বিধানসভায় পৌঁছে দেওয়া হবে ১৮ জুলাই। ওই একই দিনে পৌঁছে দেওয়া হবে বিধায়ক ও সাংসদদের স্বাক্ষর প্রত্যয়িত করা তালিকাও। পরের দিন ভোট। এই রাজ্যের বিধায়ক প্রতি ১৫১টি ভোট রয়েছে। মোট ভোট ৪৪৩৯৪টি।
রাষ্ট্রপতি নির্বাচনের এই বিপুল কর্মকাণ্ডে আইন-শৃঙ্খলা রক্ষা নিয়ে কথা বলতে রাজ্যের নির্বাচনী অফিসার সুনীল গুপ্ত শনিবার বৈঠক ডেকেছেন। বৈঠকে হাজির থাকবেন রাজ্য পুলিশের ডিজি, কলকাতা পুলিশ কমিশনার বা তাঁর প্রতিনিধি, উত্তর ও দক্ষিণ দুই ২৪ পরগনার জেলাশাসক এবং রাজ্য বিধানসভার সচিব। |