টুকরো খবর
টেলিফোন বিপর্যস্ত রঘুনাথগঞ্জ, নবদ্বীপে
নবদ্বীপ মায়াপুরসহ বিস্তীর্ণ এলাকা গত সোমবার থেকে টেলি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে রয়েছে। স্তব্ধ ব্রডব্যান্ড-সহ মোবাইল পরিষেবাও। প্রায় একই ছবি মুর্শিদাবাদের জঙ্গিপুরে। সেখানেও গত কুড়ি ঘণ্টা ধরে বিএসএনএলের সমস্ত পরিষেবা মুখ থুবড়ে পড়েছে। বন্ধ হয়ে গিয়েছে ইন্টারনেট পরিষেবাও। ব্যাহত হয় ব্যাঙ্ক ও রেলের টিকিট পরিষেবার কাজও। বুধবার বেলা দেড়টা নাগাদ মোবাইল ও ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক হলেও বিকল এসটিডি পরিষেবা। রঘুনাথগঞ্জ টেলিকম বিভাগের কারিগরী আধিকারিক শেষাদ্রি বিশ্বাস জানান, “লালগোলার কাছে বরজুমলায় সাইবার কেবল কেটে যাওয়ায় বিপত্তি। রঘুনাথগঞ্জ টেলিকম এক্সচেঞ্জের নিয়ন্ত্রণে থাকা ধুলিয়ান থেকে সাগরদিঘি পর্যন্ত ১৯টি টেলিফোন এক্সচেঞ্জের পরিষেবা ব্যাহত হয়। জরুরি ভিত্তিতে কাজ শুরু করে বুধবার দুপুরের পরে কিছু পরিষেবা চালু হয়েছে। এখনও কাজ চলছে।” নবদ্বীপ টেলিফোনের এসডিই সীতানাথ দাস বলেন, “কৃষ্ণনগর ও নবদ্বীপের মধ্যে অপটিক্যাল ফাইবার ছিঁড়ে এমন বিপত্তি। মেরামতি চলছে। খুব শীঘ্রই পরিষেবা স্বাভাবিক হবে।”

কারচুপির নালিশ নবগ্রামে
কারচুপির অভিযোগে বুধবার নিমগ্রাম বেলুড়ি বিদ্যালয়ে ইলেকশন অফিসার আব্দুস শোভানকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখায় কংগ্রেস। পুলিশ তাকে উদ্ধার করে। রবিবার নবগ্রামের ওই স্কুলে ভোট হয়। কংগ্রেস প্রার্থী আবুল হাসনাত শেখের অভিযোগ, “পেয়েছি ৩৩১টি ভোট। দেখানো হয়েছে ৩২১টি। ব্যালটবাক্সের সিল নেই। পুলিশের কাছে অভিযোগ করেছি। ফের ভোটেরও দাবি করা হয়েছে।” পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “প্রার্থীর অভিযোগে ইলেকশন অফিসারকে ধরা যায় না। স্কুলের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।” আব্দুস বলেন, “ভুল হয়েছে। আমি দুঃখিত।” জেলা বিদ্যালয় পরিদর্শক শুভেন্দুবিকাশ দত্ত বলেন, “লালবাগের বিদ্যালয় পরিদর্শকের রিপোর্ট পেলে পর্ষদে পাঠিয়ে ব্যবস্থা নেওয়া হবে।”

জালিয়াতির অভিযোগে ধৃত
জালিয়াতির অভিযোগে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সহকারী ম্যানেজার বরুণ সাহা ও নাকাশিপাড়ার বাসিন্দা সাজিলা বিবি ও জাহ্নবী শেখকে বুধবার গ্রেফতার করল পুলিশ। অভিযোগ, বরুণবাবু হিতেন সর্দার নামে এক গ্রামবাসীর কৃষি-ঋণের অ্যাকাউন্ট থেকে ২৫ হাজার টাকা তার দুই সঙ্গী জাহ্নবী ও সাজিলার সাহায্যে তোলার চেষ্টা করে। ব্যাঙ্কের ম্যানেজার বিকাশ চক্রবর্তী বলেন, “ব্যাঙ্কের এক কর্মীর সন্দেহ হওয়ায় বরুণবাবুকে জিজ্ঞাসাবাদ করা হয়। তখনই জালিয়াতির বিষয়টি বোঝা যায়।”

আগুন, ট্রেনে বিঘ্ন
ট্রেনের কামরায় ব্রেক-শু্যতে আগুন লেগে আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে। বুধবার হাঁসখালির ময়ুরহাট স্টেশনে শিয়ালদহগামী ওই গেদে লোকালে ওই ঘটনার পরে ময়ুরহাট স্টেশনে ট্রেনটিকে প্রায় ঘণ্টাখানেক দাঁড় করিয়ে রেখে ব্রেক-শু্য সারানো হয় বলে রেল সূত্রে জানা গিয়েছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সমীর গোস্বামী বলেন, “চাকার সঙ্গে ব্রেক-শু্যয়ের ঘর্ষণে ধোঁয়া বেরতে দেখা যায়। আতঙ্ক ছড়ায় তা থেকেই। এর পরেই ট্রেনটিকে দাঁড় করিয়ে পরীক্ষা করা হয়। কিছুক্ষণ পরে অবশ্য ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যায়।”

কঙ্কাল উদ্ধার
জঙ্গিপুরের মহকুমাশাসকের অফিস চত্বরে মাটি খুঁড়তে গিয়ে বুধবার একটি কঙ্কাল উদ্ধার হয়। ঘটনাস্থলে যান জেলা পুলিশের কর্তারা। জঙ্গিপুরের এসডিপিও উয়ংডেন ভুটিয়া বলেন, “কঙ্কালটি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। পুলিশ তদন্ত করছে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.