বালি পুরসভায় প্রশাসক নিয়োগ করল রাজ্য সরকার। বুধবার মহাকরণে এ কথা জানান রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, “বালি পুরসভা ভেঙে না দিয়ে প্রশাসক নিয়োগ করা হচ্ছে। কাজকর্ম স্বাভাবিক রাখতেই এই সিদ্ধান্ত। কারণ বালির চেয়ারম্যান দীর্ঘদিন অফিসে আসছেন না।” মন্ত্রী এ দিন আরও বলেন, “হাওড়া সদর মহকুমা শাসককে প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে। আর্থিক লেনদেনের দায়িত্ব দেওয়া হয়েছে বালি পুরসভারই কার্যনির্বাহী আধিকারিক ও ফিনান্সিয়াল অফিসারকে।” প্রসঙ্গত উল্লেখ্য, ফৌজদারি মামলায় নাম জড়ানোয় গত ৪ জুন থেকে বালি পুরসভায় আসা বন্ধ করে দিয়েছেন সিপিএম চেয়ারম্যান অরুণাভ লাহিড়ী। ফলে কার্যত অচল হয়ে পড়েছে বালি পুরসভা। আর্থিক লেনদেন থেকে শুরু করে টেন্ডার প্রক্রিয়া সব কাজই বন্ধ হয়ে গিয়েছে। তবে প্রথম থেকেই পুরসভার বিরোধীরা দাবি করেছেন, নাগরিকদের মধ্যে ভুল বার্তা পৌঁছে দিতেই উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ‘বেপাত্তা’ হয়ে গিয়েছেন চেয়ারম্যান। যদিও চেয়ারম্যান অরুণাভবাবু দাবি করেছেন, গ্রেফতারি এড়াতে এবং নিজের সম্মান রক্ষা করার জন্য তিনি পালিয়ে বেড়াচ্ছেন।
|
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক বৃদ্ধের। বুধবার সকাল ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে শ্রীরামপুরের মাহেশের কাছে। মৃত ব্যক্তির নাম বি ও ড্যানিয়েল (৭১)। পুলিশ জানায়, এ দিন সকালে কলকাতার বিশপ কলেজের প্রাক্তন শিক্ষক ড্যানিয়েল তাঁর ছেলে স্কুটারে চেপে শ্রীরামপুর কলেজ থেকে কলকাতার বিশপ কলেজের আবাসনে ফিরছিলেন। মাহেশের কাছে একটি ট্রাকের ধাক্কায় ছিটকে পড়েন ড্যানিয়েল। ঘটনাস্থলেই মারা যান। |