জাল বই বিক্রির অভিযোগে ধৃত |
জাল বই বিক্রির অভিযোগে মঙ্গলবার কলেজ স্ট্রিট এলাকার এক বই-বিক্রেতাকে গ্রেফতার করল কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট শাখা। পুলিশ জানায়, ধৃতের নাম প্রশান্ত চক্রবর্তী। বাড়ি বেলেঘাটায়। বাজেয়াপ্ত করা হয়েছে ৫৫৫টি বই। বুধবার ধৃতকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। পুলিশ সূত্রের খবর, কলেজ স্ট্রিট এলাকায় নবীন কুণ্ডু লেনে প্রশান্তবাবুর বইয়ের দোকান। অভিযোগ, সেখানে তিনি একাদশ-দ্বাদশ শ্রেণির একটি ইংরেজি বইয়ের নকল সংস্করণ বিক্রি করছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার বিকেলে তাঁর দোকানে হানা দেন গোয়েন্দারা। বাজেয়াপ্ত করা বইয়ের আর্থিক মূল্য প্রায় ৫৫ হাজার টাকা বলে পুলিশের দাবি।
|
দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সংযোগ না পাওয়ার অভিযোগে বুধবার দুপুরে বাইপাসের পঞ্চান্নগ্রাম মোড়ের কাছে কিছুক্ষণের জন্য বিক্ষোভ-অবরোধ করলেন তিলজলা এলাকার কয়েকশো বাসিন্দা। বেলা ১১টা ৫৫ মিনিট থেকে ১২টা ৫ মিনিট পর্যন্ত অবরোধ চলে। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন বাসিন্দারা। পুলিশ জানায়, অবরোধে আটকে পড়ে উল্টোডাঙা ও গড়িয়ামুখী গাড়িগুলি। যদিও সিইএসসি জানায়, ওই এলাকায় বিদ্যুৎ সংযোগে সমস্যা নেই। এ দিন সকালে ‘লো-টেনশন’ লাইনে যান্ত্রিক বিভ্রাট দেখা দিয়েছিল ও কিছু এলাকায় পাম্প চালাতে সমস্যা হয়েছে। তবে বিভ্রাটের কিছুক্ষণের মধ্যেই তা সারানো হয়েছে।
|
হাসপাতালে মৃত্যু হল একবালপুরে বোমা ফেটে জখম হওয়া যুবকের। মৃতের নাম শেখ শাহরুখ (২০)। পুলিশ জানায়, মঙ্গলবার একটি ঘরে বোমা বাঁধছিল শাহরুখ। আচমকাই একটি বোমা ফেটে জখম হয় শাহরুখ-সহ চার জন। তার মধ্যে দু’টি শিশুও আছে। তাদের পিজিতে ভর্তি করানো হয়। বাকিদের অবস্থা আশঙ্কাজনক।
|
সংবাদপত্রের গ্রাহক করে দেওয়ার নামে টাকা হাতানোর অভিযোগে বুধবার বড়তলা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম কৌশিক বন্দ্যোপাধ্যায়। বাড়ি গড়িয়ায়। পুলিশ জানায়, কৌশিক দীর্ঘ দিন ধরে একটি বহুল প্রচারিত সংবাদপত্রের গ্রাহক হওয়ার ভুয়ো ফর্ম ছাপিয়ে সাধারণ মানুষের কাছে টাকা তুলছিল। সম্প্রতি প্রতারিত হওয়া নাগরিকেরা সংবাদপত্রের অফিসে যোগাযোগ করলে বিষয়টি নজরে আসে। বড়তলা এলাকায় টাকা তোলার সময়ে সন্দেহ হলে স্থানীয়েরাই কৌশিককে পুলিশের হাতে তুলে দেন।
|
এক ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে। বুধবার, আচার্য প্রফুল্লচন্দ্র রোড থেকে। মৃতের নাম দেবকী যাদব (৩২)। পুলিশ জানায়, রাস্তার ধারে তাঁকে পড়ে থাকতে দেখে আর জি করে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, মৃতের গায়ে কোনও আঘাতের চিহ্ন মেলেনি। তবে দেবকীর পরিজনেরা জানান, দেবকী নানা অসুখে ভুগছিলেন। |