টুকরো খবর
দু’টি চটকল শীঘ্রই খোলার ইঙ্গিত মন্ত্রীর
রাজ্যে দু’টি বন্ধ চটকল শীঘ্রই খুলতে চলেছে বলে জানালেন শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু। বুধবার বিধানসভায় তিনি বলেন, “রাজ্যে এখন ছ’টি চটকল বন্ধ রয়েছে। এর মধ্যে দু’টি চটকল শীঘ্রই খোলার সম্ভাবনা।” পূর্ণেন্দুবাবু জানান, বিড়লা চটকলটি ১২ জুলাইয়ের মধ্যে খুলতে পারে। মালিকপক্ষ, শ্রমিক ইউনিয়ন ও রাজ্য সরকারের মধ্যে ত্রিপাক্ষিক বৈঠকও হয়ে গিয়েছে। নদিয়া চটকলটি খোলা নিয়েও জটিলতা দেখা দেবে না বলে মন্ত্রীর আশা। এখনও কেন বন্ধ রয়েছে চটকলগুলি? বিরোধী-শিবিরের এক বিধায়ক এর পিছনে মালিকপক্ষের ‘চক্রান্ত’ দেখলেও পূর্ণেন্দুবাবু অন্য কারণকে গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, “মূল সমস্যা দু’টি। বিভিন্ন শ্রমিক ইউনিয়নের মধ্যে রেষারেষি এবং দুষ্কৃতীদের উপদ্রব।” পরে শ্রমমন্ত্রী হেস্টিংস মিলের দৃষ্টান্ত তুলে ধরেন। তিনি বলেন, “হেস্টিংসে এখনও দাগি দুষ্কৃতী রমেশ মাহাতো জেলে বসে ছড়ি ঘোরাচ্ছে। চটকল-সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত প্রভাবিত করার চেষ্টা করছে দুষ্কৃতীরা। ফলে, মালিকপক্ষ চটকল খুলতে চাইছেন না।” শ্রমমন্ত্রী জানিয়েছেন, এখন নদিয়া, বিড়লা ও হেস্টিংস ছাড়া রাজ্যের বন্ধ চটকলগুলি হল, মঙ্গলকোট, গৌরীপুর ও সুরা। চটকলগুলিতে দুষ্কৃতী-উৎপাত বন্ধ করতে তিনি সরকারি-মহলে সরব হবেন বলে জানিয়েছেন শ্রমমন্ত্রী।

শেয়ার দর ১৩% পড়ল কিংফিশারের
পাওনা-গণ্ডা না মেটানোয় কিংফিশারের কাছ থেকে ৩৪টি বিমান ফিরিয়ে নিল লিজদাতারা। যার জেরে বুধবার কিংফিশারের শেয়ার দর এক ধাক্কায় পড়ে গেল ১৩ শতাংশের বেশি। এ দিন বিএসই-তে তাদের শেয়ার এক সময়ে নেমে আসে ১১.৬২ টাকায়। গত কালের থেকে যা প্রায় ২ টাকা কম। এনএসই-তেও একই ভাবে দিনের সর্বনিম্ন দর ছিল ১১.৬৫ টাকা। সংশ্লিষ্ট সূত্রের খবর, মার্চ থেকে জুনে কিংফিশারের কাছ থেকে ৩৪টি বিমান ফিরিয়ে নিয়েছে লিজদাতা সংস্থাগুলি। তাদের বকেয়া পাওনা ১ হাজার কোটি টাকার মতো। কিংফিশারের সূত্রে অবশ্য জানানো হয়েছে, তারা স্বেচ্ছায় বিমানগুলি ফেরত দিয়ে দিয়েছে। ‘জোর’ করে কোনও বিমান ফিরিয়ে নেয়নি লিজদাতারা। সংস্থার লোকসানের বোঝা মার্চে শেষ হওয়া ত্রৈমাসিকে ১,১৫১.৫ কোটি টাকা। এ দিন সেনসেক্স অবশ্য বেড়েছে ৬১ পয়েন্ট।

এলাকা উন্নয়নই লগ্নির শর্ত: টাটা
শুধু শিল্প গড়তে টাকা ঢাললেই হবে না, এলাকার মানুষের সামনে উন্নত জীবনযাত্রার সুযোগ করে দিতে হবে। মন্তব্য করলেন রতন টাটা। সব সংস্থাকে এই শর্ত মেনে লগ্নির আর্জি জানিয়ে তিনি বলেন, তা না হলে পড়তে হবে মানুষের বিরূপ মনোভাবের মুখে। প্রসঙ্গত, সিঙ্গুরে ন্যানো কারখানা গড়ার প্রস্তুতিপর্বে স্বাস্থ্য শিবির, আইটিআই প্রশিক্ষণ, স্কুল খুলতে উদ্যোগী হন তিনি। রাজনৈতিক কারণে প্রকল্প ফলপ্রসূ না-হলেও লগ্নিতে এলাকার উন্নয়নই যে গোষ্ঠীর লক্ষ্য, সে কথা রকফেলার ফাউন্ডেশন-এর পুরস্কার নিতে এসেও উল্লেখ করেন টাটা। আজীবন সাফল্যের স্বীকৃতি হিসেবে পুরস্কারটি পেলেন তিনি।

মাইক্রোসফটের বিরুদ্ধে
গত ২০০৮-এ মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থা মাইক্রোসফট-কে করা ইউরোপীয় কমিশনের জরিমানার রায়ই বহাল রাখল উচ্চ আদালত। তবে জরিমানা ১৩০ কোটি থেকে কমিয়ে ১১০ কোটি ডলার করেছে তারা। অভিযোগ, সংস্থা বাজার ধরে রাখতে প্রতিযোগিতার শর্ত মানেনি।

টাটা মোটরসের কারখানা বন্ধ
বৃহস্পতিবার থেকে তিন দিন বন্ধ থাকবে জামশেদপুরের টাটা মোটরস কারখানা। সংস্থার দাবি, চাহিদা কমার জেরে উৎপাদন কমাতে এই সিদ্ধান্ত।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.