পেটেন্ট মামলায় জয়ী অ্যাপল |
স্যামসাং গ্যালাক্সি ট্যাব বিক্রি বন্ধ আমেরিকায় |
সংবাদসংস্থা • সান ফ্রান্সিসকো |
অবশেষে মার্কিন মুলুকেও স্যামসাং-এর বিরুদ্ধে ‘পেটেন্ট’ সংক্রান্ত মামলা জিতল অ্যাপল। ফলে আমেরিকায় থমকে গেল স্যামসাং-এর ট্যাবলেট কম্পিউটার ‘গ্যালাক্সি ট্যাব ১০.১’-এর বিক্রি। সংশ্লিষ্ট মহলের খবর, এই রায়ের বিরুদ্ধে শীঘ্রই ওয়াশিংটনের আদালতে আপিল করবে দক্ষিণ কোরীয় সংস্থাটি। |
|
অ্যাপল আইপ্যাড (বাঁ দিকে) ও স্যামসাং গ্যালাক্সি ট্যাব ১০.১। |
গত ডিসেম্বরে ক্যালিফোর্নিয়ার জেলা আদালতে চলা এই মামলার রায় গিয়েছিল স্যামসাং-এর পক্ষে। তখন মার্কিন বাজারে গ্যালাক্সি ব্র্যান্ডের বিক্রি বজায় রাখারই রায় দেন বিচারপতি লুসি কোহ। কিন্তু রায় ফের খতিয়ে দেখতে তাঁকে নির্দেশ দেয় মার্কিন আপিল আদালত। বুধবার এর রায়ই নতুন করে ঘোষণা করলেন তিনি। কোহ জানান, প্রতিযোগিতার বাজারে পণ্য আনার অধিকার আছে সকলেরই। তবে অবৈধ ভাবে নিজেদের পণ্যে বাজার ছেয়ে ফেলা স্যামসাঙের অনুচিত। তাই বিক্রি বন্ধের রায়। অ্যাপলকেও ২৬ লক্ষ ডলার জামানত বাবদ জমা রাখতে নির্দেশ দেন কোহ। অভিযোগ ভুল প্রমাণিত হলে সেই অর্থ জরিমানা হিসেবে স্যামসাং-কে দিতে বাধ্য থাকবে তারা।
এ দিকে, ট্যাবলেট ও স্মার্ট ফোনের বাজারের ৬৩% দখলে রাখলেও, একাধিপত্য বজায় রাখতে মরিয়া অ্যাপল যে-ভাবে বিশ্বের নানা প্রান্তে মামলা লড়ছে, তার সমালোচনা করেছে বহু সংস্থাই। তাদের দাবি, এতে বাজারে নতুন পণ্য আসা কমার পাশাপাশি নষ্ট হবে প্রতিযোগিতার পরিবেশও। ২০১০ থেকেই গুগলের অ্যান্ড্রয়েড প্রযুক্তি ও তা ব্যবহারকারী পণ্যগুলির বিরুদ্ধে এই ‘পেটেন্ট যুদ্ধ’ চালাচ্ছে অ্যাপল। তারই অঙ্গ হিসেবে স্যামসাঙের বিরুদ্ধে আমেরিকা-সহ ১০টিরও বেশি দেশে আই-ফোন ও আই-প্যাডের বহু বৈশিষ্ট্য নকল করার অভিযোগ আনে তারা। |
|