আইএমএ আজ ধর্মঘটে, রাজ্যে শুধু কালো ব্যাজ |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
কেন্দ্রীয় সরকারের নীতির কারণে চিকিৎসকদের অধিকার খর্ব হচ্ছে বলে অভিযোগ তুলে আজ, সোমবার সারা দেশে এক দিনের প্রতীকী ধর্মঘটের ডাক দিয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)। পশ্চিমবঙ্গে আইএমএ-র কর্তারা অবশ্য জানান, তাঁরা কাজ বন্ধ রেখে আন্দোলনের পক্ষপাতী নন। তাই এ দিন কোনও হাসপাতালেই বহির্বিভাগ বন্ধ রাখা হবে না। খোলা থাকবে ক্লিনিক এবং প্রাইভেট চেম্বারও। তবে চিকিৎসকেরা কালো ব্যাজ পরে কেন্দ্রীয় নীতির প্রতিবাদ জানাবেন। চিকিৎসকের ঘাটতি মেটাতে তিন বছরের ‘ব্যাচেলর অফ রুরাল হেল্থ কেয়ার’ পাঠ্যক্রম চালু করার যে-সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ডাক্তারেরা তার বিরোধিতা তো করছেনই। সেই সঙ্গে ‘ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট অ্যাক্ট’-এর কিছু দিকের বিরোধিতা-সহ বিভিন্ন কারণে দেশ জুড়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। আইএমএ-র পশ্চিমবঙ্গ শাখার শান্তনু সেন রবিবার জানান, সোমবার সকালে বিধানচন্দ্র রায়ের বাড়ির সামনে অবস্থান এবং দিনভর কালো ব্যাজ পরে কাজ করার মাধ্যমেই প্রতিবাদ জানাবেন তাঁরা। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা বিশ্বরঞ্জন শতপথী জানান, আইএমএ-র আন্দোলনের বিষয়টি তিনি জানেন। তবে তার জেরে রাজ্যে চিকিৎসা পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা নেই বলে মন্তব্য করেন তিনি।
|
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
গ্রীষ্মে রক্তের চাহিদা মেটানোর জন্য রক্তদান শিবিরের পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বাড়াতে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করল পুলিশ। শনিবার নন্দীগ্রাম থানায় থ্যালাসেমিয়া চিহ্নিতকরণ, চক্ষু পরীক্ষা ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এ ছাড়াও ব্লকের ৬৫ জন কৃতী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উত্তীর্ণকে সংবর্ধনা দেওয়া হয়। মোট ১২১ জনের থ্যালাসেমিয়া নির্ণয় ও ১৭০ জনের চক্ষুছানি পরীক্ষা করা হয়। উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার উজ্জ্বল ভৌমিক, সার্কেল ইন্সপেক্টর শুভঙ্কর দে, বিধায়ক ফিরোজা বিবি। রক্তদান করে ওসি অজয়কুমার মিশ্র রক্তদান শিবিরের সূচনা করেন। এ দিনই দুর্গাচক থানাও রক্তদান শিবিরের আয়োজন করে। উপস্থিত ছিলেন এসডিপিও অমিতাভ মাইতি, ওসি কুদরতে খোদা প্রমুখ।
|
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
বুদবুদের মারো গ্রামের সবুজ সঙ্ঘ ক্লাবকে রবিবার একটি অ্যাম্বুল্যান্স দান করলেন গলসির বিধায়ক সুনীল মন্ডল। তিনি জানান, এলাকায় অ্যাম্বুল্যান্স না থাকায় রাতবিরেতে বিপাকে পড়তেন বাসিন্দারা। এখন আর সেই অসুবিধা হবে না। সবুজ সঙ্ঘের তরফে শম্ভু রুইদাস, সঞ্জয় রুইদাসরা জানান, অ্যাম্বুল্যান্সটির দেখভাল করবে ক্লাবই।
|
মেদিনীপুরের কুইকোটায় সানডে ক্লাবের উদ্যোগে রবিবার হল রক্তদান শিবির। ২ জন মহিলা-সহ ৩৮ জন রক্ত দেন। ক্লাব কর্তৃপক্ষ জানান, এই সময় রক্তের চাহিদা মেটাতেই তাঁদের এই উদ্যোগ। |