২৬/১১-র অন্যতম ষড়যন্ত্রকারী গ্রেফতার দিল্লিতে |
গতকাল দিল্লি বিমানবন্দর থেকে ২৬/১১-র মুম্বই হামলার অন্যতম এক ষড়যন্ত্রকারীকে গ্রেফতার করল দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল। ধৃতের নাম সৈয়দ জবিউদ্দিন আনসারি ওরফে আবু হামজা। গোয়েন্দা সূত্রে খবর, আবু হামজার সঙ্গে ইন্ডিয়ান মুজাহিদিন ও লস্কর-ই-তইবার যোগাযোগ রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে জঙ্গিদের যে তালিকা ছিল সেখানে আবুর নামও আছে। গত ২ জুন আবুর নামে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় গোয়েন্দা দফতর থেকে। দুবাই থেকে ভারতে আসছিল এই জঙ্গি। আগে থেকেই খবর ছিল গোয়েন্দাদের কাছে। দিল্লি পুলিশ জানিয়েছে, আবু হামজা মুম্বই হামলায় ‘অপারেটর’ হিসাবে কাজ করেছে এবং পাকিস্তানে লস্করদের প্রশিক্ষণ কেন্দ্রে কাসভ-সহ ৯ জনকে হিন্দি ভাষা শেখায়। এ ছাড়া হামলার দিন পাকিস্তানে লস্কর জঙ্গিদের কন্ট্রোল রুম থেকে কাসভদের নির্দেশও দিয়েছিল। শুধু তাই নয়, ২০০৬-এ মুম্বইতে লোকাল ট্রেনে ধারাবাহিক বিস্ফোরণ ও ২০১০ সালে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের সামনে বিস্ফোরণের ঘটনার সঙ্গেও জড়িত। দিল্লি পুলিশ আরও জানিয়েছে, ২০০৮ সালে ঔরঙ্গাবাদে বড়সড় হামলার ‘মাস্টারমাইন্ড’ ছিল আবু। তবে পুলিশি তত্পরতায় সেই ছক ভেস্তে যায়। উদ্ধার হয় ৪৩ কেজি আরডিএক্স-সহ প্রচুর অস্ত্র। আরও জানা গেছে, ২৬/১১-র হামলার পরই সে পালিয়ে যায় দুবাই। এ ছাড়াও বাংলাদেশ, পাকিস্তান থেকে বিভিন্ন নামে সে তার কাজ চালাত। আবুকে গ্রেফতার করতে পেরে একটা বড় ধরনের সাফল্য পেয়েছে বলে মনে করছে গোয়েন্দা দফতর। ৫ জুলাই পর্যন্ত তাকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।
|
আত্মসমীক্ষার ভিত্তিতে বেতন বৃদ্ধি শিক্ষকদের: শিক্ষামন্ত্রী |
এ বার থেকে আত্মসমীক্ষার ভিত্তিতে বেতন বৃদ্ধি হবে শিক্ষকদের। আজ বিধানসভায় এ কথা জানান শিক্ষমন্ত্রী ব্রাত্য বসু। সেই ভিত্তিতে শিক্ষক-শিক্ষিকাদের কাজের রেকর্ড বুক তৈরিরও নির্দেশ দিয়েছেন তিনি। তিনি জানান, শিক্ষক-শিক্ষিকারা নিজেদের কাজের মূল্যায়ন করে রেকর্ড বুকে নম্বর দেবেন। আর এই বিষয়ে নজরদারি চালাবেন বিদ্যালয় পরিদর্শক ও প্রধান শিক্ষক। এ ছাড়াও, স্কুলে ছাত্রের উপস্থিতি, পঠন-পাঠনের পরিবেশ ইত্যাদি সামগ্রিক বিষয় খতিয়ে দেখে কার ভিত্তিতে সেরা স্কুলের পুরস্কার দেওয়া হবে।
|
রোশনের মৃত্যুতে গ্রেফতার নির্মীয়মান বাড়ির মালিকের ছেলে |
গোটা দেশ জুড়ে যখন মাহিকে নিয়ে সরগরম, ঠিক সেই রকমই ঘটনা ঘটল এ রাজ্যে। ঘটনাস্থল লিলুয়া। গতকাল একটি নির্মীয়মান বাড়িতে কাজ করার সময় পাতকুয়ো থেকে জল তুলতে গিয়ে পা পিছলে কুয়োয় পড়ে মৃত্যু হয় রোশন মণ্ডলের। সাড়ে দশ ঘণ্টা পর তার নিথর দেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনার পর আজকে লিলুয়া থানায় ডেকে পাঠানো হয়েছে বাড়ির মালিক ধর্মেন্দ্র যাদবকে। সেইসঙ্গে ডাকা হয়েছে রোশনের বাবা উপেন্দ্র মণ্ডলকে। যথেষ্ট সাবধানতা অবলম্বন করে পাতকুয়ো খোড়া হয়নি—এই অভিযোগের ভিত্তিতে পুলিশ বাড়ির মালিক ও তার ছেলে দীপেন্দ্র যাদবের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে দীপেন্দ্র যাদবকে। পুলিশ জানিয়েছে, রোশনের বাবা লিখিত অভিযোগ দায়ের করলেই ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে। ইতিমধ্যেই ৩০৪/এ ধারায় অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করা হয়েছে দু’জনের বিরুদ্ধে।
|
ভাড়া বাড়নোর দাবিতে ধর্মঘটের হুমকি ট্যাক্সি সংগঠনগুলির |
রাজ্যে ৭২ ঘণ্টা ট্যাক্সি ধর্মঘটের হুমকি দিল বেঙ্গল ট্যাক্সি সংগঠন। আগামী ৯ জুলাই এই ধর্মঘট শুরু হবে। তবে আজ বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে ট্যাক্সি সংগঠনের পক্ষ থেকে। তাদের দাবি, জ্বালানির যে হারে দাম বাড়ছে তাতে প্রতিদিন ট্যাক্সি চালকদের ১৫-২০০ টাকা আর্থিক ক্ষতি হচ্ছে। তারা এটাও জানান, কলকাতা ও চব্বিশ পরগনায় প্রায় ৩৩ হাজার ট্যাক্সি চলে। আর্থিক ক্ষতি ও জ্বালানির দাম বৃদ্ধির ফলে সাত হাজার ট্যাক্সি চলা বন্ধ হয়ে গেছে। অথচ সরকার ভাড়া না বাড়াতে চাওয়ায় ভুগতে হচ্ছে চালক ও মালিকদের।অন্য দিকে, পরিবহণমন্ত্রীর বিকল্প উপায়ে আয় বৃদ্ধির প্রস্তাবে ক্ষোভ সৃষ্টি হয়েছে ট্যাক্সি সংগঠনগুলির মধ্যে।
|
জম্মু-কাশ্মীরে হেরিটেজ দরগা ভস্মীভূত |
আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেল জম্মু-কাশ্মীরের খানিয়ারে দস্তগীর সাহাবের দরগা। ১৫০ বছরের পুরনো এই দরগা সেখানকার অন্যতম প্রাচীন দরগা বলে পরিচিত। স্থানীয় সূত্রে খবর, আজ ভোর ৫.৩০ নাগাদ আগুন লাগে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে দমকলের ১২টি ইঞ্জিন পৌঁছে ঘণ্টা তিনেকের চেষ্টায় আগুন আয়ত্তে আনে। তবে তত ক্ষণে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় দরগাটি। জানা গেছে, দস্তগীর সাহাবের সমাধিক্ষেত্রটি অক্ষত আছে। শট সার্কিটের ফলে আগুন লেগেছে বলে প্রাথমিক ভাবে দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে। এ দিকে, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দমকলবাহিনী তাড়াতাড়ি পৌঁছলে পুরোপুরি ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে দরগাকে বাঁচানো যেত। জম্মু-কাশ্মীর সরকার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা উত্তেজিত হয়ে পড়েন। পুলিশ এলে তাদের সঙ্গে হাতাহাতি হয় বাসিন্দাদের। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে, জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসও ব্যবহার করে বলে জানা গেছে।
|