রোগী মৃত্যুর জেরে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর |
সুপারকে ঘিরে বিক্ষোভ। ছবি: শুভ্র মিত্র। |
বিনা চিকিৎসায় এক অন্তঃসত্ত্বা বধূর মৃত্যুর অভিযোগে শুক্রবার দুপুরে বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে বিক্ষোভ দেখালেন তাঁর আত্মীয়েরা। হাসপাতাল সুপার দেবাশিসকুমার রায়কে ঘেরাও করে ঘণ্টাখানেক তাঁরা বিক্ষোভ দেখান। পরে বিষ্ণুপুরের মহকুমাশাসকের কাছে হাসপাতাল সুপার-সহ চিকিৎসক ও কর্মীদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ জানান। ডেপুটি ম্যাজিস্ট্রেট ফাল্গুনী রায় বলেন, “ওই সময়ে হাসপাতালে কারা ডিউটিতে ছিলেন, তাঁরা কেন রোগী দেখেননিতদন্ত করে দেখা হবে।” মৃত বধূ সকেরা চৌধুরীর (২৬) বাড়ি বিষ্ণুপুর থানার বকডহরা গ্রামে। তাঁর স্বামী দিলমহম্মদ চৌধুরীর অভিযোগ, “আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী’র পেটে ব্যাথা ওঠায় এ দিন সকালে হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু বার বার ডেকে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা কেউ আসেননি। বিনা চিকিৎসায় দুপুরে স্ত্রীর মৃত্যু হল।” সুপার অবশ্য এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি।
|
ডেন্টাল কলেজ ঘুরে দেখলেন স্বাস্থ্যকর্তা
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
উত্তরবঙ্গ ডেন্টাল কলেজে পোস্ট গ্র্যাজুয়েট কোর্স চালুর সম্ভাবনা খতিয়ে দেখলেন রাজ্যের স্বাস্থ্য দফতরের উপমুখ্য সচিব (ডেন্টাল) রবীন্দ্রনাথ মাইতি। শুক্রবার তিনি কলেজের বিভিন্ন বিভাগ, সদ্য চালু ছাত্রাবাস ঘুরে দেখেন। অধ্যক্ষ সত্যব্রত মুখোপাধ্যায় বলেন, “পোস্ট গ্র্যাজুয়েট কোর্স চালুর জন্য মাস খানেক আগে রাজ্য স্বাস্থ্য দফতরে আবেদন করা হয়েছিল। এ দিন পরিকাঠামো পরিদর্শনে এসেছিলেন স্বাস্থ্যকর্তা।” |