|
|
|
|
|
|
|
চিত্রকলা ও ভাস্কর্য ২... |
|
সন্ধান করেছেন ধ্রুপদী প্রশান্তি |
মৃণাল ঘোষ |
কেমোল্ড গ্যালারিতে সম্প্রতি অনুষ্ঠিত হল সাত জন তরুণ শিল্পীর সম্মেলক প্রদর্শনী। পৌরাণিক রূপকল্পের মধ্য দিয়ে ধ্রুপদী প্রশান্তির সন্ধান করেছেন সকলেই। শিবশঙ্কর মণ্ডল এঁকেছেন বুদ্ধের মুখ। তারিফ হোসেন সর্দারের ছবিতে শ্রীরাধা ও গ্রিসীয় ডেভিডের মুখোমুখি উপস্থাপনা। সুজয় নস্কর এঁকেছেন শক্তির প্রতীকী রূপ। শান্তনু ধারার ছবিতেও বুদ্ধের রূপকল্প। নীলাঞ্জন ঘোষ স্বপ্নকে রূপ দিতে চেয়েছেন। অমল বিশ্বাস ও সৌরভ দাসের ছবিতে পৌরাণিক চেতনা-নিরপেক্ষ কল্পরূপের প্রকাশ। আরও নিবিষ্ট অনুশীলন প্রয়োজন সকলেরই। |
|
|
প্রদর্শনী চলছে
সিমা: সঞ্জীব, সন্তোষ, তুষার প্রমুখ ৩০ জুন পর্যন্ত।
বিড়লা অ্যাকাডেমি: থার্ড আই উৎসব কাল শেষ।
তাজ বেঙ্গল: দেবীরানি দাশগুপ্ত কাল শেষ।
অ্যাকাডেমি: অমর দে, অভিজিৎ গুহ প্রমুখ ১৯ জুন পর্যন্ত।
সুজাতা, দিবাকর কর্মকার প্রমুখ ২৬ জুন পর্যন্ত।
বিদ্যুৎ, প্রদীপ প্রমুখ ২৬ জুন পর্যন্ত।
সান্ত্বনা দত্ত ২৬ জুন পর্যন্ত।
গগনেন্দ্র প্রদর্শশালা: প্রবীর, অভিষেক প্রমুখ ২৮ জুন পর্যন্ত। |
|
|
|
|
|