টুকরো খবর
আবাসিকদের ‘দুর্ব্যবহার’, কর্মবিরতি হস্টেল কর্মীদের
আবাসিকদের দুর্ব্যবহারের প্রতিবাদে বুধবার থেকে কর্মবিরতিতে নেমেছেন হস্টেলের কর্মীরা। মঙ্গলবার রাতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গবেষকদের জন্য বরাদ্দ আইনস্টাইন হস্টেলের ঘটনা। হস্টেল কর্মীদের অভিযোগ, ওই রাতে হস্টেলের রাঁধুনিদের বেগুনি ভেজে দিতে বলেন আবাসিকেরা। কিন্তু উনুন নিভে যাওয়ায় অত বেগুনি ভাজা সম্ভব নয় বলে জানান এক হস্টেল কর্মী। এর পরেই ওই কর্মীদের বের করে দেওয়া হয় এবং আর আসতে মানা করা হয় বলে অভিযোগ। এমনকী, রান্নাঘরে তালা ঝুলিয়ে দেওয়ায় কাজেও যোগ দিতে পারেননি কর্মীরা। পরের দিন তাঁরা রেজিস্ট্রার শ্রীপতি মুখোপাধ্যায়ের কাছে স্মারকলিপি জমা দিয়ে বলেন, প্রতিদিনই রাতে নতুন করে নানা রান্না করতে বলা হচ্ছে তাঁদের। যা সম্ভব নয়। তবে গবেষকদের তরফে পাল্টা জানানো হয়েছে, হস্টেলে যে খাবার দেওয়া হয় তা প্রায়ই খাওয়ার যোগ্য থাকে না। তা নিয়ে প্রতিবাদ করাতেই কর্মবিরতি ডেকেছেন ওই কর্মীরা। রেজিস্ট্রার হস্টেল সুপারকে পুরো ঘটনাটি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু হস্টেল সুপার তথা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষক পঙ্কজকুমার পালের সঙ্গে গবেষক ও হস্টেল কর্মীদের বৈঠকের পরেও কোনও মীমাংসা হয়নি বলে জানা গিয়েছে। শুক্রবার হস্টেলের কর্মীরা উপাচার্য স্মৃতিকুমার সরকারের সঙ্গে দেখা করে ফের এক দফা স্মারকলিপি দেন। উপাচার্য তাঁদের আশ্বাস দিয়ে বলেন, “আপনারা আপাতত রান্না করুন। পরে বিষয়টি নিয়ে আমি বৈঠক ডাকব।”

ফের জেল হাজত প্রাক্তন ব্যাঙ্ককর্তার
জামিন পেলেন না প্রণবানন্দ ব্যাঙ্কের প্রাক্তন সিইও ভাস্কর মুখোপাধ্যায়। শুক্রবার বিশেষ অর্থনৈতিক অপরাধ সংক্রান্ত আদালতের ভারপ্রাপ্ত বিচারক সোমনাথ বন্দ্যোপাধ্যায় ২৭ জুন পর্যন্ত তাঁকে জেল হাজতে রাখার নির্দেশ দেন। ওই প্রাক্তন ব্যাঙ্ক-কর্তার বিরুদ্ধে পরপর গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় দীর্ঘদিন ধরে পুলিশ তাঁকে খুঁজছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভাস্করবাবু-সহ কয়েক জনের বিরুদ্ধে গত ১৯৯৯ সালে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা তুলে সেই টাকা প্রণবানন্দ ব্যাঙ্কে জমা না দেওয়ার অভিযোগ দায়ের হয় বর্ধমান থানায়। সেই মামলার বিচার চলার সময়েই তিনি আচমকা গা-ঢাকা দেন। তাঁর বিরুদ্ধে বর্ধমানের আর্থিক দুর্নীতি সংক্রান্ত আদালত পরপর গ্রেফতারি পরোয়ানা জারি করে। শেষে ১৮ জুন তিনি আদালতে আত্মসমর্পণ করেন। আউশগ্রাম থানার একটি আর্থিক তছরুপ সংক্রান্ত মামলাতেও তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। সেই পরোয়ানা কার্যকর করতে বর্ধমান থানাকে নির্দেশ দিয়েছিল আদালত। ভাস্করবাবু জেল হাজতে থাকার সময়েই বর্ধমান থানা তাঁকে ‘শোন অ্যারেস্ট’ দেখায়। ফলে বুধবার তাঁকে ফের সিজেএম আদালতে তোলা হয়েছিল। এই মামলায় তাঁকে গত ৪ জুলাই পর্যন্ত জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত সিজেএম ভাস্কর মজুমদার।

পার্ট ৩-এর ফল সোমবার
বিএসসি, বিকম পার্ট ৩ অনার্স পরীক্ষার ফল প্রকাশিত হচ্ছে ২৫ জুন সোমবার। বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়েছে, এ বছর পরীক্ষার ৪১ দিনের মধ্যে ফল প্রকাশিত হচ্ছে, সচরাচর যা ৯০ দিনের মাথায় হয়। ওই দিন বিশ্ববিদ্যালয়ের রাজবাটি পরীক্ষা নিয়ামকের দফতর থেকে কলেজ অধ্যক্ষদের প্রতিনিধিদের হাতে মার্কশিট তুলে দেওয়া হবে। ওয়েবসাইট থেকে বা এসএমএস করেও জানা যাবে ফল। ওয়েবসাইট দু’টি হল buruniv.ac.inwww.exametc.com। এসএমএস-এর ক্ষেত্রে BUUG লিখে একটা ‘স্পেস’ দিয়ে রোল নম্বর লিখে পাঠাতে হবে ৫৪২৪২ অথবা ৫৬৯৬৯ নম্বরে। বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ামক রামবিলাস মহাপাত্র জানিয়েছেন, বর্ধমান ও অন্য বিশ্ববিদ্যালয়ের এমএসসি ও এমকম পরীক্ষার ফর্ম দেওয়া শুরু হয়ে গিয়েছে। ছাত্রছাত্রীরা যাতে মার্কশিট দেখিয়ে এই ফর্ম তুলতে পারেন তাই দ্রুত ফল প্রকাশ করা হচ্ছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.