অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক যুবকের। ঘটনাটি ঘটেছে রানিগঞ্জের রতিবাটি টাওয়ার পাড়ায়। মৃতের নাম রঞ্জিত রায় (৩২)। পুলিশ জানিয়েছে, রঞ্জিত ওই এলাকারই বাসিন্দা। মৃতের পরিবারের তরফে জানানো হয়েছে, প্রতি দিনই রঞ্জিত একটি কয়লা খাদানে কাজ করতে যেতেন। শুক্রবার দুপুরে তাঁরা জানতে পারেন কয়লা চাপা পড়ে তাঁর মৃত্যু হয়েছে। আসানসোলের এডিসিপি ভাস্কর মুখোপাধ্যায় জানান, কোনও চাঙড় চাপা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে তাঁরা জানতে পেরেছেন। আসানসোল মহকুমা হাসপাতাল থেকে ময়না-তদন্তের রিপোর্ট পাওয়ার আগে নিশ্চিত ভাবে মৃত্যুর কারণ বলা যাচ্ছে না বলে জানায় পুলিশ।
|
ঘরের তালা ভেঙে লুঠপাট আসানসোল দক্ষিণ থানার কুমারপুর এলাকায়। পুলিশ জানিয়েছে, স্থানীয় বাসিন্দা দয়াময় মণ্ডল বৃহস্পতিবার রাতে বাড়িতে ছিলেন না। অন্ডালে এক নিকট আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন তিনি। শুক্রবার সকালে তাঁর প্রতিবেশীরা দেখতে পান, ঘরের তালা ভাঙা। সোনা এবং রুপোর গয়না-সহ নগদ টাকা খোয়া গিয়েছে বলে অভিযোগ।
|
উচ্চ মাধ্যমিকে উন্নীত হল বোরিংডাঙা মাধ্যমিক বিদ্যালয়। চলতি শিক্ষাবর্ষ থেকে কলা এবং বিজ্ঞান বিভাগে ভর্তি নেওয়া হবে। স্কুলের প্রধান শিক্ষক সৌমিত্রী অধিকারী জানান, ১৯৭৫ সালে এই বিদ্যালয় জুনিয়র স্কুল হিসেবে চালু হয়েছিল। ১৯৭৯ সালে সরকারি স্বীকৃতি মেলে। ১৯৯৯ সালে মাধ্যমিকে উন্নীত হয়। চলতি মাসে তা উচ্চ মাধ্যমিকে উন্নীত হল।
|
নানা দাবি-দাওয়ায় জামুড়িয়ার সিপিএম পরিচালিত ডোবরানা পঞ্চায়েতে যুব তৃণমূলের নেতৃত্বে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। তাঁদের মূল দাবি, পঞ্চায়েতের সব এলাকায় একশো দিনের কাজ চালু করতে হবে, বিপিএল কার্ড অনুযায়ী ভর্তুকি দিয়ে বিদ্যুৎ সংযোগ দিতে হবে, জনস্বাস্থ্য কারিগরি দফতরের জল সরবরাহ না হওয়া এলাকায় ট্যাঙ্কের মাধ্যমে প্রতি দিন জল পাঠাতে হবে। এ ছাড়াও বেশ কিছু দাবি জানানো হয়। বিক্ষোভ শেষে পঞ্চায়েত প্রধান কুন্তল চট্টোপাধ্যায়ের হাতে দাবিপত্র তুলে দেওয়া হয়। কুন্তলবাবু জানান, গুরুত্ব দিয়ে খতিয়ে দেখে দাবিপূরণের চেষ্টা করা হবে। |