|
|
|
|
অবরোধ হটালেন বাসিন্দারাই |
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
এলাকার বাসিন্দারা জোট বেঁধে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (এনবিএসটিসি) বাসকে অবরোধ মুক্ত করলেন। বুধবার বেলা ১০টা নাগাদ অবরোধের ঘটনাটি ঘটে। খবর পেয়ে এলাকার বাসিন্দারা দলমত নির্বিশেষে একজোট হয়ে গিয়ে অবরোধকারীদের হটিয়ে দেন। এনবিএসটিসি সূত্রের খবর, বাসটি মালবাজার মহকুমার মেটেলি বাজার থেকে সামসিং যাচ্ছিল। তখনই ঘটনাটি ঘটে। বেসরকারি বাস, ভাড়া গাড়ির মালিক ও কর্মীদের একাংশ মিলে ওই বাসটি অবরোধ করেন। নিগমের বাস আটকে রাখার খবর পেয়ে মেটেলির সাধারণ বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সরতে বাধ্য করেন। উল্লেখ্য, গত ১৮ জুন মালবাজার থেকে সন্ধ্যায় শিলিগুড়ি যাওয়ার বাসের দাবি পূরণ করতে নতুন একটি বাস উদ্বোধন করে এনবিএসটিসি। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা সংস্থার চেয়ারম্যান গৌতম দেব। সেদিন বিকেলে মন্ত্রী মালবাজারে এসে বাসটিকে সবুজ পতাকা দেখান। শিলিগুড়ি থেকে মালবাজার হয়ে সামসিং পর্যন্ত দিনে দুবার বাসটি যাওয়া আসা করবে বলে মন্ত্রী জানিয়ে দেন। ১৯ জুন থেকে বাসটি নিয়মিত চলাচলও শুরু করে। দুদিনের মধ্যেই বাসটি ভালই সাড়া ফেলে। কিন্তু এই বাসের জনপ্রিয়তার ফলে সামসিং শিলিগুড়ি রুটের বেসরকারি বাস ও ছোট ভাড়ার গাড়ির মালিকদের একাংশ ব্যবসার ক্ষতি হচ্ছে বলে অভিযোগে সরব হন। তারাই বাসটিকে আটকে দেন বলে অভিযোগ। বাসটিকে চলতে দেওয়া হবে না বলে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। কিন্তু বাস আটকে রাখার খবর মেটেলি বাজারে পৌঁছালে মেটেলির সাধারন বাসিন্দারা বাসটিকে অবরোধমুক্ত করতে আসেন। তারাই বাসটিকে অবরোধমুক্ত করেন। এনবিএসটিসি’র তরফে মেটেলি থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার পুলিশি টহলদারির মধ্যে বাসটি চলেছে। বেসরকারি বাস ও গাড়ি চালকদের মেটেলি থানা থেকে সতর্কও করা হয়েছে। মালবাজারের এসডিপিও অরিন্দম সরকার বলেন, “বাসটি যাতে সুষ্ঠুভাবে চলতে পারে তা আমরা দেখব।” এনবিএসটিসি-র শিলিগুড়ির ডিভিশন্যাল ম্যানেজার উত্তম গণ বলেন, “মাত্র দু’দিনে বাসটি দারুণ সাড়া ফেলেছে। মেটেলির বাসিন্দারা যে ভাবে প্রতিরোধ করে অবরোধ উঠিয়েছে তা বাসটির জনপ্রিয়তারই প্রমাণ। আমরা অভিভূত। সংস্থার পক্ষ থেকে মেটেলির বাসিন্দাদের ধন্যবাদ দিচ্ছি।” বাসটি চালাবার বিষয়ে সামসিঙের গোর্খা জনমুক্তি মোর্চাও এনবিএসটিসিকে সবরকম সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়েছে। সামসিঙ ইউনিটের মোর্চার সভাপতি তথা দলের কেন্দ্রীয় কমিটির নেতা সন্তোষকুমার রাই বলেন, “উন্নয়নের প্রতীক এই বাসকে সামসিঙে চলতে মোর্চা এবং সামসিঙের সাধারণ বাসিন্দারা সবরকম সহযোগিতা করবে।” |
|
|
|
|
|