টুকরো খবর |
বাস উল্টে জখম ৩০
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
|
নিজস্ব চিত্র। |
দাঁড়িয়ে থাকা লরিকে পাশ কাটাতে গিয়ে একটি যাত্রী বোঝাই বাস নয়ানজুলিতে উল্টে যাওয়ায় জখম হলেন অন্তত ৩০ জন। বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটে আরামবাগের পিরিচপুরের কাছে। গুরুতর আহত ১২ জনকে আরামবাগ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা যায়, বাসটি মদনপুর থেকে আরামবাগ বাসস্ট্যান্ড যাচ্ছিল। পিরিচপুরের কাছে ওই লরি থেকে স্টোন-চিপস্ নামানো হচ্ছিল। পাশ কাটাতে গিয়ে বৃষ্টিভেজা রাস্তায় বাসটির চাকা পিছলে যায়। নয়ানজুলি থেকে ক্রেন দিয়ে বাসটি উদ্ধার করা হয়। আটক করা হয় লরিটি। |
প্রৌঢ়ের দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • পুড়শুড়া |
রাস্তায় পড়ে থাকা এক প্রৌঢ়ের রক্তাক্ত দেহ উদ্ধার করল পুলিশ। বুধবার রাতে পুড়শুড়ার কৃষি খামারের সামনে তারকেশ্বর-আরামবাগ রোড থেকে উত্তম চন্দ (৫৫) নামে ওই প্রৌঢ়ের দেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে তাঁর বাড়ি পুড়শুড়ার ডিহিবাতপুরে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কোনও গাড়ির ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে। তিনি চাঁপাডাঙা বাজার থেকে ফিরছিলেন বলে পুলিশ জানতে পেরেছে। দেহটি ময়না-তদন্তে পাঠানো হয়েছে। |
বজ্রাঘাতে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • পুড়শুড়া |
কাজ সেরে বাড়ি ফেরার সময়ে বজ্রাঘাতে মৃত্যু হল এক যুবকের। বুধবার দুর্ঘটনাটি ঘটে পুড়শুড়ার হোমাচক গ্রামে। পুলিশ জানায়, মৃতের নাম রাধাকান্ত মণ্ডল (৩৪)। |
স্মারকলিপি জমা |
শিবপুর বটানিক্যাল গার্ডেনে প্রাতর্ভ্রমণকারীদের পরিচয়পত্র নিতে হবে দু’শো টাকার বিনিময়ে। বাগান কর্তৃপক্ষের এই নোটিস জারির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার বটানিক্যাল গার্ডেনের অধিকর্তার কাছে স্মারকলিপি জমা দিলেন ‘মর্নিং ওয়াকার্স অ্যাসোসিয়েশন’-এর সদস্যেরা। অ্যাসোসিয়েশনের তরফে জানা গিয়েছে, ১৪ জুন বটানিক্যালের জয়েন্ট কাউন্সিল অফ ম্যানেজমেন্ট সংবাদপত্রে প্রাতর্ভ্রমণকারীদের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। তাতে বলা হয়, পরিচয়পত্র নিতে ইচ্ছুক প্রাতর্ভ্রমণকারীরা যেন আবেদন করেন। পরের দিনই ১ নম্বর গেটের টিকিট কাউন্টার থেকে দু’টাকার বিনিময়ে ফর্ম বিক্রি শুরু হয়। নোটিস দিয়ে জানানো হয়, আবেদনকারীদের দু’শো টাকা করে দিতে হবে। প্রাতর্ভ্রমণকারী সংগঠনের তরফে সম্পাদক তাপস দাস অভিযোগে বলেন, “কয়েক বছর আগেও ১০০ টাকার বিনিময়ে আবেদন নেওয়া হয়েছিল। কিন্তু প্রত্যেকে পরিচয়পত্র পাননি।” এ দিন জয়নগরের এসইউসি সাংসদ তথা স্থানীয় বাসিন্দা তরুণ মণ্ডলের নেতৃত্বে ওই সংগঠনের সদস্যেরা বটানিক্যালের অধিকর্তা হিমাদ্রিশেখর দেবনাথের কাছে স্মারকলিপি জমা দেন। হিমাদ্রিবাবু বলেন, “জয়েন্ট কাউন্সিল অফ ম্যানেজমেন্ট রাজ্য সরকার দ্বারা পরিচালিত। তাই এ নিয়ে যা বলার তাঁরাই বলতে পারবেন।” |
|