নোনাডাঙার উচ্ছেদ হওয়া বস্তিবাসীদের অবস্থানে পুলিশের লাঠিচার্জের নিন্দায় সরব হলেন প্রাক্তন অর্থমন্ত্রী অশোক মিত্র, প্রবীণ সাহিত্যিক মহাশ্বেতা দেবী, তৃণমূল সাংসদ তথা গায়ক কবীর সুমন-সহ বিশিষ্ট জনেদের একাংশ। নোনাডাঙার উচ্ছেদ হওয়া বস্তিবাসীরা পুনর্বাসনের দাবিতে বুধবার ধর্মতলায় অবস্থান করছিলেন। পুলিশ তাঁদের কয়েক জনকে গ্রেফতার করে। ওই বিশিষ্টদের অভিযোগ, গ্রেফতারির সময় পুলিশ অবস্থানকারীদের উপরে লাঠিচার্জ করে। তাতে দু’জন গুরুতর জখম হন। এই প্রেক্ষিতে ওই বিশিষ্টদের আর্জি, ‘রাজ্য সরকার দমনমূলক নীতি ছেড়ে শান্তিপূর্ণ এবং সম্মানজনক সমাধানের লক্ষ্যে যত শীঘ্র সম্ভব আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসুক’।
|
মাসখানেক ধরে নিখোঁজ এক মহিলাকে বৃহস্পতিবার গড়িয়াহাট থেকে উদ্ধার করল পুলিশ। শান্তা চট্টোপাধ্যায় নামে ওই মহিলার বাড়ি বারুইপুরে। পুলিশ জানায়, গড়িয়াহাট থানার ওসি দুলাল ঘোষ এ দিন দুপুরে গড়িয়াহাট মোড়ে দাঁড়িয়েছিলেন। ওই মহিলাকে ফুটপাথে বসে থাকতে দেখে তাঁর সন্দেহ হয়। তিনি ওই মহিলাকে থানায় নিয়ে যান। জিজ্ঞাসাবাদের পরে তাঁর নাম-ঠিকানা জানতে পারে পুলিশ। বাড়ির সঙ্গে যোগাযোগ করে ওই মহিলাকে ফিরিয়ে দেওয়া হয়। পুলিশ জানায়, শান্তাদেবীর স্বামী এবং দুই ছেলে রয়েছেন। মাসখানেক আগে হঠাৎই নিখোঁজ হয়ে যান শান্তাদেবী। পরিবারের লোকেরা পুলিশেও ডায়েরি করেছিলেন। তাঁরা পুলিশকে জানিয়েছেন, শান্তাদেবীর মানসিক ভারসাম্যের অভাব রয়েছে।
|
খুনের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল কালীঘাট থানার পুলিশ। ডিসি (সাউথ) দেবেন্দ্রপ্রকাশ সিংহ বৃহস্পতিবার জানান, ধৃতের নাম মনোজ অগ্রবাল। তাঁর বাড়ি গড়িয়াহাট এলাকায়। পুলিশ জানায়, বুধবার এক মহিলা থানায় অভিযোগ করেছিলেন, গাড়ির মধ্যে তাঁকে খুনের চেষ্টা করেন মনোজবাবু। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই দু’জন পূর্বপরিচিত। কোনও কারণে তাঁদের মনোমালিন্য হয়। তারই জেরে ওই ঘটনা ঘটে।
|
ফুলবাগানে এক মহিলার সোনার হার ছিনতাইয়ের ঘটনায় বৃহস্পতিবার দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম আকাশ সিংহ এবং অমরেশ দাস। আকাশের বাড়ি পোস্তায়, অমরেশ জোড়াবাগানের বাসিন্দা। আকাশের কাছ থেকে হারটিও উদ্ধার হয়েছে। পুলিশ জানায়, রেশমি জৈন নামে ওই মহিলা মঙ্গলবার রাতে হেঁটে বাড়ি ফিরছিলেন। সে সময়ে মোটরবাইকে এসে দুই যুবক তাঁর হারটি ছিনিয়ে নিয়ে পালায়।
|
রাধারানি নয়, বিপিন। রথে পথ হারিয়ে হাওড়া থেকে দক্ষিণ কলকাতার লেক গার্ডেন্স উড়ালপুল ও আনোয়ার শাহ রোডের মোড়ে। সঙ্গে রথ। পরনে হাফপ্যান্ট, টি-শার্ট। বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ আট বছরের বিপিনকে উদ্ধার করে খাওয়ায় চারু মার্কেট থানার পুলিশ। ভাল বাংলা জানে না বিহারের চিন্তামনের বাসিন্দা বিপিন পাসোয়ান। পুলিশকে সে জানায়, বাবা-মায়ের সঙ্গে হাওড়ায় আত্মীয়ের বাড়িতে এসেছিল। রথ টানছিল বিট্টু নামে এক আত্মীয় বালকের সঙ্গে। মাঝপথে ছাড়াছাড়ি হয়ে যায়। রথ নিয়ে বিপিন পৌঁছে যায় দক্ষিণ কলকাতায়।
|
এক মহিলার পচাগলা দেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার বিকেলে, রিজেন্ট পার্ক থানা এলাকার টালি নালা থেকে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দেহটি সোনারপুরের দিক থেকে ভেসে এসেছে। এ দিন রাত পর্যন্ত দেহটি শনাক্ত হয়নি। |