আইটিআই ও পলিটেকনিক মিলিয়ে বর্তমানে রাজ্যে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা একশো। আগামী চার বছরে তা তিন গুণ বেড়ে যাবে। বৃহস্পতিবার দুর্গাপুর আইটিআই-এর একটি অনুষ্ঠানে জানালেন রাজ্যের কারিগরি শিক্ষামন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায়। তাঁর দাবি, “গুজরাটে এই সংখ্যা ৯০০, মহারাষ্ট্রে ৫০০, অন্ধ্রপ্রদেশে ৪০০। গত এক বছরে ৩৬টি বাড়ার পরেও এই রাজ্যে সংখ্যাটা সবে একশো ছাড়িয়েছে। আগামী ৪ বছরে অন্তত দু’শো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়া হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক অপূর্ব মুখোপাধ্যায়, স্থানীয় কাউন্সিলর শেফালি চট্টোপাধ্যায় প্রমুখ। এ দিন প্রথমেই কলেজ অধ্যক্ষ আশিস মণ্ডল ও শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন রবিরঞ্জনবাবু। পরে একটি মুক্তমঞ্চের উদ্বোধন করেন। পরে তিনি তাঁর বক্তব্যে জানান, ইতিমধ্যেই এই প্রতিষ্ঠানের উন্নতিকল্পে ৩৭ লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে। ভবিষ্যতেও আরও সহযোগিতা করা হবে। মন্ত্রী দাবি করেন, মূলত মধ্য মেধার ছাত্রেরাই পলিটেকনিক বা আইটিআই-এ পড়াশোনা করে থাকে। তিনি বলেন, “উচ্চ মেধার পড়ুয়ারা নিজেরাই নিজেদের পথ চিনে নিতে পারে। কিন্তু মধ্য মেধার ছেলে-মেয়েরা তা পারে না। সেজন্য সরকার কারিগরি শিক্ষার উন্নয়নের মাধ্যমে সেই ছেলে-মেয়েদের পাশে দাঁড়াতে চায়।”
মন্ত্রী জানান, শিল্পক্ষেত্রের চাহিদা মেনে পড়ুয়াদের তৈরি করতে এবং আরও বেশি বেশি করে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করছে রাজ্য সরকার। ইতিমধ্যেই কালিম্পঙে ছাত্রীদের জন্য প্রশিক্ষণ শিবির চালু হয়েছে। একশো জন প্রশিক্ষণ নিয়ে চাকরিও পেয়ে গিয়েছেন বলে দাবি করেন কারিগরি শিক্ষা মন্ত্রী। রাজ্যের বিভিন্ন জায়গায় এই রকম পাঁচটি প্রশিক্ষণ কেন্দ্র গড়া হবে বলে এ দিন ঘোষণা করেন তিনি। |