নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর |
ছোটরা ফুটবল খেলায় মেতেছিল। হঠাৎ গাছপালা সরিয়ে মাঠে ঢুকে পড়ল একটি দাঁতাল হাতি। তাকে দেখেই মঙ্গলবার বিকেলে বিষ্ণুপুরের ধানশোল গ্রামের ফুটবল মাঠ থেকে ছেলেরা দৌড়ে পালায়। কিন্তু সামনে একটি সাইকেল পেয়ে পায়ের চাপে হাতিটি দুমড়ে মুচড়ে দেয়। বুধবার সকালে সেই ভাঙা সাইকেল নিয়ে বাঁকাদহ রেঞ্জ অফিসে সাহায্যের আশায় গিয়েছিলেন মোজাফর দালাল। রেঞ্জ অফিসার বলাই ঘোষ বলেন, “এক ‘রেসিডেন্ট’ দাঁতাল এই হামলা চালিয়েছে। আমরা ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করছি।” অন্য দিকে, দলমা থেকে আসা ১৮টি হাতির একটি দল পচাডহরা, বেনাবাঁধি, বামুনবাঁধ, বনগেলিয়া গ্রামে মঙ্গলবার রাতে ফসলের ব্যাপক ক্ষতি করে বলে অভিযোগ। হাতি তাড়ানোর জন্য কেরোসিন তেলের দাবিতে বন কর্মীদের ঘিরে বিক্ষোভও দেখান গ্রামবাসীরা। পচাডহরা গ্রামের গাজন মিদ্যা, বামুনবাঁধ গ্রামের সাদের গায়েন, সৈকত মল্লিকদের অভিযোগ, “বন দফতর হাতি তাড়াচ্ছেও না। হুলা জ্বালিয়ে তাড়ানোর জন্য আমাদের কেরোসিন তেলও দিচ্ছে না।’’ রেঞ্জ অফিসার বলেন, “কেরোসিন খাতে টাকা দেওয়া সরকারি ভাবে বন্ধ রয়েছে। ফলে হাতির হামলা বেড়েছে ঠিকই। তবু আমরা নজরদারি বাড়িয়ে সমস্যা মোকাবিলার চেষ্টা চালাচ্ছি।”
|
হাতির পায়ের চাপে মৃত প্রৌঢ় |
হাতির পায়ের তলায় পিষে মারা গেলেন ৫০ বছরের প্রৌঢ়। আজ ওড়িশার গঞ্জাম জেলার ব্রহ্মপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘটনাটি ঘটেছে। মৃত ব্যক্তি, নারায়ণ সাহু বিশ্ববিদ্যালয়ের চৌকিদার। ব্রহ্মপুরের ডিএফও এস এস মিশ্র জানান, কাল রাতেই ছত্রপুর এলাকায় হাতিটির দেখা মিলেছিল। পরে ব্রহ্মপুরের দিকে চলে আসে হাতিটি। নারায়ণ হাতির গতিবিধি নজরে রাখার দায়িত্বে ছিলেন। হঠাৎই খেপে হাতিটি নারায়ণকে পিষে দেয়। হাতির হানায় আরও দু’জন আহত। হাতিটিকে বনে ফেরত পাঠানোর চেষ্টা চলছে। |