|
|
|
|
ডিজিট্যাল কেবলের সময়সীমা পিছোল চার মাস |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা ও নয়াদিল্লি |
১ জুলাইয়ের বদলে ১ নভেম্বর। কেবল টিভিতে ডিজিট্যাল পরিষেবা শুরু করার সময়সীমা শেষমেশ চার মাস পিছিয়ে গেল। ঠিক ছিল, আগামী ১ জুলাই কলকাতা-সহ চার মেট্রো শহরে তা চালু হবে। কিন্তু বুধবার সন্ধ্যায় কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, প্রস্তুতি সম্পূর্ণ না-হওয়ায় নতুন তারিখ ধার্য হয়েছে আগামী ১ নভেম্বর।
বস্তুত সময়সীমা পিছনোর ইঙ্গিত গত সপ্তাহেই মন্ত্রকের কর্তারা দিয়ে রেখেছিলেন। নতুন নির্দেশ অনুযায়ী, ৩১ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট শিল্পমহলকে বাকি কাজ পুরোপুরি সেরে ফেলতে হবে। মহানগরে ডিজিট্যাল কেবল সম্প্রচারের প্রস্তুতি কত দূর, তা যাচাই করতে এ দিনই কলকাতায় পাঁচটি মাল্টি সিস্টেম অপারেটর (এমএসও) এবং কেবল অপারেটরদের সঙ্গে বৈঠকে বসেছিলেন যুগ্ম পুলিশ কমিশনার জাভেদ শামিম। সেখানে তিনি এমএসও-দের নির্দেশ দেন, সেট টপ বক্স (এসটিবি)-এর দাম গ্রাহকদের দ্রুত জানাতে হবে। কেউ নির্ধারিত দরের বেশি নিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও হুঁশিয়ারি দিয়েছে পুলিশ।
কেব্ল টেলিভিশনে অ্যানালগের বদলে ডিজিট্যাল সম্প্রচার চালুর কেন্দ্রীয় উদ্যোগে পশ্চিমবঙ্গে সরকার গোড়া থেকেই আপত্তি তুলেছিল, আইন-শৃঙ্খলার যুক্তি দেখিয়ে। অভিযোগ, কর ফাঁকির সুযোগ নিতে সংশ্লিষ্ট শিল্পমহলের একাংশওএর বিরোধিতা করেছে। অন্য দিকে শিল্পমহলের বক্তব্য ছিল, গোটা ব্যবস্থা কার্যকর করতে যত সময় দরকার, সরকারি দীর্ঘসূত্রতায় তা তো মেলেইনি, উপরন্তু চ্যানেলের মাসুলহার ও অন্যান্য বিষয়ে ট্রাইয়ের ‘শেষ মুহূর্তের’ নির্দেশ সমস্যা আরও বাড়িয়েছে।
প্রস্তুতিপর্বে সময়াভাবের অভিযোগ কেন্দ্রও কার্যত মেনে নিয়েছে। এবং জানিয়েছে, জনস্বার্থে ও সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে নতুন সময়সীমা নির্ধারণে তারা ‘বাধ্য’ হয়েছে। বাড়তি সময় পাওয়ায় সিটি কেবল বা মন্থনের মতো কলকাতার এমএসও-রা খুশি। খুশি আইডিয়াল কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশনও। যদিও সংগঠনের সেক্রেটারি অলোক শর্মার মতে, নির্দেশ কার্যকর করতে হলে সরকারি নজরদারি সবচেয়ে জরুরি। |
|
|
|
|
|