|
|
|
|
দুর্ঘটনায় কিশোরের মৃত্যু রামপুরহাটে |
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট ও দুবরাজপুর |
দু’টি পৃথক দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, মৃতের নাম শুভজিৎ দত্ত (১২)। বাড়ি ময়ূরেশ্বর থানার মল্লারপুর রামপাড়ায়। অন্য একটি দুর্ঘটনায় এক যুবক জখম হয়েছেন এবং একটি সারের দোকান ভেঙে গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে রানিগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কের উপরে মল্লারপুরের মেহেদিনগর মোড়ে শুভজিৎকে জখম অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা। রামপুরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করানোর কিছুক্ষণের পরে ওই কিশোরের মৃত্যু হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই কিশোরকে কোনও গাড়ি ধাক্কা মেরে পালিয়ে গিয়েছে। অন্য দিকে, এ দিন ভোর পাঁচটা নাগাদ দুবরাজপুর পুর-এলাকার কামারশাল মোড়ে, রানিগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কের পাশে নিয়ন্ত্রন হারিয়ে একটি দশ চাকার লরি বসতবাটি লাগোয়া একটি সারের দোকানে ঢুকে যায়। এই ঘটনায় টিনের চালের ওই দোকানটি ক্ষতিগ্রস্থ হওয়ার পাশাপাশি ওই রাস্তায় যানচালাচল বিঘ্নিত হয়। |
|
দুবরাজপুরে দুর্ঘটনাগ্রস্ত লরি। —নিজস্ব চিত্র। |
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, দোকানটিতে ঢুকে পড়ার আগে নিয়ন্ত্রনহীন লরিটির ধাক্কায় ভেঙে যায় একটি গাড়ি ও ভ্যান রিকশা এবং পালাতে গিয়ে জখম হন এক যুবক। এমনিতে রানিগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়ক দুবরাজপুর শহরের মাঝ বরাবর গিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দুবরাজপুর পুরসভা লাগোয়া এলাকায় তখন সব্জি আড়তগুলিতে মালপত্র নামানো ওঠানো চলছিল। সেই সময় রানিগঞ্জের দিক থেকে অত্যন্ত এলোমেলো ভাবে ওই লরিটিকে ছুটে আসতে দেখেন তাঁরা। ভয়ে যে যেদিকে পেরেছেন ছুটে প্রান বাঁচিয়েছেন। সেই সময় উদয় হজরা নামে ওই যুবক জখম হন। এর পর কিছুটা গিয়েই লরিটি স্বপন গড়াইয়ের দোকানে ধাক্কা মারে। খালাসি সামিম আনসারের কথায়, “পাথর খালি করে রানিগঞ্জ হয়ে মহম্মদবাজার ফিরছিলাম। চালক অসুস্থ হয়ে চিকিৎসাধীন থাকায় আমিই গাড়ি চালাচ্ছিলাম। দুবরাজপুর শহরে ঢোকার পরে যান্ত্রিক ত্রুটি হওয়ায় এই বিপত্তি হয়েছে।” |
|
|
|
|
|