টুকরো খবর
প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে পাক বস্ত্রমন্ত্রী
দেশের নতুন প্রধানমন্ত্রী ঠিক করতে তৎপরতা শুরু হল পাকিস্তানে। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় পার্লামেন্টের বিশেষ অধিবেশন ডাকা হয়েছে প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য। কাল দুর্নীতি সংক্রান্ত মামলা নিয়ে আদালত অবমাননার দায়ে সৈয়দ ইউসুফ রাজা গিলানিকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিয়েছে পাকিস্তানের শীর্ষ আদালত। বিশেষ সূত্রের খবর, গিলানির পদে বসার দৌড়ে এগিয়ে রয়েছেন বস্ত্রমন্ত্রী মাখদুম সাহাবুদ্দিন। আজ বিষয়টি নিয়ে একাধিক বৈঠক করেন পিপিপি-র নেতারা। সহমতের ভিত্তিতে প্রধানমন্ত্রী ঠিক করার জন্য শরিক দলগুলির সঙ্গেও বৈঠক করেন পিপিপি নেতা তথা পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। পিপিপি-র এক নেতা জানান, ৯৫ শতাংশ নিশ্চিত, সাহাবুদ্দিনই প্রধানমন্ত্রী পদপ্রার্থী হচ্ছেন। নতুন প্রধানমন্ত্রী ঠিক করতে তৎপরতা দেখালেও গিলানির বিরুদ্ধে রায়ের পিছনে অন্য ‘খেলা’ আছে বলে মনে করছে পিপিপি। তাদের অভিযোগ, প্রধান বিচারপতি ইফতিকার চৌধুরির ছেলে আর্সালান ইফতিকারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগই এই রায়কে ‘প্রভাবিত’ করেছে। পিপিপি নেতা উসমান সেলিম মালিকের অভিযোগ, “প্রধান বিচারপতির ছেলের দুর্নীতির বিষয়টি সামনে আসার পরেই হঠাৎ করে গিলানির বিরুদ্ধে মামলা নিয়ে তৎপর হয়ে ওঠে শীর্ষ আদালত।” তাঁর কথায়, “সরকারের বিরুদ্ধে এই রায় পক্ষপাতদুষ্ট। পরবর্তী নির্বাচনে জনতা এর জবাব দেবে।” পিপিপি-র পাশাপাশি আজ বৈঠকে বসে তাদের শরিক দলগুলিও। সূত্রের খবর, নতুন প্রধানমন্ত্রী নির্বাচন নিয়ে জারদারিকে পূর্ণ সমর্থনের ব্যাপারে আশ্বস্ত করেছে তারা। রণকৌশল ঠিক করতে বৈঠকে বসেন প্রধান বিরোধী দল পিএমএল (এন)-এর নেতারাও।

রজত গুপ্তের মামলার খরচ দাঁড়িয়েছে ৩ কোটি ডলার
রজত গুপ্তর মামলার মোট খরচ দাঁড়াল প্রায় ৩ কোটি ডলার। এই খরচের বড় অংশ ফি দিয়েছে গোল্ডম্যান স্যাক্স। বাকিটা দিয়েছে প্রোক্টর অ্যান্ড গ্যাম্বল। গোল্ডম্যানের নিয়ম অনুযায়ী, সংস্থার প্রাক্তন বা বর্তমান যে কোনও উচ্চপদস্থ কর্তার বিরুদ্ধে কাজকর্ম সংক্রান্ত কোনও অভিযোগ আনা হলে বা মামলা চললে, তার খরচ জোগাতে বাধ্য থাকবে তারা। সেই জন্যই এই বিশাল খরচ মিটিয়েছে সংস্থা। তবে সংশ্লিষ্ট মহলের খবর, গুপ্ত এবং গোল্ডম্যানের মধ্যে হওয়া চুক্তি অনুসারে মামলায় দোষী সাব্যস্ত হলে এই পুরো খরচই সংস্থাকে ফেরত দিতে বাধ্য রজত গুপ্ত। সংশ্লিষ্ট সূত্রে খবর, এই বিপুল পরিমাণ অর্থের মধ্যে শুধুমাত্র আইনজীবীদের খরচই নয়, এর মধ্যে থাকছে প্রায় আড়াই বছর ধরে গুপ্তর পক্ষে মামলা সাজিয়ে তোলার খরচ। পাশাপাশি, তাঁর বিরুদ্ধে মার্কিন বাজার নিয়ন্ত্রক সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আনা একটি দেওয়ানি মামলার খরচও জুগিয়েছে গোল্ডম্যান। শুধু তাই নয়, আগামী দিনেও গুপ্ত উচ্চতর আদালতে আপিল করলে সেই খরচও দেবে সংস্থা। সব মিলিয়ে আরও ২ বছর চলতে পারে সেই মামলা। প্রসঙ্গত গত সপ্তাহেই মার্কিন আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন রজত গুপ্ত। এই রায়ের পর ২৫ বছর পর্যন্ত জেল হতে পারে প্রাক্তন ম্যাকিনসে কর্ণধারের। ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক গোল্ডম্যান স্যাক্সের পরিচালন পর্ষদে থাকাকালীন তার গোপন তথ্য পাচারের জন্যই মূলত তাঁকে দোষী বলে চিহ্নিত করেছে আদালত। আগামী ১৮ অক্টোবর এ জন্য শাস্তি ঘোষণা করবে তারা। গোল্ডম্যানের পাশাপাশি প্রোক্টর অ্যান্ড গ্যাম্বল-সহ বেশ কয়েকটি বহুজাতিকে পরিচালন পর্ষদের সদস্য ছিলেন রজতবাবু।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.