হাওড়ার আন্দুল রোডে ৬১ নং রুটের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি বোলেরো গাড়িতে। ঘটনাস্থলেই ঝর্না দাস নামে এক মহিলার মৃত্যু হয়। গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পরেই উত্তেজিত জনতা ভাঙচুর চালায় বাসটিতে। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছেছে।
|
দুর্গাপুরে তৃণমূল-সিপিএম সংঘর্ষ |
দুর্গাপুরের কাঁকসা গার্লস স্কুলের পরিচালন সমিতির নির্বাচনকে ঘিরে সংঘর্ষ বাধে তৃণমূল-সিপিএম সমর্থকদের মধ্যে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে দু’দলের সমর্থকরা ইট ছোঁড়াছুঁড়ি শুরু করে। পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামলাতে লাঠিচার্জও করতে হয় পুলিশকে। ঘটনায় দু’দলের বেশ কয়েকজন আহত হয়েছেন।
|
নদিয়ায় পথ দুর্ঘটনায় মৃত ৬ |
নদিয়ার দত্তফুলিয়া থেকে চাকদহ যাওয়ার পথে গাঙনাপুরের কাছে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয় ১২ জন যাত্রী-সহ একটি টাটা সুমোর। ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়। আহত অবস্থায় বাকি ৬ জনকে উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করে স্থানীয় বাসিন্দারা। জানা যাচ্ছে আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।
|
ডুয়ার্সে হস্তিশাবকের মৃত্যু |
গতকাল প্রবল বর্ষণের পর আজ ভোর রাতে ডুয়ার্সের পানিঝোরায় একটি হস্তিশাবককে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে বন দফতরকে খবর দেয় স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে এসে কর্মীরা দেহটিকে পরীক্ষা করেন। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে হাতিটির। |