আপনার মুখোমুখি: আনন্দবাজারের প্রতিবেদনের জের |
রাতে মালবাজার-শিলিগুড়ি বাস শীঘ্রই |
গত ২৮ মে শিলিগুড়িতে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরে আনন্দবাজারের পাঠকদের মুখোমুখি হয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। নানা দাবি-দাওয়া, প্রাপ্তি-প্রত্যাশার বিষয় ওঠে সেই আলোচনায়। সেখানেই অংশগ্রহণকারী পাঠকদের তরফে জলপাইগুড়ি-শিলিগুড়ি রুটে সন্ধ্যার পরে সরকারি বাস চালানোর আর্জি জানানো হয়। মন্ত্রী তা খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। আগামী সপ্তাহের গোড়াতেই মালবাজার থেকে শিলিগুড়ি রুটে বাস চালানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ১৯ জুন সন্ধ্যা ৬টা থেকে বাসটি চালানোর জন্য সিদ্ধান্ত নিয়েছে এনবিএসটিসি।
|
|
অনেকদিনের সমস্যা। আগামী সপ্তাহ থেকে সন্ধ্যার পরে বাস চালানোর খবর পেয়েছি। আশা করি তা চালু হবে। উদ্যোগী হওয়ার জন্য মন্ত্রীকে ধন্যবাদ।
নীতা সাহা, শিক্ষিকা, মালবাজার |
সন্ধ্যার পরে মালবাজার, সামসিং থেকে শিলিগুড়ি আসার বাস চালুর সিদ্ধান্তের কথা শুনেছি। দ্রুত প্রতিশ্রুতি রূপায়ণে উদ্যোগী হওয়ার জন্য মন্ত্রীকে ধন্যবাদ।
সঞ্জিত সাহা, শিল্পোদ্যোগী, শিলিগুড়ি
|
মন্ত্রী উবাচ |
“ঘটনাচক্রে, আমি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থারও চেয়ারম্যান। সে জন্য বাসিন্দাদের সন্ধ্যার পরে বাস চালানোর অনুরোধ শুনেই সমীক্ষার নির্দেশ দিয়েছিলাম। প্রাথমিক ভাবে জেনেছি, ওই রুট আর একটু সম্প্রসারিত করলে তা লাভজনক হওয়ার কথা। সে জন্য ঠিক হয়েছে, আগামী ১৯ জুন থেকে পরীক্ষামূলকভাবে একটি নতুন সরকারি বাস শিলিগুড়ি থেকে সকালে ছেড়ে সামসিং যাবে। তা সারা দিনে কয়েকবার সামসিং থেকে মালবাজার রুটে যাতায়াত করবে। বিকেল ৫টা সামসিং ছেড়ে সন্ধ্যা ৬টায় মালবাজার থেকে শিলিগুড়ির দিকে রওনা দেবে। তবে বর্ষা ও শীতের সময়ে পাহাড়ি রাস্তায় চলাচলের সময়সীমা প্রয়োজনে বদলানোর রাস্তাও খোলা রাখতে হবে।” |
|