সরকারে থাকার ‘মমতা’ ছেড়ে দিল্লিকে চিঠি প্রদেশ কংগ্রেসের
তাদের পক্ষে আর এ রাজ্যে তৃণমূলের জোট সরকারের শরিক হয়ে থাকা ‘স্বস্তিকর’ নয় বলে হাইকম্যান্ডকে লিখিত ভাবে জানিয়ে দিল রাজ্য কংগ্রেস।
সরকার ছেড়ে বেরিয়ে আসতে হাইকম্যান্ডের কাছে অনুমতিও চেয়েছে তারা।
কংগ্রেসের বক্তব্যের পর তৃণমূলের বর্ষীয়ান নেতা ও মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় পাল্টা বলেন, “সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে কংগ্রেস নোংরা খেলায় নেমেছে। আমরা তার নিন্দা করছি।” মন্ত্রিসভা থেকে কংগ্রেসের ছয় মন্ত্রী ইস্তফা দিলে বা কংগ্রেসের ৪২ জন বিধায়ক জোট-ত্যাগ করলেও মমতা-সরকারকে যে অচলাবস্থায় পড়বে না, তা বিলক্ষণ জানে প্রধান শাসক দল। ফলে সুব্রতবাবুর বক্তব্য, “আমরা জোট করেছি। ওরা (কংগ্রেস) চলে যেতে চাইলে যাবে। কিন্তু আমরা নিজে থেকে ওদের চলে যেতে বলব না।” মাস কয়েক আগে জোট-বিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছিলেন, কংগ্রেসের জন্য দরজা খোলা রয়েছে! কেন্দ্রের কংগ্রেসের সঙ্গে তাঁর সম্পর্ক থাকলেও রাজ্য কংগ্রেসের সঙ্গে কোনও সম্পর্ক নেই বলেও মন্তব্য করেছিলেন মমতা। তারও পরে রেলমন্ত্রী তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় ছ’টি পুরসভায় ভোটের ফল বেরোনর পরও প্রকাশ্য বলেছিলেন, তাঁরা রাজ্যে ‘একলা’ চলতে সমর্থ।
কলকাতার রাস্তায় কংগ্রেস সমর্থকদের উৎসব-মিছিল। শুক্রবার। ছবি: রাজীব বসু
দিল্লি-পরিস্থিতির প্রেক্ষিতে কংগ্রেস পরিষদীয় দলের সঙ্গে বৈঠকের পর শুক্রবার প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য এবং পরিষদীয় দলনেতা মহম্মদ সোহরাব বলেন, “এই জোট সরকারে কংগ্রেস আর থাকতে চায় না। বৈঠকে সর্বসম্মত ভাবে এই সিদ্ধান্ত হয়েছে। আমাদের সিদ্ধান্ত হাইকম্যান্ডকে স্পষ্টভাবেই জানানো হয়েছে। এ বার হাইকম্যান্ড তাঁদের সিদ্ধান্ত জানাবে।”
সরকার ছেড়ে বেরিয়ে আসার জন্য শীর্ষ নেতৃত্বের অনুমতি চাওয়ার পাশাপাশি চলতি বিধানসভা অধিবেশনে সরকারের ‘জন-বিরোধী’ নীতিগুলির বিরুদ্ধে কংগ্রেস সরব হবে বলেও বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। চাষিরা ধানের ন্যায্য মূল্য পাচ্ছেন না, তীব্র দাবদাহে পানীয় জলের অভাব দূরীকরণে সরকার কেন কোনও পদক্ষেপ করছে না, বিধানসভা কক্ষে কংগ্রেস তার ‘জবাবদিহি’ চাইবে। প্রদেশ সভাপতি সেই নির্দেশই দিয়েছেন পরিষদীয় দলকে। প্রদীপবাবু বৈঠকে বলেন, সংসদে তৃণমূলের বিরোধিতায় একের পর এক বিল পাশ হচ্ছে না। কংগ্রেস অবশ্য বিল পাশ না-করাতে দেওয়ার রাস্তায় যাবে না। তবে সভায় সরকারের সমালোচনা করতে ছাড়বে না। এর আগে সভার মধ্যে কংগ্রেস জোট শরিকের ‘কড়া’ সমালোচনায় যায়নি। কংগ্রেসের হুঁশিয়ারিকে গুরুত্ব না-দিয়ে পরিষদীয় মন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, “আমরা বাংলার উন্নয়নের সমন্বয় নিয়েই ব্যস্ত। কী ভাবে স্বচ্ছতা, দ্রুততা এবং সততার সঙ্গে উন্নয়ন করা যায়, সেই কাজই করছি। কে কোথায় ব্যক্তিগত ভাবে কী বলছেন, তা উপেক্ষা করছি।”
দিল্লিতে থাকায় দলীয় বৈঠকে অনুপস্থিত ছিলেন প্রণব-পুত্র তথা নলহাটির বিধায়ক অভিজিৎ মুখোপাধ্যায় এবং রাজ্য মন্ত্রিসভার কংগ্রেসি সদস্য মানস ভুঁইয়া। দলের সিদ্ধান্তে ‘সহমত’ মানসবাবু পরে বলেন, “হাইকম্যান্ডের সিদ্ধান্ত আমরা মেনে নিতে বাধ্য। এখানে ব্যক্তির মতামতের কোনও মূল্য নেই।” তৃণমূল নেত্রী প্রণববাবুকে রাষ্ট্রপতি পদে সমর্থন না-করায় চরমে-ওঠা জোট-অস্বস্তি আরও একবার উস্কে দিয়ে মানসবাবুর কটাক্ষ, “তৃণমূল নেত্রীর কাছে আমি নিজে অনুরোধ করেছিলাম প্রণব’দাকে সমর্থন করার জন্য। কেন যে তিনি রাজি হলেন না, তা আধিভৌতিক বিস্ময়!” তবে পরিষদীয় দলের বৈঠকে উপস্থিতি অপর কংগ্রেসি মন্ত্রী আবু হেনা জোট ছেড়ে অবিলম্বে বেরিয়ে আসার জন্য জোরালো মত দেন।
মুখ্যমন্ত্রী-সহ তৃণমূল নেতৃত্বের একের পর এক বক্তব্যে ‘অসম্মানিত’ রাজ্য কংগ্রেস হাইকম্যান্ডের ‘সবুজ সঙ্কেত’ না-পাওয়ায় জোট ছাড়ার ব্যাপারে কোনও সিদ্ধান্ত নিতে পারেনি। তবে ইউপিএ-২ সরকারে থেকেও মমতা রাষ্ট্রপতি পদে কংগ্রেসের প্রার্থী প্রণব মুখোপাধ্যায়ের বিরোধিতা করায় রাজ্যে জোটে ভাঙন ‘অবশ্যম্ভাবী’ হল বলেই কংগ্রেস শিবিরের দাবি। তাদের বক্তব্য, কংগ্রেসের সঙ্গে যে ‘অসৌজন্য’ মমতা দেখিয়েছেন, তা সহ্য করে মমতার সরকারের শরিক থাকতে রাজি নয় তারা। দলের সেই ‘সর্বসম্মত সিদ্ধান্ত’ জানিয়েই রাজ্যের দায়িত্বপ্রাপ্ত এআইসিসি-র সাধারণ সম্পাদক শাকিল আহমেদকে চিঠি পাঠিয়েছেন সোহরাব। সেখানে তাঁর আর্জি, ‘এই রাজনৈতিক পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে কাজ করাটা অস্বস্তিকর ও অসুবিধাজনক। বিষয়টি বিবেচনা করে পদক্ষেপ করার অনুরোধ কংগ্রেস পরিষদীয় দলের’। আর্থিক দাবিদাওয়া না-মেটায় মমতা প্রণববাবুকে সমর্থন করেননি বলে অভিযোগ করে প্রদীপবাবুর আক্ষেপ, “প্রণব’দা না-থাকলে গত বারের রেল বাজেটও পাশ হত না! শুধু আর্থিক প্যাকেজ না-পাওয়ায় প্রণব’দাকে সমর্থন করলেন না তৃণমূলনেত্রী। এটা অনভিপ্রেত!”

(তথ্য: সঞ্জয় সিংহ ও দেবারতি সিংহ চৌধুরী)



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.