টুকরো খবর
ঠাঁই পেল চিতাবাঘ
ছবি: রাজকুমার মোদক।
ডুয়ার্সের চুনিয়াঝোরা চা বাগান থেকে উদ্ধার হওয়া পূর্ণবয়স্ক চিতাবাঘটিকে দক্ষিণ খয়েরবাড়ি বাঘ পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যাওয়া হল। বৃহস্পতিবার রাতে ঘুমপাড়ানি গুলি করে চিতাবাঘটিকে খাঁচাবন্দি করেন বনকর্মীরা। বন দফতর জানায়, এটিকে নিয়ে খয়েরবাড়িতে চিতাবাঘের সংখ্যা দাঁড়াল ৭। এদিন চিতাবাঘটিকে আলাদা একটি খাঁচায় রেখে চিকিৎসা শুরু করেছেন পশু চিকিৎসক অশোক কুমার সিংহ। গত বৃহস্পতিবার ভোর ৫টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত চা বাগানে দফায় দফায় হামলা চালিয়ে পাঁচজনকে জখম করে চিতাবাঘটি। বাগানের মন্দিরের পুরোহিতকে আক্রমণ করার সময় ওই ব্যক্তি চিতাবাঘটির কান ধরে ঝাঁকিয়ে দেন। তার পরে সেটি পালিয়ে এক এসএসবি জওয়ানকে জখম করে বাগানে লুকিয়ে থাকে। বক্সা ব্যাঘ্র প্রকল্পের (পূর্ব) ডিএফডি জেভি ভাস্কর বলেন, “চিতাটি সুস্থ আছে, খাবার খেয়েছে। আমরা নজর রাখছি।”

হাতির হানায় মৃত্যু
হাতির হানায় মৃত্যু হল এক মহিলার। মৃতার নাম শান্তি ভুঁইয়া (৫৮)। শুক্রবার সকাল ৯টা নাগাদ ঘটনাটি ঘটে রামগড়ের কুশমাশুলিতে। ওই মহিলা জঙ্গলের মধ্যে পাতা কুড়োতে গিয়েছিলেন। সেই সময় আচমকাই একটি রেসিডেন্সিয়াল হাতি হামলা করে। শুঁড়ে তুলে মাটিতে আছড়ে মারে ওই প্রৌঢ়াকে। মৃত্যু হয় ওই মহিলার। বন-দফতরের রূপনারায়ণ বিভাগের আধিকারিক রবীন্দ্রনাথ সাহা বলেন, “ওই এলাকা থেকে হাতি তাড়ানোর চেষ্টা চলছে।” এ দিকে, দলমা থেকে আসা প্রায় ৩০টি হাতির দল গত কয়েক দিন ধরে গড়বেতার বিভিন্ন গ্রামে তাণ্ডব চালিয়ে বাঁকুড়ার বিষ্ণুপুরে চলে গিয়েছে বলে জানিয়েছে বন দফতর।

বন্ধ হল অভয়ারণ্য
গরুমারা অভয়ারণ্যের যাত্রাপ্রসাদ পর্যবেক্ষণ কেন্দ্রে ভিড়। ছবি: দীপঙ্কর ঘটক।
শুক্রবার বন্ধ হল উত্তরবঙ্গের সব সংরক্ষিত বনাঞ্চল। প্রতি বছর ১৫ জুন থেকে পর্যটকদের জন্য তিন মাস জঙ্গল পর্যটকদের জন্য বন্ধ থাকে। ১৬ সেপ্টেম্বর ফের জঙ্গল খোলে। উত্তরবঙ্গের নদী নালা বর্ষায় ছাপিয়ে গিয়ে ওই তিন মাস বনাঞ্চলকে কার্যত অগম্য করে তোলে। ওই তিন মাস ভরা বর্ষায় জঙ্গলে চলাচল প্রায় অসম্ভব। তা ছাড়া, ওই সময়ে জঙ্গলে নতুন চারা লাগানো হয়। মূলত জঙ্গল রক্ষণাবেক্ষণের জন্যই এই তিন মাস উত্তরবঙ্গের জঙ্গলগুলিতে কাযর্ত ‘তালা’ পড়ে যায়। শুক্রবার, তিন মাসের জন্য বন্ধ হওয়ার আগে, গরুমারায় ভিড় জমান পর্যটকেরা।

উদ্ধার ‘অ্যালবিনো’
—নিজস্ব চিত্র
সাদা পাখিটিকে তাড়া করে ঠুকরে দিচ্ছিল একঝাঁক কাক। পাখিটি নিচে পড়ে গেলে একটি কুকুর ছুটে গিয়ে পা কামড়ে সেটিকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বৃহস্পতিবার বিকেলে শিলিগুড়ির সূর্যনগরের ডাবগ্রাম পার্কের কাছে ওই ঘটনা দেখে একদল বাসিন্দা পরিবেশপ্রেমীদের খবর দেন। দেখা যায়, সেটি আদতে সাদা কাক। পরিবেশপ্রেমীরা জানান, সব শ্রেণির প্রাণির মধ্যেই সুনির্দিষ্ট কারণে এমন সাদা রঙের চেহারার দৃষ্টান্ত রয়েছে। গবেষকরা একে ‘অ্যালবিনো’ হিসেবে চিহ্নিত করে থাকেন। কাকটিকে দার্জিলিং চিড়িয়াখানায় পাঠানোর কথা ভাবা হয়। আবহাওয়া মানানসই না হতে পারে ভেবে সেটিকে কলকাতা চিড়িয়াখানায় রাখার চেষ্টা হচ্ছে।

হাতি তাড়াতে গিয়ে মৃত্যু
হাতি তাড়াতে গিয়ে মৃত্যু ঘটল এক বনকর্মী। বনবিভাগ সূত্রে খবর, কাল রাতে অসমে নগাঁও জেলার কামপুরে বুনো হাতির পাল তাণ্ডব চালায়। বনকর্মীরা লোকালয় অভিমুখী হাতির পালকে তাড়ানোর চেষ্টা করছিলেন। সে সময় হাতির পালই তেড়ে এসে পাল্টা আক্রমণ চালায়। ওই হামলায় ৫৫ বছর বয়সী বনরক্ষী হেমকান্ত শর্মা মারা যান। পৃথক ঘটনায় নুমালিগড়ের এক নম্বর মুরফুলনি এলাকায় হাতির হানায় সোন বরা নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.