বাঁকুড়া এবং দাসপুর বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের ফল প্রকাশ হবে আজ, শুক্রবার। গত বিধানসভা ভোটে দু’টি আসনেই তৃণমূল বিপুল ব্যবধানে জিতেছিল। বাঁকুড়ার বিধায়ক কাশীনাথ মিশ্র এবং দাসপুরের বিধায়ক অজিত ভুঁইয়ার মৃত্যুতে গত মঙ্গলবার ওই দুই আসনে উপ নির্বাচন হয়। সেখানে দুই প্রয়াত বিধায়কের স্ত্রী মিনতি মিশ্র এবং মমতা ভুঁইয়াকে প্রার্থী করে তৃণমূল। পক্ষান্তরে, সিপিএমের প্রার্থী হন নীলাঞ্জন দাশগুপ্ত ও সমর মুখোপাধ্যায়। তৃণমূলের কাছে এই উপ নির্বাচন জোড়া আসন ধরে রাখার লড়াই। আর বামেদের আশু লক্ষ্য ভোটপ্রাপ্তির হার বাড়ানো। যুযুধান দু’ পক্ষ নিজের নিজের লক্ষ্যে পৌঁছতে পারল কিনা, তা জানা যাবে আজ।
পাশাপাশি মঙ্গলবার উপনির্বাচন হয়েছিল অন্ধ্রপ্রদেশের ১৮টি বিধানসভা আসনেও। ২০১৪-র বিধানসভা ভোটের আগে এতগুলি আসনে উপনির্বাচনেই প্রথম জমি পরীক্ষায় নেমেছে জগন্মোহন রেড্ডির দল ওয়াইএসআর কংগ্রেস। রাজ্যে বিধানসভায় ম্যাজিক ফিগার ২৪৮। শাসক দল কংগ্রেসের আপাতত ২৫১ জন বিধায়ক রয়েছে। তাই জেলবন্দি জগন্মোহনের ওয়াইএসআর কংগ্রেসের পক্ষেই রাজ্যে সহানুভূতির হাওয়া রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রতিষ্ঠান বিরোধী মানসিকতাতেই প্রায় ৮০% ভোট পড়েছে বলে মনে করছেন তাঁরা। ভোট পরবর্তী সমীক্ষায় দেখা গিয়েছে ১০-১৪টি আসনও ওয়াইএসআর কংগ্রেস পেতে পারে।
আর যে সব বিধানসভা আসনে মঙ্গলবার উপনির্বাচন হয়েছিল সেগুলি হল, ত্রিপুরার নলছড়, মধ্যপ্রদেশের মহেশ্বর, উত্তরপ্রদেশের মন্ত, তামিলনাড়ুর পুদুকোট্টাই, মহারাষ্ট্রের কাইজ ও ঝাড়খণ্ডের হাটিয়া। |