টুকরো খবর
ধর্ষণের চেষ্টা, গ্রেফতার
অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে প্রতিবেশী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত অনাদি বিশ্বাসের বাড়ি স্বরূপনগরের মল্লিকপুর গ্রামে। তাকে বৃহস্পতিবার বসিরহাট আদালতে তোলা হলে বিচারক ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে বাড়িতে একা ছিল ওই কিশোরী। সেই সময় অনাদি মোবাইলে নম্বর ‘সেভ’ করানোর জন্য ওই কিশোরীর বাড়িতে যায়। অভিযোগ, এরপরেই অনাদি ওই কিশোরীর মুখ চেপে ঘরের ভিতরে নিয়ে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। অনাদির হাত থেকে কোনওমতে পালিয়ে যায় ওই ছাত্রী। বিকেলে পরিবারের লোকজন বাড়ি ফিরলে গোটা ঘটনাটি তাঁদের জানায় ওই কিশোরী। তার পরিবারের সদস্যদের অভিযোগ পাওয়ার পর রাতে বাড়ি থেকে অনাদিকে গ্রেফতার করে পুলিশ।

নলিকাটা দেহ উদ্ধার হাবরায়
গলার নলিকাটা অবস্থায় পড়ে থাকা বছর চল্লিশের এক অজ্ঞাতপরিচয় মহিলার দেহ উদ্ধার হল হাবরার বাণীপুর এলাকার একটি কলেজের হস্টেলের পিছন থেকে। বৃহস্পতিবার সকালে স্থানীয় এক মহিলা দেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অন্যত্র খুন করে দেহটি ফেলে যায় দুষ্কৃতীরা। একটি খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। এ দিকে, অশোকনগরের খোশদেলপুর-শেখপাড়া থেকে এবং বারাসতের গোলাবাড়ি এলাকা থেকে বুধবার পুলিশ যে তিন যুবকের নলিকাটা দেহ উদ্ধার করে, তাঁদের পরিচয় বৃহস্পতিবারেও জানা যায়নি। এই খুনগুলির মধ্যে কোনও যোগাযোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখে হচ্ছে বলে উত্তর ২৪ পরগনার পুলিশ সুপার চম্পক ভট্টাচার্য জানিয়েছেন।

ভিসায় জাল সিলমোহর, ধৃত
ভিসায় জাল সিলমোহর নিয়ে বাংলাদেশ থেকে পেট্রাপোল সীমান্ত হয়ে এ দেশে আসার পথে অভিবাসন দফতরের হাতে ধরা পড়ল এক ব্যক্তি। বুধবার দুপুরে ধরা পড়ার পরে সৌমেন দাস নামে ওই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ তাঁকে গ্রেফতার করে। পুলিশ জানায়, ধৃতের বাড়ি গাইঘাটার শিমুলপুরে। তাঁর ভিসায় জাল সিলমোহর কোথা থেকে এল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ও অভিবাসন দফতর।

ট্রেনের ধাক্কায় মৃত্যু
রেল লাইন পেরোতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক মহিলার। বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটে বনগাঁ-শিয়ালদহ শাখার হাবরা প্ল্যাটফর্মের কাছে। রেল পুলিশ জানায়, মৃতের নাম শর্মিলা মোড়ল মালি (৩০)। বাড়ি স্থানীয় ১ নম্বর রেল কলোনিতে। তিনি রেল লাইন পেরিয়ে চা কিনতে এসেছিলেন। বনগাঁগামী একটি লোকাল ট্রেনের ধাক্কায় তাঁর মৃত্যু হয়। দেহটি ময়না-তদন্তের জন্য বনগাঁ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।

স্মারকলিপি
প্রতি গ্রামে বিদ্যুৎ সংযোগ-সহ ১৪ দফা দাবিতে বিডিওকে স্মারকলিপি দিয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা কংগ্রেস। বৃহস্পতিবার বিকেলে মগরাহাট-২ বিডিও অফিসের সামনে সভা করার পর স্মারকলিপি দেওয়া হয়। জেলা কংগ্রেসের সম্পাদক সুজিত পাটোয়ারি বলেন, “ইন্দিরা আবাস, বিধবা ভাতা, বার্ধক্য ভাতার টাকা বিলি করা হচ্ছে না। এমনকী জেলায় হিমঘর তৈরি করে চালু না করায় সমস্যায় পড়েছেন চাষিরা।” বিডিও রিজওয়ান ওহাব জানান বিষয়গুলি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

পথ দুর্ঘটনায় মৃত্যু
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ম্যাটাডরের খালাসির। গুরুতর জখম হন চালকও। বৃহস্পতিবার সকালে দক্ষিম ২৪ পরগনার কুলপির ১১৭ নম্বর জাতীয় সড়কের সিংহেরহাট বাসমোড়ের কাছে ম্যাটাডরটির একটি দাঁড়িয়ে থাকা বালি বোঝাই লরির পিছনে ধাক্কা মারে। পুলিশ জানায়, ঘটনাস্থলেই মৃত্যু হয় ম্যাটাডরের খালাসি অলোক দাসের (৪০)। গুরুতর জখম ম্যাটাডরের চালক শঙ্কর দাসকে প্রথমে কুলপি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে স্থানান্তরিত করানো হয় ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালে। দু’জনেরই বাড়ি কাকদ্বীপের অক্ষয়নগর গ্রামে।

বন্ধ রইল আদালত
আইনজীবীদের কর্মবিরতিতে বৃহস্পতিবার দিনভর বন্ধ রইল বারুইপুর মহকুমা আদালত। এক সরকারি আইনজীবীর সঙ্গে পুলিশি দুর্ব্যবহারের অভিযোগে আইনজীবীরা প্রতিবাদে সামিল হন। পুলিশ জানায়, এক মহিলার শ্লীলতাহানির অভিযোগের তদন্তে বুধবার সরকারি আইনজীবী আসনান আলি ঘরমির বাড়িতে যান তদন্তকারী অফিসারেরা। অভিযোগ, জিজ্ঞাসাবাদের নামে পুলিশ তাঁকে হেনস্থা করেছে। বারুইপুর মহকুমা আদালত বার অ্যাসোসিয়েশনের তরফে হাফিজুর রহমান বলেন, “বারুইপুর থানার আইসি আদালতে এসে আলোচনা না করা পর্যন্ত কর্মবিরতি চলবে।”

কলেজে গোলমাল, ধৃত ২
উত্তর ২৪ পরগনার মিনাখাঁয় বামনপুকুর হুমায়ুন কবির মহাবিদ্যালয়ে বুধবার গোলমালের ঘটনায় জড়িত অভিযোগে এসএফআই সমর্থক এক ছাত্র-সহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাঁদের বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। এ দিন বিকেলে কলেজে দলীয় সমর্থকদের মারধরের প্রতিবাদে বামনপুকুরে তৃণমূলের পক্ষ থেকে পথসভা করা হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.