|
|
|
|
চিত্র সংবাদ |
|
খাসা বাসা। কেশপুরের পঞ্চমীতে কিংশুক আইচের তোলা ছবি।
|
|
দলমার দামাল রেল লাইন পার হচ্ছে হাতির পাল। বাঁকুড়ার
বিষ্ণুপুর রেঞ্জে বৃহস্পতিবার শুভ্র মিত্রের তোলা ছবি।
|
|
পায়রার ঘরে সাপ ঢুকেছিল। পায়রাগুলোকে বাঁচাতে মরিয়া বারাসতের ন’পাড়ার বাসিন্দা সুভাষ সরকার সাপের
ভয়কে তোয়াক্কা না করে ওই ঘরে ঢুকে পড়েন। একটি পায়রাকে দাঁড়াশ সাপটি কামড়ে দেয়। কিন্তু অন্য
পায়রাগুলোকে
বাঁচাতে সাপটিকে হাত দিয়ে ধরে ফেলেন সুভাষ। সাপটি সুভাষের ডান হাতে কামড়েও দেয়। সেই
অবস্থায় সুভাষ সাপটিকে খাঁচায় পুড়ে সোজা চলে আসেন বারাসত হাসপাতালে। হাসপাতালে নিজের চিকিৎসা
করে সাপটিকে বন দতরের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেন। বারাসত হাসপাতালের সামনে দাঁড়িয়ে পেশায়
হকার সুভাষ বলেন, “পায়রাগুলোকে বাঁচাতে এতই মরিয়া ছিলাম যে সাপের ছোবলের কথাও
মনে পড়েনি।” ছবি তুলেছেন আর্যভট্ট খান। |
|
|
|
|
|