১০০ দিনের কাজ নিয়ে দুর্নীতির নালিশ |
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
১০০ দিনের কাজের প্রকল্পে ভুয়ো মাস্টাররোল, অপরিকল্পিত ভাবে নর্দমা সংস্কার, জবকার্ড না থাকা সত্ত্বেও মজুরদের নামে টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠল সিপিএম পরিচালিত নারায়ণপুর পঞ্চায়েতের বিরুদ্ধে। এলাকাবাসীর অভিযোগ, ২০১১-১২ আর্থিক বছরে নারায়ণপুর মৌজার কানটার পুকুর, হালদারগ্যড়া, বাবু পুকুরে প্রায় ৪ লক্ষ ৫৩ হাজার ৩৩২ টাকার মাটি কাটা হয়েছে। ওই কাজে মৃত ব্যক্তির নামে টাকা তোলা ছাড়াও, কয়েক জন মজুরের নামে টাকা তোলা হয়েছে যাঁদের জবকার্ড নেই। শুধু তাই নয়, এমন কয়েক জনের নামে টাকা তোলা হয়েছে, যাঁদের হিসেব বইয়েও টাকার পরিমাণ মিলছে না। অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান জয়দেব চৌধুরী। তাঁর পাল্টা দাবি, “কী কাজ করেছি, কী করিনিপ্রশাসন তদন্ত তো করে গিয়েছে। তাঁরা তো খারাপ রিপোর্ট দেননি।” ১০০ দিন প্রকল্পের জেলা আধিকারিক সুপ্রিয় অধিকারী বলেন, “নারায়ণপুর পঞ্চায়েত থেকে একটা অভিযোগ জমা পড়েছে। সংশ্লিষ্ট ব্লক অফিসকে তদন্ত করে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।” এলাকাবাসীর আরও অভিযোগ, নারায়ণপুর গ্রামের বাসস্ট্যান্ড সংলগ্ন একটি নর্দমা ৪ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে সংস্কার করা হচ্ছে, যা সম্পূর্ণ অপরিকল্পিত ও নিম্নমানের উপকরণ দেওয়া হচ্ছে। প্রধান বলেন, “অপরিকল্পিত কী পরিকল্পিত, পঞ্চায়েতের কাজ দেখাশোনার জন্য এক জন আধিকারিক আছেন। তিনি যেটা ভাল বুঝছেন সেটাই করছেন।”
|
রাস্তার বেহাল অবস্থা, ক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
পুরসভার উদ্যোগে রামপুরহাটের ঐতিহ্যবাহী চালধোয়ানি পুকুরের সংস্কার চলছে। তবে এই পুকুর সংস্কার করতে গিয়ে সমস্যায় পড়েছে পুরসভা। এই পুকুরের মাটি অন্যত্র ফেলতে হচ্ছে। বাসিন্দাদের ক্ষোভ, পুকুর সংলগ্ন ১৫ নম্বর ওয়ার্ডের মধ্য দিয়ে যাওয়া পাকা রাস্তার উপরে পাঁক মাটি পড়ে ওই রাস্তা কার্যত মাটির রাস্তায় পরিণত হয়েছে। বৃহস্পতিবার সকালে গিয়ে দেখা গেল, পুরসভার উদ্যোগে রাস্তার উপরে পড়ে থাকা মাটি গাঁইতি দিয়ে তুলে ফেলা হচ্ছে। এলাকাবাসীর দাবি, বর্ষার আগে ওই মাটি তোলা না হলে চলাচল করা দায় হয়ে পড়বে। পুরপ্রধান অশ্বিনী তিওয়ারি বলেন, “বড় কাজ চলছে। একটু তো অসুবিধা হচ্ছে। তবে চেষ্টা করা হবে বর্ষার আগে রাস্তার উপরে পড়ে থাকা মাটি তুলে ফেলার।” এ দিকে, এক বছর আগে শহরের কামারপট্টি মোড় থেকে ভাঁড়শালা মোড় পর্যন্ত তৈরি হওয়া রাস্তা ইতিমধ্যে খানাখন্দে বেহাল হয়ে পড়েছে। জায়গায় জায়গায় গর্তে জল জমে চলাচলকারী মানুষের ক্ষতি করছে। পুরপ্রধান অবশ্য বলেন, “রাস্তাটি ঢালাই করার পরিকল্পনা নেওয়া হয়েছে। খুব শীঘ্রই তা বস্তবায়িত হবে।”
|
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
রেলের সিগন্যালের অপটিক কেব্ল চুরির চেষ্টার অভিযোগে এক কিশোকে ধরে পুলিশের হাতে তুলে দিলেন বাসিন্দারা। তাঁদের দাবি, বৃহস্পতিবার সকালে রামপুরহাট হাসপাতালের চব্বিশ কোয়ার্টারের পাশের জঙ্গলে রাখা কেবলগুলি কাটতে দেখে এক জনের সন্দেহ হয়। ধরতে গেলে চার জন পালিয়ে যেতে সক্ষম হয়।
|
ইলামবাজার থানার গোপালনগরের একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের তিন ছাত্রকে মারধরের অভিযোগ উঠল। যদিও বৃহস্পতিবার থানায় অভিযোগ হয়নি। জখম ওই ছাত্রদের বর্ধমান মেডিক্যালে পাঠানো হয়েছে। |