টুকরো খবর
দুষ্কৃতী হামলায় গৃহকর্ত্রী খুন
ব্বিশ ঘণ্টার মধ্যে গুয়াহাটি মহানগরের তিনটি ব্যস্ত এলাকায় দুষ্কৃতীদের আক্রমণের ঘটনায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। দু’টি হামলার ঘটনা ঘটেছে আট ঘণ্টার মধ্যে। মারা গিয়েছেন এক মহিলা। জখম হয়েছেন দুই ব্যবসায়ী। প্রথম ঘটনাটি ঘটেছে কাল রাতে। পুলিশ জানায়, ফ্যান্সিবাজারে পুরনো কারাগারের কাছে মধুকুঞ্জ মলে রাজকুমার দুগার নামে এক ব্যক্তির বৈদ্যুতিন সরঞ্জামের দোকান রয়েছে। রাতে দোকান বন্ধ হওয়ার ঠিক আগে একদল দুষ্কৃতী দোকানে ঢুকে দুগারকে মারধর করে ক্যাশবাক্স থেকে দুই লক্ষ টাকা নিয়ে চম্পট দেয়। এলাকায় পুলিশ ও সিআরপির কড়া প্রহরা থাকলেও এই ঘটনায় কাউকে ধরতে পারেনি পুলিশ। দ্বিতীয় ঘটনা ঘটে আজ সকালে। শহরের মাছখোয়া এলাকায় বাসির আহমেদ নামে এক ব্যক্তির ঘরে ঢুকে পড়ে জনা সাতেক ডাকাত। বাসির ও বাড়ির পরিচারককে বেঁধে রেখে তারা লুঠপাঠ চালাচ্ছিল। তখনই বাসিরের স্ত্রী ইয়াসমিন বেগম চিৎকার জোড়েন ও। ডাকাতদের বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে ইয়াসমিন বেগমকে (৫৮) আঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বাড়ি থেকে বেশ কিছু নগদ টাকা ও গয়না নিয়ে ডাকাতরা পালায়। এই ঘটনাতেও পুলিশ রাত অবধি কাউকে গ্রেফতার করতে পারেনি। শহরের ফাটাশিল আমবাড়ি এলাকায় আজ সন্ধ্যায় ফের একটি সোনার দোকানে ডাকাতি হয়। ডাকাতদের গুলিতে জখম হন দীনদয়াল অগ্রবাল নামে দোকানের মালিক। পুলিশ তদন্তে নেমে, ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে এক কনস্টেবলকে আটক করেছে। তবে, তদন্তের স্বার্থে তার নাম জানানো হয়নি। গত বারো ঘণ্টার মধ্যে ঘটা তিনটি ডাকাতির ঘটনার কোনটিতে সে জড়িত তা নিয়েও মুখ খোলেনি গুয়াহাটি পুলিশ।

গ্রামীণ সড়কে অর্ধেক খরচ দিতে প্রস্তাব, নারাজ রাজ্য
প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা প্রকল্পে এত দিন পুরো টাকাই দিচ্ছিল কেন্দ্রীয় সরকার। তারা চায়, এ বার থেকে ওই প্রকল্পের অর্ধেক খরচ জোগান দিক রাজ্য সরকারই। সম্প্রতি সব রাজ্যের কাছেই এই প্রস্তাব-সহ চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অবশ্য এই প্রস্তাব ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে। মঙ্গলবার মহাকরণে এ কথা জানান পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তিনি বলেন, “আমার ধারণা, শুধু পশ্চিমবঙ্গ নয়, কোনও রাজ্যই এই প্রস্তাব মেনে নেবে না।” এখন প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার প্রথম পর্বের কাজ চলছে। এই পর্বে প্রথম থেকেই প্রকল্পের পুরো অর্থ জোগায় কেন্দ্র। দ্বিতীয় পর্বের কাজ শুরু করার আগে রাজ্যগুলির মতামত জানতে চেয়ে চিঠি পাঠিয়েছে কেন্দ্র। সেই চিঠিতেই প্রকল্পের অর্ধেক খরচ রাজ্যকে বহন করার প্রস্তাব দেওয়া হয়েছে। অন্যান্য প্রকল্পের মতো এ ক্ষেত্রেও রাজ্য সরকারের সবিস্তার প্রকল্প রিপোর্টের ভিত্তিতেই অর্থ অনুমোদন করে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। সেই অনুযায়ী চলতি আর্থিক বছরের অক্টোবরের মধ্যে প্রায় ১০ হাজার কিলোমিটার গ্রামীণ সড়কের ব্যাপারে সবিস্তার প্রকল্প রিপোর্ট জমা দেওয়ার কথা রাজ্য সরকারের। রাজ্যের পঞ্চায়েত দফতরের এক কর্তার কথায়, “আপাতত আমরা নতুন প্রকল্পের রিপোর্টও পুরনো নিয়মেই পাঠাব। এ ক্ষেত্রে কোনও অসুবিধে হবে না বলে আশা করা হচ্ছে। তবে অর্ধেক খরচ জোগানোর কেন্দ্রীয় প্রস্তাব মেনে নেওয়া হলে দ্বিতীয় ধাপে রাস্তা মেরামতি এবং নতুন রাস্তা তৈরির ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে।”

পঞ্চায়েত প্রধান গুলিতে খুন গঞ্জামে
ওড়িশার গঞ্জাম জেলার ভঞ্জনগরে কাল রাতে দুষ্কৃতীদের গুলি ও বোমায় মৃত্যু ঘটেছে গ্রাম পঞ্চায়েত প্রধান-সহ দু’জনের। ভঞ্জনগর গঞ্জামের মহকুমা সদর শহর। পুলিশ জানায়, নিহতেরা হলেন খৈরাপুটি গ্রাম পঞ্চায়েতের প্রধান তিলক বিষয়ী (৩৫) এবং পীতবাস জেনা (৩০)। ভঞ্জনগরের এসডিপিও এস সি জমাদার আজ জানান, গ্রামের একজনকে শহরের হাসপাতালে ভর্তি করাতে এসেছিলেন তিলকবাবু ও তাঁর সঙ্গী পীতবাস। তখন বেশ রাত হয়ে গিয়েছে। একটি ফাস্ট ফুড সেন্টারের সামনে দাঁড়িয়েছিলেন দু’জন। হঠাৎই জনা ছয়েক অজ্ঞাতপরিচয় সশস্ত্র দুষ্কৃতী তাঁদের ঘিরে ধরে। তারা গুলি চালায় ও বোমা ছোড়ে। পঞ্চায়েত প্রধান ঘটনাস্থলেই মারা যান। তাঁর সঙ্গী পীতবাসকে জখম অবস্থায় এমকেসিজি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁর মৃত্যু ঘটে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই হত্যাকাণ্ডের পিছনে কোনও রাজনৈতিক কারণ নেই। পুরনো ব্যক্তিগত কোনও শত্রুতার জেরেই খুন হয়েছেন তিলক বিষয়ী।

বৃদ্ধের সোনার হার উদ্ধার করল কিশোর
অশীতিপর বৃদ্ধের ছিনতাই হওয়া প্রায় ৬০০০০ টাকা মূল্যের সোনার চেন উদ্ধার করল এক কিশোর। এবং একই সঙ্গে হাতেনাতে ধরল ছিনতাইকারীকেও। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের মারভে রোডের এক আবাসনের সামনে। পুলিশ সূত্রের খবর, ৯৪ বছরের বিপিন শাহ মারভে রোডের ওই আবাসনেরই বাসিন্দা। আবাসনে ঢোকার সময়ে আচমকাই তাঁর গলা থেকে দু’টি সোনার চেন ছিনতাই করে সতীশ রুমাভ নামে এক ব্যক্তি। ঘটনার সময়ে পাশ দিয়েই সাইকেল চালাচ্ছিল বছর পনেরোর কৃশ শাহ। সেই অবস্থাতেই সে তাড়া করে সতীশকে। সতীশ তখন একটি অটো রিকশায় চড়ে পড়েছে। এবং কিছু ক্ষণ পরপরই কৃশকে বিভ্রান্ত করার জন্য একের পর এক অটো বদলে যাচ্ছে। অবশেষে প্রায় এক কিলোমিটার টানা ধাওয়া করে সতীশকে মালাডেরই একটি হোটেলে ধরে ফেলে কৃশ। উদ্ধার হয় চেন। ছিনতাইকারীকে পুলিশের হাতে তুলেও দেয় সে। এই পুরো ঘটনায় প্রথমে ঘাবড়ে গেলেও পরে যথেষ্ট গর্বিত তিনি।

গণ্ডকে নৌকা উল্টে মৃত দুই, নিখোঁজ তিন
বিহারে গণ্ডক নদীতে আজ একটি নৌকা ডুবে গেলে অন্তত দু’জনের মৃত্যু ঘটেছে। নৌকাটিতে জনা চল্লিশ যাত্রী ছিলেন। অনেকেই সাঁতার কেটে পাড়ে উঠে পড়েন। পুলিশ জানায়, রাত অবধি তল্লাশি চালিয়ে উদ্ধারকারীরা দু’টি দেহ তুলে এনেছেন। মৃতদের নাম গীতা দেবী (৪২) ও সঙ্গীতা কুমারী (১২)। দুর্ঘটনাটি ঘটে আজ সকালে বাগাহা জেলার কৈলাসনগর গ্রামের কাছে নারায়াণপুর ঘাটে। এখনও তিনজন নিখোঁজ। পুলিশ জানায়, নৌকোটি জলের মধ্যে একটি পরিত্যক্ত পোস্টে ধাক্কা খেয়ে উল্টে যায়। রাত পর্যন্ত সন্ধান মেলেনি মহাতম শা (৪০), ছাটি কুমারী (১২) ও জ্যোতি খাতুনের (১২)। এসডিপিও হরিশঙ্কর কুমার বলেন, “মৃতদের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে দেড় লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।”

নীতীশের রাগ কমাতে আসরে সুশীল মোদী
নীতীশ কুমারের রোষ থেকে গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাঁচাতে এগিয়ে এলেন তাঁর রাজনৈতিক সহকর্মী তথা নীতীশের উপ-মুখ্যমন্ত্রী সুশীল মোদী। বিহারের আর্থিক উন্নয়নে সেখানকার রাজনৈতিক নেতাদের জাতপাতের রাজনীতিই প্রধান বাধা— এমন মন্তব্য করে নীতীশের সমালোচনার মুখে পড়েন নরেন্দ্র মোদী। আজ বিহারের বিজেপি নেতা তথা উপ-মুখ্যমন্ত্রী সুশীল মোদী নরেন্দ্র মোদীকে আড়াল করতে বলেন, “গুজরাতের মুখ্যমন্ত্রীর বক্তৃতার সিডি আনিয়েছি। তিনি আমাদের সরকারের বিরুদ্ধে কিছু বলেননি। বিহারে লালুর জমানার সমালোচনা করতে গিয়েই তিনি ওই মন্তব্য করেন।” গত কাল নরেন্দ্রর নাম না করে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেন, “নিজের দলের মধ্যে ও জনজীবনে নিজের অবস্থান সম্পর্কে প্রত্যেকেরই সম্যক জ্ঞান থাকা উচিত। যাঁদের আছে তাঁরা অন্যের ছিদ্র খুঁজতে যান না।” আজ সুশীল মোদীর বক্তব্য, “লালুপ্রসাদ বিহারের বিকাশ নিয়ে ভাবেননি। তাঁর আমলে জাতপাতের রাজনীতি বেশি হয়েছে।” উপ-মুখ্যমন্ত্রীর সাফাই, “আমরা জাতপাতের রাজনীতি করছি না বলেই মানুষ আমাদের এত ভোট দিয়েছেন।” গুজরাতের প্রসঙ্গ টেনে সুশীল বলেন, “গুজরাতের সঙ্গে বিহারের তুলনা করা ঠিক না। ওই রাজ্য অনেক উন্নত। গুজরাতের কিছু লোক জাতপাতের রাজনীতি করছে। সেই কথা বলতে গিয়েই মোদী বিহারের প্রসঙ্গ টেনেছিলেন।”

দলিতের নাক কেটে শাস্তি
তাঁর অপরাধ তিনি দলিত হয়েও মোটরসাইকেল চালানোর মতো ‘গুরুতর অপরাধ’ করেছিলেন। আর সেই কারণেই ৩১ বছরের প্রকাশ জাতভের নাক কেটে ‘শাস্তি’ দিলেন গ্রামের উচ্চবর্ণের লোকেরা। এখন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন প্রকাশ। তাঁর পরিবারের তরফে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে, দলিত হয়েও প্রকাশের উন্নতিতে গ্রামের উচ্চবর্ণেরা অখুশি ছিলেন। শুধু তাই নয়, কথায় কথায় প্রকাশের সঙ্গে ঝগড়াও বাধাতেন তাঁরা। মোটর সাইকেলে গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময়ে ১২ জন গ্রামবাসী প্রকাশের উপরে চড়াও হন। কিল, চড়, লাথি, ঘুঁষি বাদ যায়নি কিছুই। তার পরে ছুরি দিয়ে প্রকাশের নাক কেটে পালায় তাঁরা। পুলিশ ৩ অভিযুক্তকে গ্রেফতার করেছে। ন’জন এখনও পলাতক।

বিমানযাত্রীকে লক্ষ টাকা ক্ষতিপূরণ
দিল্লি থেকে মালয়েশিয়া যাওয়ার পথে ফারাহ মেটার ব্যাগ হারিয়ে ফেলেছিল মালয়েশিয়া এয়ারলাইন্স। তার ক্ষতিপূরণ হিসেবে ওই বিমান সংস্থাকে এক লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দিল দিল্লির জেলা ক্রেতা সুরক্ষা আদালত। বন্ধুর বিয়েতে যাওয়ার জন্য ২০০৮ সালের ৭ মার্চ দিল্লি থেকে মালয়েশিয়া যাওয়ার বিমানে ওঠেন মুম্বইয়ের বাসিন্দা ফারাহ। তখনই খোয়া যায় তাঁর ব্যাগটি। ভারতে ফিরে অভিযোগ জানিয়েও লাভ হয়নি। বিমান সংস্থাটি তাঁকে ১৬ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব দিলে অপমানিত ফারাহ ক্রেতা সুরক্ষা আদালতের দ্বারস্থ হন। আজ আদালত বলে, ব্যাগটি হারানোর ফলে অভিযোগকারীর গোটা সফরটিই মাটি হয়ে যায়। কারণ তাঁর বিয়েবাড়িতে পরার জন্য আনা জামাকাপড়, গয়নাগাটি সবই খোয়া যায়।

ঘুষ নিতে গিয়ে ধৃত রাজস্ব কর্মী
জমির মিউটেশন করিয়ে দেওয়ার বিনিময়ে ঘুষ নিতে গিয়ে আজ ভিজিল্যান্স গোয়েন্দাদের হাতে ধরা পড়লেন বিহারে ভূমি-রাজস্ব দফতরের এক কর্মী। ধৃত ওই কর্মীর নাম উমেশ প্রসাদ। তিনি বেতিয়া জেলার যোগাপট্টি সার্কেলের কর্মী। এডিজি ভিজিল্যান্স পি কে ঠাকুর জানান, উমেশ প্রসাদ জমির মিউটেশন করিয়ে দেওয়ার বিনিময়ে নসরুল্লা আনসারি নামে এক ব্যক্তির কাছ থেকে ১০ হাজার টাকা ঘুষ চেয়েছিলেন। নসরুল্লা বিষয়টি পুলিশকে জানালে ফাঁদ পাতেন ভিজিল্যান্স দফতরের অফিসারেরা। আজ অফিসে বসেই ওই ঘুষের টাকা নেওয়ার সময় উমেশকে হাতেনাতে ধরা হয়।

প্রহৃত প্রবাসী ব্যবসায়ী
রাস্তায় দুই গাড়িচালকের মধ্যে ঝামেলা হচ্ছে দেখে থামাতে গিয়েছিলেন এক প্রবাসী ভারতীয় ব্যবসায়ী। ঝামেলা তো থামলই না, বরং এক চালকের বেসবল ব্যাটের আঘাতে গুরুতর জখম হয়ে নার্সিংহোমের আইসিইউ-তে ভর্তি হলেন সঞ্জয় জয়সোয়াল নামে ওই হিরে ব্যবসায়ী। সম্প্রতি, ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের বান্দ্রা-কুর্লা রোডে। চিকিৎসকেরা জানিয়েছেন, সঞ্জয়ের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। তাঁর খুলিতে চিড় ধরেছে। এই ঘটনায় হত্যার চেষ্টার অভিযোগে ইন্দ্রজিৎ সবন্ত নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, ঘটনার সময় অভিযুক্ত মদ্যপ অবস্থায় ছিলেন।

ব্রহ্মেশ্বরের শ্রাদ্ধানুষ্ঠানে অগ্নিকাণ্ড
রণবীর সেনা প্রধান ব্রহ্মেশ্বর মুখিয়ার মৃত্যু হয়েছিল অপঘাতে, আততায়ীর গুলিতে। মৃত্যুর পর তাঁর শ্রাদ্ধানুষ্ঠানেও আজ ঘটল অঘটন। শ্রাদ্ধানুষ্ঠান উপলক্ষে আগত আমন্ত্রিতদের জন্য ঢালাও ভোজের আয়োজন চলছিল ভোজপুরের খোপিরা গ্রামে। সামিয়ানা খাটিয়ে যেখানে রান্নার ব্যবস্থা করা হয় সেখানে আজ বড় রকমের আগুন লাগে। পরের পর ফাটতে থাকে একটির পর একটি এলপিজি সিলিন্ডার। গোটা চত্বরটিই দাউ দাউ করে জ্বলতে থাকে। ডিএসপি জি এম কুমার জানান, বেশ কয়েক ডজন রান্নার গ্যাসের সিলিন্ডার আনা হয়েছিল। আগুনের উত্তাপে সেগুলি ফাটতে থাকলে পরিস্থিতি ঘোরালো হয়ে ওঠে। আগুনের মোকাবিলা করতে হিমসিম খান দমকলকর্মীরা। পরে আরও দমকলের গাড়ি এনে আগুনের মোকাবিলা করা হয়।

মাসে রোজগার ৯০ হাজার হলে ‘গরিব’ পার্সি
যোজনা কমিশনের হিসেব অনুযায়ী যদি কোনও ভারতীয় দৈনিক ৩২ টাকা রোজগার পারেন, তবে আর তাঁকে ‘গরিব’ বলা চলে না। কিন্তু পার্সিরা মনে করেন তাঁদের সম্প্রদায়ের কোনও লোক মাসে ৯০ হাজার টাকা রোজগার করলেও সে ‘গরিব’। ‘বম্বে পার্সি পঞ্চায়েত’-এর কর্তারা বম্বে হাইকোর্টকে নিজেদের হিসেবে ‘গরিব’-এর সংজ্ঞা দিতে গিয়ে এমনই জানিয়েছেন। মুম্বইয়ের পার্সি সম্প্রদায়ভুক্ত প্রায় ৪৫ হাজার মানুষের জন্য ৫ হাজার বাড়ি ভর্তুকি-দরে ভাড়া দেওয়া হয়। পঞ্চায়েতের তরফে বলা হয়েছে, শুধুমাত্র মাসে ৯০ হাজার টাকা পর্যন্ত রোজগেরে কোনও পার্সিই ‘গরিব’ হিসেবে মুম্বইয়ে ভর্তুকি দেওয়া আবাসনগুলি পাওয়ার জন্য আবেদন করতে পারেন। এর আগে মাসে ৫০ হাজার টাকা রোজগেরেদের ‘গরিব’ হিসেবে চিহ্নিত করতেন পার্সিরা। এ বার তার মাত্রা বাড়ল।

কারখানায় থলিতে কোটি কোটি টাকা
কর্নাটকের খনি-এলাকা বল্লারির একটি প্লাইউড কারখানা থেকে টাকাভর্তি ৩০০টি থলি উদ্ধার করল রাজ্য পুলিশ। কারখানার মালিক পুলিশকে জানিয়েছেন কয়েক মাস আগে ইনদওরের একটি সংস্থার কাজের বরাত পেয়েছিলেন তিনি। তখন বিভিন্ন জিনিসের সঙ্গে ওই থলিগুলি আসে। এ সম্পর্কে বিশেষ কিছুই তিনি জানেন না। ইনদওরের সেই সংস্থার ব্যাপারে খোঁজখবর নিতে রওনা দিয়েছে পুলিশ। ঠিক কত টাকা ব্যাগগুলির মধ্যে রয়েছে তা এখনও নিশ্চিত জানে না পুলিশও। প্রাথমিক তদন্তে অনুমান, কয়েক কোটি টাকা দলা পাকিয়ে রাখা হয়েছিল থলিগুলিতে।

এইচআইভি ধর্ষক ‘খুনি’ নয়: কোর্ট
বিশেষ আইনের অভাবেই এইচআইভি পজিটিভ ধর্ষণকারীকে খুনের চেষ্টার অভিযোগে জড়ানো সম্ভব নয় বলে জানাল আদালত। সৎ-মেয়েকে ধর্ষণে অভিযুক্ত এক ব্যক্তির বিচার প্রসঙ্গে দিল্লি আদালতের অতিরিক্ত দায়রা বিচারক কামিনী লাউ জানান, ওই ভাইরাস শরীরে প্রবেশ করলে যে ১৫ বছরের সৎ মেয়ের মৃত্যু হতে পারে, এ কথা ভাল মতোই জানতেন অভিযুক্ত। সুতরাং মেয়ের মৃত্যু হলে অভিযুক্তেরই দায়ী থাকার কথা। কিন্তু এমন আইন না থাকার কারণেই খুনের অভিযোগ আনা সম্ভব নয়।

হাইকোর্টের দ্বারস্থ হলেন নিত্যানন্দ
অবশেষে কর্নাটক হাইকোর্টে আবেদন জানালেন ধর্ষণ ও যৌন হেনস্থায় অভিযুক্ত ধর্মগুরু নিত্যানন্দ। গত কাল থেকেই তাঁকে খুঁজছে পুলিশ। নিত্যানন্দের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উদ্যোগী হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী সদানন্দ গৌড়া। তবে এখনও তাঁর খোঁজ পাওয়া যায়নি। আজ হাইকোর্টে নিত্যানন্দের বিরুদ্ধে অভিযোগ খারিজ করার আর্জি জানান তাঁর আইনজীবীরা।

টেম্পো-ট্রেনের ধাক্কা
প্রহরী বিহীন রেলগেট পার হওয়ার সময়ে ধুবুরি-শিলিগুড়ি ডাউন ইন্টারসিটি ট্রেনের ধাক্কায় জখম হলেন টেম্পোর চালক। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে অসমের ধুবুরি জেলার গৌরীপুর থানার বালাজান বাজারের কাছে। জখম চালককে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ধাক্কায় টেম্পোটি দুমড়ে মুচড়ে গিয়েছে।

১৩ বছরের দাদার হাতে ধর্ষিতা বোন
মাঠে নিয়ে গিয়ে আট বছরের ছোট বোনকে ধর্ষণ করল তারই দূর সম্পর্কের দাদা এবং তার এক বন্ধু। দু’জনেরই বয়স ১৩ বছর। জানাজানি হওয়ার পর মেয়েটির বাড়ির লোক পুলিশের কাছে অভিযোগ জানায়। অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.