টুকরো খবর
হাওড়া স্টেশন থেকে ‘নিখোঁজ’ বধূ
সদ্য-বিবাহিতা স্ত্রীকে প্ল্যাটফর্মে অপেক্ষা করতে বলে খাবার কিনতে গিয়েছিলেন স্বামী। মিনিট কুড়ি পরে ফিরে দেখেন, মালপত্র-গয়না রয়েছে, কিন্তু স্ত্রী নিখোঁজ। অনেক খুঁজেও তাঁর সন্ধান মেলেনি। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের ২০ নম্বর প্ল্যাটফর্মে। রেলপুলিশ জানায়, যাঁর স্ত্রী নিখোঁজ হয়েছেন তিনি কর্নাটকের হসপেড স্টেশনের সহযোগী স্টেশনমাস্টার হিতেশকুমার ঘোষ। বাড়ি বিহারে। দিন দশেক আগে ভাগলপুরের বাসিন্দা রিচা ঘোষের সঙ্গে তাঁর বিয়ে হয়। হাওড়া স্টেশনে ওই ঘটনার পরে হাওড়া জিআরপি থানায় নিখোঁজ ডায়েরি করেন হিতেশবাবু।মঙ্গলবার হিতেশবাবু জানান, সোমবার জসিডি থেকে পূর্বা এক্সপ্রেসে সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ তাঁরা হাওড়ায় পৌঁছন। সেখান থেকে রাত ১১টা ৩৫ মিনিটের অমরাবতী এক্সপ্রেস ধরে তাঁদের হসপেড যাওয়ার কথা ছিল। তাঁরা ২০ নম্বর প্ল্যাটফর্মের ১১ নম্বর স্তম্ভের কাছে বসেছিলেন। হিতেশবাবু বলেন, “রাত সাড়ে ৮ টা নাগাদ রিচা আমাকে খাবার কিনে আনতে বলে। ফুড প্লাজা থেকে খাবার কিনে ফিরে এসে দেখি, সমস্ত ব্যাগ ও মালপত্র রয়েছে। এমনকী, গয়নার ব্যাগটাও পড়ে রয়েছে। কিন্তু রিচা নেই। ওর সঙ্গের ছোট ব্যাগটিও নেই।” স্ত্রীকে দেখতে না পেয়ে তাঁর মোবাইলে বারবার ফোন করেন হিতেশ। কিন্তু মোবাইলটিও বন্ধ ছিল। হাওড়ার রেলপুলিশ সুপার মিলনকান্ত দাস বলেন, “আমরা ওই মহিলার খোঁজ শুরু করেছি। স্টেশনের সিসিটিভিও দেখা হচ্ছে। ঠিক কী ঘটেছে, তা এখনই বলা যাবে না।”

মহেশ্বরীদের অফিসে ফের গোয়েন্দা হানা
রাজ্যসভার প্রাক্তন সিপিএম সদস্যা সরলা মহেশ্বরীর স্বামী অরুণ মহেশ্বরী এবং তাঁর জামাই অমিতাভ কেজরিওয়ালের সল্টলেকের অফিসে মঙ্গলবারেও তল্লাশি চালায় সিআইডি। ডিআইজি (সিআইডি) বিনীত গোয়েল জানান, এ দিন ওই অফিস থেকে ‘শিমার ল্যান্ড অ্যান্ড কমার্শিয়াল প্রাইভেট লিমিটেড’ নামে একটি সংস্থার নথিপত্র বাজেয়াপ্ত করা হয়। গোটা তল্লাশি অভিযানের ছবিই ভিডিও-য় তুলে রাখা হয়েছে বলে সিআইডি সূত্রের খবর। ওই অফিসের উপরের তলায় আরও কয়েকটি সংস্থার কাজ হত বলে গোয়েন্দারা জানিয়েছেন। সোমবারেও ওই অফিসে তল্লাশি চালায় সিআইডি। শঙ্কর ভট্টাচার্য নামে অরুণ মহেশ্বরীর এক প্রাক্তন কর্মচারী গত শুক্রবার বিধাননগর (উত্তর) থানায় সংস্থা-কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছিলেন। তাঁর অভিযোগ, তাঁকে দিয়ে সাদা কাগজে সই করিয়ে নিয়ে জমি কেনাবেচার জন্যই ওই সংস্থা খোলা হয়েছিল। ডিআইজি (সিআইডি) জানান, বাজেয়াপ্ত করা নথিপত্রের স্বাক্ষর ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। ধৃত অরুণ মহেশ্বরী এবং অমিতাভ কেজরিওয়ালকে দফায় দফায় জেরা করা হচ্ছে।

ক্ষোভের মুখে মন্ত্রী
জমা রাখা টাকা ফেরত ও ব্যাঙ্ক খোলার দাবিতে মঙ্গলবার রাজ্যের কৃষি-বিপণন মন্ত্রী অরূপ রায়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখান একটি সমবায় ব্যাঙ্কের গ্রাহক ও কর্মীরা। সাহায্যের আশ্বাস পেয়ে তা ওঠে। লাগামছাড়া দুর্নীতি ও প্রায় ৪০ কোটি টাকা ঋণ অনাদায়ী হওয়ায় রামকৃষ্ণপুর সমবায় ব্যাঙ্কটি দেড় বছর আগে বন্ধ হয়ে যায়। অভিযোগ, ভোটের আগে মন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন জিতলে তাঁর প্রথম কাজ হবে ওই ব্যাঙ্ক খোলা। কিন্তু কিছুই করেননি। যদিও অরূপবাবুর বক্তব্য, ব্যাঙ্কটি খোলার ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগী হয়েছিলেন। রিজার্ভ ব্যাঙ্ক রাজ্যকে ৫০ কোটি টাকা জমা রাখতে বলেছিল। কিন্তু রাজ্যের আর্থিক দুরবস্থায় তা সম্ভব হয়নি। এর পরেই এক গ্রাহকের করা মামলার প্রেক্ষিতে আদালত ব্যাঙ্কটিকে লিকুইডিশনে পাঠানোর নির্দেশ দেয়। এ দিন দুর্নীতির অভিযোগে গ্রাহকেরা ব্যাঙ্কের ১২ জন পরিচালন সদস্যের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেন।

খালপাড় সাজাতে
যৌথ উদ্যোগে কেষ্টপুর খাল ও টালি নালার পাড় সৌন্দর্যায়নের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এক বৈঠকে ওই সিদ্ধান্ত হয়। মুখ্যমন্ত্রী মুখ্যসচিব সমর ঘোষকে রূপরেখা তৈরির দায়িত্ব দিয়েছেন। সেচমন্ত্রী মানস ভুঁইয়া এই খবর জানিয়ে বলেন, ওই বৈঠকে বেসরকারি সংস্থার পক্ষে হাজির ছিলেন সত্যম রায়চৌধুরী ও গৌতম রায়চৌধুরী। মন্ত্রী জানান, টালি নালার পাড় সৌন্দর্যায়নের দায়িত্ব পাবে কলকাতা পুরসভা। কেষ্টপুর খালের পাড় সৌন্দর্যায়নের দায়িত্ব পাবে সেচ দফতর। তিনি আরও বলেন, শহরের নিকাশি খালগুলি সংস্কারের পাশাপাশি বিদ্যাধরী ও ইছামতী সংস্কারেরও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। শীঘ্রই বেলেঘাটা ও বাগজোলা খাল সংস্কারও শুরু করবে সেচ দফতর।

জখম ডাব বিক্রেতা
ডাব-বিক্রেতার দা কেড়ে নিয়ে তাঁকেই কোপালো এক যুবক। মঙ্গলবার, হাইকোর্টের উত্তর দিকের গেটের সামনে। পুলিশ জানায়, সেখানে ডাব বিক্রি করছিলেন রামপবিত্র সিংহ। ঘটনার পরে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। পুলিশ ওই যুবককে গ্রেফতার করে। রামপবিত্রবাবু পিজিতে ভর্তি। হাসপাতাল সূত্রে খবর, তাঁর অবস্থা আশঙ্কাজনক।

বন্ধুর ই-মেল হ্যাক
উচ্চশিক্ষার জন্য সহপাঠীর বিদেশযাত্রা রুখতে তাঁর ই-মেল ‘হ্যাক’ করলেন এক যুবক। ভণ্ডুল হয়ে গেল তাঁর সহপাঠীর বিদেশে পি এইচ ডি করার স্বপ্ন। ই-মেল ‘হ্যাক’ করে ওই বিশ্ববিদ্যালয়ে ভুয়ো চিঠি পাঠানোর অভিযোগে সোমবার রাতে ওই যুবক গ্রেফতার হন। যুগ্ম কমিশনার (অপরাধ দমন) পল্লবকান্তি ঘোষ মঙ্গলবার জানান, ধৃতের নাম সৌম্যতনু মুখোপাধ্যায়। মঙ্গলবারই জামিন পান তিনি। যাঁর ই মেল তিনি হ্যাক করেছিলেন, তাঁর নাম অগ্নিরূপ সরকার।

ছাত্রের দেহ উদ্ধার
যাদবপুরের বিজয়গড়ে একটি ভাড়াবাড়িতে বন্ধ ঘরের দরজা ভেঙে ভিন্ রাজ্যের এক ছাত্রের পচাগলা দেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, মৃতের নাম শমিতকুমার রাই (২৪)। তাঁর বাড়ি সিকিমে। কলকাতায় রবীন্দ্র সদন এলাকায় একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্র ছিলেন তিনি। বিজয়গড় এলাকার ভাড়াবাড়িতে দুই বন্ধুর সঙ্গে থাকতেন শমিত। কয়েক দিন আগে তাঁর দুই বন্ধু গরমের ছুটিতে সিকিমে নিজেদের বাড়িতে ফিরে যান। মঙ্গলবার ওই ঘর থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেন পড়শিরা।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.