এলাকায় কেন লোডশেডিং হয়েছে, তার ‘জবাবদিহি’ চাইতে সোমবার গভীর রাতে কংগ্রেস কাউন্সিলর মালা রায়ের বাড়িতে হামলা চালাল একদল দুষ্কৃতী। ‘তৃণমূল-আশ্রিত’ হামলাকারীরা তাঁর বাড়ির সদর দরজা ভাঙচুরের চেষ্টা করে বলে মঙ্গলবার পুলিশের কাছে মালাদেবী লিখিত অভিযোগ জানান। সোমবার মৌখিক অভিযোগ পেয়ে পুলিশ এসে হামলাকারীদের নিরস্ত করে। এই ঘটনার সঙ্গে তাদের যোগাযোগ অবশ্য অস্বীকার করেছে তৃণমূল।
মালাদেবীর অভিযোগ, সোমবার রাতে তাঁর বাড়ির পাশের বস্তিতে একটি পুজোর অনুষ্ঠান চলছিল। রাত ১টা নাগাদ সেখানে লোডশেডিং হয়। তার পরে স্থানীয় কয়েক জন তৃণমূলকর্মী শ’দেড়েক দুষ্কৃতী নিয়ে তাঁর শ্যামাপ্রসাদ মুখার্জি রোডের বাড়িতে চড়াও হন। তাঁর কথায়, “আমার বাড়িতে কী ভাবে আলো আছে, ওরা জানতে চান। বলতে থাকেন, ওঁদের অনুষ্ঠান বন্ধ করতেই আমি লোডশেডিং করিয়েছি। অশ্রাব্য গালিগালাজও দেন। বাড়ির দরজা ভাঙার চেষ্টা করা হয়।”
মালাদেবীর অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দক্ষিণ কলকাতা জেলা সভাপতি ও কলকাতা পুরসভার চেয়ারম্যান সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায় বলেন, “এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস যুক্ত নয়। কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এমন ঘটেছে।”
বাড়িতে ছেলেমেয়েদের নিয়ে একাই ছিলেন মালাদেবী। স্বামী প্রাক্তন কংগ্রেস বিধায়ক নির্বেদ রায় মালদহে ছিলেন। এই ঘটনার পরে আতঙ্কিত মালাদেবী টালিগঞ্জ থানায় খবর দেন। কিন্তু অনেক পরে পুলিশ আসে বলে তাঁর অভিযোগ। পরে মালাদেবী বলেন, “১৮ বছর ধরে আমি ৮৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। কখনও এমন ঘটেনি। এলাকার বাসিন্দারাও আতঙ্কিত।” দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস সভাপতি মালাদেবীর প্রশ্ন, “জনপ্রতিনিধিদের উপরেই এমন হামলা হলে স্থানীয় মানুষের নিরাপত্তা কোথায়? আমার ছেলেমেয়েরাও ভয় পেয়েছে।” তবে কাউন্সিলরের বাড়ির দরজায় কারা ধাক্কা মেরেছে, তা জানা নেই বলে পুলিশের দাবি। ডিসি (দক্ষিণ) দেবেন্দ্রপ্রতাপ সিংহ বলেন, “মালাদেবীর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।” পুলিশি ‘নিষ্ক্রিয়তা’র পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে লিখিত আবেদন জানান প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য। তাঁর একই আর্জি স্বরাষ্ট্রসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়ের কাছেও।
মঙ্গলবার ৮৮ নম্বর ওয়ার্ডে প্রতিবাদ-মিছিল করে জেলা কংগ্রেস। দিন কয়েকের মধ্যে দক্ষিণ কলকাতায় প্রতিবাদ-সভাও করবে কংগ্রেস। |