রেলে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে আসানসোল জিআরপি থানার পুলিশ। মঙ্গলবার সকালে আসানসোলের দুটি পৃথক জায়গা থেকে বিজয় কুমার ও রঞ্জিত সিংহ নামে ওই দুই প্রতারককে ধরা হয়। জানা গিয়েছে, তাঁরা বিহারের পটনার বাসিন্দা।
আসানসোল জিআরপি থানা সূত্রে জানা গিয়েছে, এ দিন আসানসোলের বাসিন্দা ধনঞ্জয় সিংহ ও অরবিন্দ তিওয়ারি রেলের টিটি পদের নিয়োগ পত্র নিয়ে আসানসোল স্টেশনে আসেন। সেখানে কর্মরত কয়েকজন রেল কর্মীকে ওই নিয়োগ পত্র দেখাতেই তাঁরা বোঝেন নিয়োগ পত্রগুলি জাল। এরপর ওই দুই যুবককে নিয়ে যাওয়া হয় জিআরপি থানায়। তখন তাঁদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, দুই প্রতারক টাকার বিনিময়ে তাঁদের ওই নিয়োগ পত্রগুলি দিয়েছে। তাঁদের অভিযোগের ভিত্তিতেই পুলিশ এ দিন আসানসোল স্টেশন লাগোয়া একটি হোটেল থেকে প্রথমে বিজয় কুমারকে ধরে। পরে তাঁকে জেরা করে সঙ্গী রঞ্জিত সিংহকে আসানসোলের একটি খাবারের দোকান থেকে গ্রেফতার করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জেনেছে, ওই চক্রের আরও দুই পাণ্ডা দুর্গাপুর ও রানিগঞ্জে জাল বিস্তার করেছে। তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
|
পূর্ব রেলের আসানসোল ডিভিশন পন্য পরিবহণের ক্ষেত্রে রেকর্ড পরিমাণ মাসুল আয় করেছে গত মে মাসে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ১৪১ কোটি টাকার মাসুল আয় হয়েছে, গত বছরের তুলনায় যা প্রায় ৩৫ শতাংশ বেশি। আসানসোলের ডিআরএম জগদানন্দ ঝা জানিয়েছেন, পণ্য পরিবহণের ক্ষেত্রে রেলের কর্মীরা বাড়তি বিশ্বাস অর্জন করায় রেলে পণ্য পরিবহণ অনেকটাই বেড়েছে।
|
ফরিদপুর (লাউদোহা) থানার প্রতাপপুর গ্রামে একটি বাড়ি থেকে মঙ্গলবার বিকেলে যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। পুলিশ জানায়, মৃতের নাম সন্তু ধীবর (২৮)। বাড়ি কাঁকসার কুলডিহায়। মৃতার পরিচয় জানা যায়নি। স্থানীয় সূত্রে খবর, দিন দু’য়েক আগে বাড়ির মালিক মধু বাগদি সপরিবারে এক আত্মীয়ের বাড়ি যান। বাড়ি দেখভালের দায়িত্বে ছিলেন আত্মীয় সন্তু। মঙ্গলবার ফিরে তাঁরা সন্তু ও ওই মহিলার ঝুলন্ত দেহ দেখেন।
|
সীলতা ইনস্টিটিউশনের উদ্যোগে চিত্তরঞ্জন রবীন্দ্র মঞ্চে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হল। কল্যান সেন বরাট নির্দেশিত আরব্য রজনী অবলম্বনে আলীবাবা নৃত্যনাট্যটি সকলের দৃষ্টি আকর্ষণ করে। |