টুকরো খবর |
সদলবল দলবদল |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
কয়েকশো কর্মী সমর্থক নিয়ে তৃণমূলে যোগ দিলেন খড়িবাড়ি ব্লকের বিন্যাবাড়ি লোকাল কমিটির সিপিএম সম্পাদক বাসুদেব রায়। রবিবার দুপুরে তাঁর হাতে তৃণমূলের পতাকা তুলে দেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি বাসুদেববাবু এখনও পঞ্চায়েত সমিতির সদস্য। মন্ত্রী বলেন, “সাধারণ মানুষ সিপিএমকে ক্ষমতা থেকে ছুড়ে ফেলেছে। এখন তাঁদের দলের নেতারাও সিপিএমকে ত্যাগ করছেন।” বিন্যাবাড়ির কুয়াকুণ্ডা স্কুলের মাঠে আয়োজিত এদিনের অনুষ্ঠানে সিপিএমের ওই দলত্যাগী সম্পাদক অভিযোগ করেন, দলের মধ্যে তিনি কাজ করতে পারছিলেন না। সিপিএম খড়িবাড়ি পঞ্চায়েত সমিতি দখলে রাখলেও এলাকার উন্নয়নে নজর দিচ্ছিল না। সিপিএম দাবি করেছে, বাসুদেববাবুর বিরুদ্ধে দলে বিস্তর অভিযোগ জমা পড়েছিল। তাতে দল থেকে বহিষ্কার অনির্বায বুঝতে পেরে তিনি তৃণমূলে যোগ দিয়েছেন। সিপিএমের দার্জিলিঙের জেলার ভারপ্রাপ্ত সম্পাদক জীবেশ সরকার বলেন, “বাসুদেব রায়ের দলত্যাগের কথা শুনেছি। তার বিরুদ্ধে আমাদের কাছে অভিযোগ জমা পড়েছিল। সেসব নিয়ে আলোচনা চলছিল। সে সময়ে দলত্যাগের ঘটনার কারণ কী তা সবাই বুঝবেন।” সিপিএমের ওই অভিযোগ প্রসঙ্গে পাল্টা কটাক্ষ করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। তিনি বলেন, “দলত্যাগের পরে অভিযোগের কথা উঠছে কেন। কয়েকদিন আগেও তো সিপিএমের নেতারা বাসুদের রায়ের সঙ্গে বৈঠক করেছেন। আসলে দলের নেতাকে ধরে রাখতে না-পেরেই এখন এসব কথা বলা হচ্ছে।” বাসুদেববাবুর দাবি, তাঁর বিরুদ্ধে সিপিএমের কী অভিযোগ সে ব্যাপারে তিনি কিছু জানেন না।
|
ব্লক থেকে মহকুমা, নয়া কমিটি ছাত্র পরিষদের |
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
এক সপ্তাহে ব্লক থেকে মহকুমা পর্যন্ত নতুন কমিটি গঠন করবে ছাত্র পরিষদ। দীর্ঘদিন ধরেই জলপাইগুড়ি জেলায় ছাত্র পরিষদের ব্লক বা মহকুমা কমিটি নেই। সাংগঠনিক কমিটি না থাকায় ছাত্র পরিষদের সংগঠনেও প্রভাব পড়েছে। সাম্প্রতিক কালে ছাত্র পরিষদের একটি বড় অংশ তৃণমূলে যোগ দিয়েছে। ছাত্র পরিষদের একাংশ নেতৃত্বের বিরুদ্ধেও দলে অসন্তোষ দানা বেধেছে। এই পরিস্থিতিতে জলপাইগুড়ি জেলায় নতুন করে সংগঠন তৈরি করতে ব্লক স্তর থেকে মহকুমা পর্যন্ত নতুন কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন ছাত্র পরিষদের শীর্ষ নেতৃত্ব। রবিবার ছাত্র পরিষদের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে জলপাইগুড়িতে। সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক তথা জলপাইগুড়ি ও কোচবিহার জেলার পর্যবেক্ষক দেবলীনা দাস, জেলা সভাপতি সৌমিত্র বন্দ্যোপাধ্যায়, জেলা নেতা দেবল দত্ত ছিলেন। রাজ্য সাধারণ সম্পাদক দেবলীনা দাস বলেন, “জলপাইগুড়ি জেলায় ছাত্র পরিষদের গুরুত্বপূর্ণ সাংগঠনিক কমিটি নেই। তাই সংগঠন অগোছালো হয়ে পড়েছিল।”
|
চালু সাই অ্যাকাডেমি |
নিজস্ব সংবাদদাতা • ফাঁসিদেওয়া |
ফাঁসিদেওয়ার চটহাট হাই স্কুলের উদ্যোগ ও ব্যবস্থাপনায় স্পোর্টস অফ ইন্ডিয়া (সাই) অনুমোদিত ফুটবল অ্যাকাডেমি চালু হল। শনিবার ওই ফুটবল অ্যাকাডেমির উদ্বোধন করেন ‘সাই’য়ের শিলিগুড়ি র ভারপ্রাপ্ত আধিকারিক চন্দন চন্দ। চন্দনবাবু বলেন, “গ্রামাঞ্চলে ফুটবলের প্রতিভা রয়েছে। উপযুক্ত প্রশিক্ষণের অভাবে অনেক প্রতিভার বিকাশ ঘটছে না।” স্কুলের এই প্রচেষ্টাকে তিনি সাধুবাদ জানিয়েছেন। চটহাট হাইস্কুলের প্রধান শিক্ষক প্রেমানন্দ রায় বলেন, “প্রায় তিন বছর ধরে এই ধরনের ফুটবল অ্যাকাডেমি চালু করার চেষ্টা চলছিল। সারা বছর এখানে ফুটবল হবে।” উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষক ও ছাত্রদের খেলায় ৪-১ গোলে জয়ী হয় হন ছাত্ররা। শিক্ষকদের পক্ষে গোল করেন দীপক সিংহ। ছাত্রদের পক্ষে আকবর আলি ১, গৌতম মিনজ ২,সাদ্দাম হোসেন।
|
দ্বিবার্ষিক সম্মেলন |
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
অল ইন্ডিয়া পোস্টাল এমপ্লয়িজ ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলন রবিবার জলপাইগুড়ি জেলা পরিষদ হলে অনুষ্ঠিত হয়েছে। ভারতের ডাক পরিকাঠামো সাজা, বেতন বৃদ্ধি করা, কেন্দ্রীয় সরকারি কর্মীদের পেনশন সুরক্ষা প্রদানের দাবি জানানো হয়েছে। দেশের অর্থনীতিতে বিদেশি লগ্নি নিয়ন্ত্রণের দাবি জানানো হয়েছে। রাষ্ট্রায়ত্ব সংস্থা, বিমা ক্ষেত্রে বিলগ্নিকরণের দাবি নিয়ে সম্মেলনে আলোচনা হয় বলে জানা গিয়েছে।
|
নিষ্ক্রিয়তার নালিশ |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
এলাকায় সরকারি জমি দখল করে বিক্রির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে পুলিশের বিরুদ্ধে নিস্ক্রিয়তার অভিযোগ তুলে আন্দোলনে নামল তৃণমূল। রবিবার তৃণমূলের ব্লক কমিটির পক্ষ থেকে মাটিগাড়া থানায় বিক্ষোভ দেখানো হয়। দলের ব্লক সভাপতি বিশ্বজিৎ ঘোষ অভিযোগ করেন, মাউরিয়া বস্তি এলাকায় প্রাক্তন ক্রীড়াবিদের নামে বরাদ্দ জমি প্লট করে বিক্রির চেষ্টা করছেন দুষ্কৃতীরা।
|
বাগানে দলবদল |
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
রবিবার জলপাইগুড়ি শহর লাগোয়া ডেঙ্গুয়াঝাড় চা বাগানের শতাধিক শ্রমিক আদিবাসী বিকাশ পরিষদের চা শ্রমিক সংগঠনে যোগ দিয়েছে। এদিন সকালে বিকাশ পরিষদের চা শ্রমিক সংগঠন প্রোগ্রেসিভ টি ওয়ার্কাস ইউনিয়ন পিটিডব্লুইউয়ের পক্ষ থেকে ডেঙ্গুয়াঝাড় চা বাগানে একটি সভার আয়োজন করা হয়। সেই সভাতেই শ্রমিকরা সংগঠনে যোগ দেন। এর আগে শ্রমিকরা ডান ও বামপন্থী শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।
|
সংবর্ধনা, উপহার কৃতীদের |
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সফল হওয়া দুঃস্থ পরিবারের চারজন ছাত্রছাত্রীকে সাইকেল উপহার দিয়ে সংবর্ধনা দিল স্টেট ব্যাঙ্কের অফিসারদের সংগঠন। রবিবার ব্যাঙ্কের জলপাইগুড়ির প্রধান শাখায় সংগঠনের বার্ষিক অনুষ্ঠান হয়। প্রতিবন্ধীদের হুইল চেয়ার, লাঠিও বিলি করা হয় এদিন। সকালে বসে আঁকো প্রতিযোগিতা দিয়ে অনুষ্ঠানের শুরু হয়।
|
গ্রেফতার তিন দুষ্কৃতী |
ফাঁসিদেওয়ার রাঙাপানি রেল আবাসন চত্বরে বিভিন্ন বাড়িতে ঢুকে বিভিন্ন সরঞ্জাম চুরির অভিযোগে ৩ দুষ্কৃতীকে গ্রেফতার করেছে ফাঁসিদেওয়া পুলিশ। শনিবার রাতে ওই এলাকা থেকে পুলিশ তাদের ধরে। পুলিশ জানায়, ধৃতদের নাম মনা মজুমদার, বিশ্বনাথ বর্মন ও মহম্মদ কাবুল। |
|