|
|
|
|
|
|
|
নোটিস বোর্ড |
|
|
ন্যাশনাল ল ইউনিভার্সিটি যোধপুর-এ বিভিন্ন বিষয়ে ভর্তির জন্য আবেদন জমা নিচ্ছে।
কোর্সগুলি: ১) এম বি এ (ইনশিয়োরেন্স)। যে কোনও বিষয়ে গড়ে ৬০ শতাংশ নম্বর সহ স্নাতক বা স্নাতকোত্তর।
২) এম এস (ইনশিয়োরেন্স)। যোগ্যতা: কম্পিউটার সায়েন্স বাদে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কেমিক্যাল, সিভিল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন এবং আনুষঙ্গিক বিষয়ে গড়ে অন্তত ৬০ শতাংশ নম্বর পেয়ে বি ই বা বি টেক। এ ছাড়াও দূরশিক্ষার মাধ্যমে কয়েকটি স্নাতকোত্তর কোর্সও করা যাবে। যেমন, ক্রিমিনাল ল, ক্রিমিনোলজি এবং ফরেনসিক সায়েন্স-এ এল এল এম, ইন্টারন্যাশনাল ট্রেড এবং ডব্লিউ টি ও-তে এল এল এম আর কর্পোরেট ল-জ-এ মাস্টার্স। এগুলির ক্ষেত্রে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২২ জুন। এখানে পিএইচ ডি প্রোগ্রামে ভর্তি হতে কোয়ালিফাইং পরীক্ষায় ৫৫ শতাংশ নম্বর পেতে হবে। এই ক্ষেত্রে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২০ জুন। ওয়েবসাইট: www.nlujodhpur.ac.in.
কুশাভাও ঠাকরে পত্রকারিতা আওয়াম জনসঞ্চার বিশ্ববিদ্যালয়, রায়পুর-এ যে স্নাতকোত্তর কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন জমা নেওয়া হচ্ছে সেগুলি হল
১) মাস্টার অব জার্নালিজম, ২) এম এ মাস কমিউনিকেশন, ৩) এম এ অ্যাডভার্টাইজিং অ্যান্ড পাবলিক রিলেশনস, ৪) এম এসসি ইলেকট্রনিক মিডিয়া, ৫) এম বি এ (মিডিয়া ম্যানেজমেন্ট), মাস্টার অব সোশাল ওয়ার্ক।
মেয়াদ: চার সেমেস্টার।
যোগ্যতা: স্নাতক।
আবেদন জমা দেওয়ার শেষ তারিখ: ৩০ জুন।
ওয়েবসাইট: www.ktujm.ac.in
সেন্ট্রাল ফুড টেকনলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট, মহীশূর-এ ফ্লাওয়ার মিলিং টেকনলজিতে বারো মাসের একটি রেসিডেনশিয়াল কোর্সে ভর্তির জন্য ফর্ম দিচ্ছে।
যোগ্যতা: ব্যাচেলর ডিগ্রি/ টেকনলজিতে ডিপ্লোমা/ ইঞ্জিনিয়ারিং/ সায়েন্স/ কমার্স/ আর্টস বা সমতুল। আবেদনের সঙ্গে ‘দ্য ডিরেক্টর, সিএফটিআরআই, মহীসূর’-এর নামে ১৫০ টাকার পোস্টাল অর্ডার বা ডিমান্ড ড্রাফট পাঠিয়ে ফর্ম ও প্রসপেক্টাস সংগ্রহ করা যাবে।
ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ৩০ জুন।
ওয়েবসাইট: www.cftri.com
দিল্লি ইনস্টিটিউট অব ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ-এ কয়েকটি বিষয়ে ভর্তির জন্য ফর্ম দেওয়া হচ্ছে।
কোর্সগুলি: বি ফার্মা (চার বছর), ডি ফার্মা (দু’বছর), এম ফার্মা (দু’বছর, ফার্মাকোলজি কোয়ালিটি অ্যাশিয়োরেন্স, হসপিটাল ফার্মাসি, ক্লিনিক্যাল রিসার্চ, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ম্যানেজমেন্ট, হার্বাল ড্রাগ টেকনলজি)। ফর্ম পাওয়া যাবে ৪ জুলাই পর্যন্ত।
জমা দেওয়ার শেষ তারিখ ৪ জুলাই।
ওয়েবসাইট: http://www.dipsar.in/ |
|
|
|
|
|