টুকরো খবর
তাইল্যান্ড ওপেন জিতলেন সাইনা
লন্ডন অলিম্পিকের আগে গুরুত্বপূর্ণ জয় পেলেন সাইনা নেহওয়াল। তাইল্যান্ড ওপেন গ্রাঁ প্রি গোল্ড খেতাব জিতলেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা। রবিবারের ফাইনালে তাই প্রতিপক্ষ রাতচানোক ইন্থানন-কে হারালেন ১৯-২১, ২১-১৫, ২১-১০। গত মার্চে সুইস ওপেন জয়ের পর চলতি বছরে এটা তাঁর দ্বিতীয় খেতাব। ১৭ বছরের ইন্থাননের বিরুদ্ধে রবিবার শুরুটা ভাল হয়নি বিশ্বের পাঁচ নম্বর সাইনার। নিজের দক্ষতার চেয়েও বেশি বিপক্ষের ভুলের সৌজন্যে পয়েন্ট পেয়েছেন তিনি। ম্যাচের পর সাইনার পারফরম্যান্সের প্রশংসা করেছেন তাঁর কোচ পুলেল্লা গোপীচন্দ। “সাইনার শুরুটা খুব ভাল ছিল না। প্রথম গেমের শুরুর দিকে ইন্থানন খুব ভাল স্ম্যাশ করছিল। কিন্তু তার পরে ভাল লড়াই দিয়েছে সাইনা। প্রথম গেমটা খুব কম ব্যবধানে হেরেছে ও,” বলেছেন তিনি। সঙ্গে যোগ করেছেন, “তবে দ্বিতীয় গেমে সাইনা অনেক আত্মবিশ্বাসী ছিল। শুরুতে বড় লিড পেয়ে গিয়ে শেষ পর্যন্ত সেটা ধরে রেখেছিল। তৃতীয় গেমের পুরোটাতেই সাইনা কর্তৃত্ব দেখিয়েছে।” সাইনার কোচ জানিয়েছেন, তাইল্যান্ড ওপেন জিতে সাইনার মনোবল এখন তুঙ্গে।

মেসি-র তিনে বিধ্বস্ত ব্রাজিল
তাঁর নামে বরাবরের অপবাদবার্সেলোনার জার্সিতে যতটা ঝলমলে, দেশের জার্সিতে ততটা নন। গত বিশ্বকাপে চরম ব্যর্থ। কোপা আমেরিকাতেও আর্জেন্তিনাকে জেতাতে পারেননি। কিন্তু লিওনেল মেসি আস্তে আস্তে অপবাদটাকে মুছছেন। শনিবার রাতে গোটা বিশ্বের চোখ যখন ইউরোতে জার্মানি বনাম পর্তুগালে আটকে, মেসি তখন ফুল ফোটালেন নিউ জার্সির মাটিতে। ব্রাজিলের বিরুদ্ধে হ্যাটট্রিক করে ফেললেন বিশ্ব ফুটবলের নতুন রাজপুত্র! এই প্রথম। চলতি মরসুমে এমনিই তাঁর সোনার সময় চলছে। নয়-নয় করে বারোটা হ্যাটট্রিক মেসি এ বছর করে ফেলেছেন দেশ আর ক্লাব মিলিয়ে। আর্জেন্তিনার হয়ে এই নিয়ে দ্বিতীয়টা হল। আর সেটা এল কখন? আর্জেন্তিনা যখন ০-১ পিছিয়ে। ব্রাজিলকে এগিয়ে দিয়েছেন রোমোলো। ওই অবস্থা থেকে মেসি-ম্যাজিকের শুরু। পর পর দু’গোল করে আর্জেন্তিনাকে ২-১ এগিয়ে দেওয়া। এবং দ্বিতীয়ার্ধে স্কোরলাইন যখন ৩-৩, তখন শেষ লগ্নে স্বপ্নের ‘সোলো’ রান থেকে সোয়ার্ভিং শটে হ্যাটট্রিক। শেষ পর্যন্ত আর্জেন্তিনা জিতল ৪-৩। মেসির হ্যাটট্রিক ছাড়া আর্জেন্তিনার হয়ে গোল করেন ফার্নান্দেজ। ব্রাজিলের হয়ে পরের দু’টো গোল অস্কার ও হালকের। নামেই ফ্রেন্ডলি ম্যাচ। কিন্তু উত্তেজনার মশলা ছিল পুরোদমে। মারামারি, লাল কার্ড কিছুই বাকি ছিল না। মেসি-আগুয়েইরো-ইগুয়াইন-দি’মারিয়া সমেত মোটামুটি পুরো শক্তির টিম নামিয়েছিল আর্জেন্তিনা। ব্রাজিল আবার একঝাঁক তরুণ ফুটবলার নামিয়েছিল ২০১২ লন্ডন অলিম্পিকের কথা মাথায় রেখে।

‘সৌরভ মেন্টরই থাকতে চেয়েছিল’
আইপিএল ফাইভে সৌরভ গঙ্গোপাধ্যায় প্রথমে ক্রিকেটার নন, মেন্টর হিসেবেই পুণে ওয়ারিয়র্সের সঙ্গে থাকতে চেয়েছিলেন। সহারা কর্তাদের অনুরোধেই তিনি শেষ পর্যন্ত খেলতে রাজি হন। এই তথ্য জানাচ্ছেন সহারাশ্রী সুব্রত রায়। লখনউয়ে এক অনুষ্ঠানে সুব্রত রায় বলেছেন, “আমাদের অধিনায়ক ছিল যুবরাজ সিংহ। ও অসুস্থ ছিল বলে সৌরভকে নেতৃত্ব দিতে রাজি করানো হয়। সৌরভ এ বছর মেন্টরই থাকতে চেয়েছিল।” তবে আগামী বছর সৌরভ মেন্টর থাকবেন না ক্রিকেটার, তা নিয়ে স্পষ্ট করে কিছু বলতে চাননি তিনি। বলেছেন, “সৌরভের সঙ্গে আইপিএলের পরে কথা হয়নি। ওর সঙ্গে আমাদের চুক্তি ২০১৩ পর্যন্ত। পরের বছর কী হবে না হবে, এখনও ঠিক হয়নি। ওর সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।” পুণে ওয়ারিয়র্সে সৌরভের আসার পিছনে যে তাঁর ভূমিকা ছিল, তা-ও স্পষ্ট করে দেন সহারাশ্রী। বলেন, “নিলামে যখন কেউ ওকে কিনতে চায়নি, তখন আমার মনে হয়েছিল এটা বড় অবিচার হচ্ছে। তখন আমরা ওকে নেওয়ার সিদ্ধান্ত নিই।”

জাতীয় যোগব্যায়ামে সুযোগ
ইন্ডিয়ান যোগা ফেডারেশনের উদ্যোগে আগামী ২২ অগস্ট চন্দনগরে হতে চলেছে জাতীয় যোগা প্রতিযোগিতা। এতে যোগদানের সুযোগ পেল খড়্গপুর যোগা অ্যান্ড ফিজিক্যাল সেন্টারের ১৩ জন ছাত্রছাত্রী। সেন্টারের কর্ণধার স্বরূপ দাস জানান, ২৬ ও ২৭ মে চন্দননগরে ক্যাম্পে ওই ১৩ জন নির্বাচিত হন।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.