টুকরো খবর
তোপের মুখে খড়্গপুর আইআইটির অধিকর্তা
আইআইটিগুলির সঙ্গে কেন্দ্রের মতবিরোধ ক্রমশ বাড়ছে। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের ‘এক জাতি এক পরীক্ষা’-র তত্ত্ব মেনে নিয়ে সব আইআইটির জন্য অভিন্ন প্রবেশিকার দাবি মানতে রাজি হয়নি কানপুর আইআইটি। শুক্রবারই তারা এ কথা জানায়। একই পথে যাওয়ার ইঙ্গিত দিয়েছিল দিল্লি আইআইটি। কিন্তু এই পথে চলতে রাজি হয়নি খড়্গপুর এবং গুয়াহাটি আইআইটি। খড়্গপুর আইআইটির অধিকর্তা দামোদর আচার্য জানান, সব আইআইটি-র জন্য অভিন্ন প্রবেশিকায় তাঁর আপত্তি নেই। এর পরই সবক’টি আইআইটির শিক্ষকেরা খড়্গপুর আইআইটির অধিকর্তার সমালোচনায় সরব হন। আইআইটির সর্বভারতীয় শিক্ষক সংগঠনের তরফে আজ বলা হয়, “খড়্গপুর আইআইটির অধিকর্তার মন্তব্যে আমরা স্তম্ভিত। কারণ তা খড়্গপুর আইআইটির সেনেটে যে সিদ্ধান্ত নেওয়া হয়, তার পরিপন্থী।” সংগঠন জানিয়েছে, প্রবেশিকার ক্ষেত্রে দ্বাদশ শ্রেণির নম্বর বিবেচনা করার কথা খড়্গপুর আইআইটির সেনেটে গৃহীত প্রস্তাবে বলা হয়নি। অন্য কোনও সংস্থার দ্বারা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা আইআইটি-প্রবেশিকার মানদণ্ড হতে পারে না বলেও প্রস্তাবে উল্লেখ করা হয়। তাদের দাবি, “খড়্গপুর আইআইটির সেনেটে বলা হয়, ২০১৪ পর্যন্ত প্রবেশিকা পরীক্ষার ক্ষেত্রে পরিবর্তন করা হবে না। তত দিন পর্যন্ত স্থিতাবস্থা বজায় থাকবে।” খড়্গপুর আইআইটির শিক্ষকদের দাবি, ‘এক জাতি এক পরীক্ষা’-র তত্ত্ব মানা যাবে না। বরং আইআইটি-র প্রবেশিকা পরীক্ষা নেওয়ার ক্ষমতা সংশ্লিষ্ট আইআইটি কর্তৃপক্ষের হাতে থাকাই বাঞ্ছনীয়।

ঘূর্ণি ঝড়ে ব্যাপক ক্ষতি মোহনপুরে
মিনিট সাতেকের ঘূর্ণি ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হল মোহনপুর পঞ্চায়েতের সীতাপুর গ্রামে। শনিবারের ওই ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩২টি বাড়ি, ১২টি পানের বরজ। ভেঙেছে প্রচুর গাছ। উপড়েছে ৭টি বিদ্যুতের খুঁটি। স্থানীয় বাসিন্দা অমূল্য বেরার পানের বরজ নষ্ট হয়েছে। সরকারের কাছে ক্ষতিপূরণের আবেদন জানিয়েছেন তিনি। তৃণমূলের ব্লক সভাপতি প্রদীপ পাত্র বলেন, “এই গরমে এলাকায় বিদ্যুৎ নেই। অনেকের ঘরবাড়ি নষ্ট হওয়ায় তাঁরাও সমস্যায় পড়েছেন। প্রশাসনের উচিত দ্রুত ত্রাণের ব্যবস্থা করা।” বিডিও সুনীতিকুমার মুখোপাধ্যায় বলেন, “শনি-রবি ছুটি থাকায় ক্ষয়ক্ষতির তদন্ত করা যায়নি। সোমবার সরেজমিন তদন্ত করে ত্রাণের ব্যবস্থা করা হবে।”

পত্রিকা প্রকাশ
শনিবার খড়্গপুর শহরের ইন্দায় ইন্দা কৃষ্ণলাল শিক্ষা নিকেতনে প্রকাশিত হল সাহিত্য পত্রিকা ‘বাতায়নে’র রবীন্দ্র-নজরুল সংখ্যা। উদ্বোধন করেন সাহিত্যিক ভবেশ বসু। উপস্থিত ছিলেন তুষার পঞ্চানন, রামলাল সিংহ, মৃত্যুঞ্জয় পুষ্টি, তপন তরফদার, সুভাষ বসু-সহ বিশিষ্ট সাহিত্যিকরা। দেবব্রত ভট্টাচার্যর পরিচালনায় অনুষ্ঠান শুরু হয় শুভাশিস চক্রবর্তী ও সোমা ত্রিপাঠির গান দিয়ে। অনুষ্ঠানে নৃত্য ও ছড়া পরিবেশনা করেন যথাক্রমে শিখা দে ও দিব্যেন্দু গঙ্গোপাধ্যায়।

বার্ষিক সভা
মেদিনীপুর ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস (সেটলমেন্ট) এমপ্লয়িজ কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির ৩৫তম বার্ষিক সাধারণ সভা হয়ে গেল মেদিনীপুরে। শনিবার শহরের বিদ্যাসাগর হলে এই সভা হয়।

বেলদায় কেপমারি
ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়ে কেপমারির কবলে পড়লেন বেসরকারি একটি সংস্থার কর্মী। শনিবার দুপুরে বেলদায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় লক্ষাধিক টাকা জমা দিতে গিয়েছিলেন বলে দাবি দীপক মাইতির। ব্যাগ থেকে টাকা বের করে ক্যাশ কাউন্টারে জমা দেওয়ার ফাঁকেই কে বা কারা টাকার বান্ডিল তুলে নেয় বলে অভিযোগ। পুলিশ তদন্ত শুরু করেছে।

ক্রিকেট টুর্নামেন্ট দাঁতনে
রবিবার শেষ হল দাঁতন-১ ব্লকের মনোহরপুর মাতৃসেবক সঙ্ঘ পরিচালিত ক্রিকেট টুর্নামেন্ট। ‘পঞ্চায়েত প্রিমিয়ার লিগ’ নামে এই টুর্নামেন্টে যোগ দেয় মনোহরপুর পঞ্চায়েতের ৮টি দল। ১২ ওভারের এই টুর্নামেন্টের ফাইনাল হয় মোগলমারি ময়দানে। মোগলমারি সম্প্রীতি সঙ্ঘকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মনোহরপুর মাতৃসেবক সঙ্ঘ।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.