ঝাড়খণ্ড ও বিহারে পৃথক পৃথক ভাবে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে ৬ জন জঙ্গি ও এক ডাকাতকে।
বড় ধরনের নাশকতা ঘটানোর আগেই অস্ত্রশস্ত্র এবং পাঁচ সহকর্মী-সহ পুলিশের হাতে ধরা পড়েছে ঝাড়খণ্ডের পিপলস লিবারেশন ফ্রন্ট অব ইন্ডিয়ার দুর্ধর্ষ জঙ্গি নেতা লাকা পাহান। ধৃত জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হয়েছে তিনটি আধুনিক রাইফেল, একটি কার্বাইন, একটি স্বয়ংক্রিয় রিভলভার এবং পিস্তল-সহ আরও কিছু অস্ত্রশস্ত্র। কাল রাতে রাঁচি এবং খুঁটি জেলার সীমানা লাগোয়া জঙ্গল থেকে বেরিয়ে আসার মুখে পুলিশের জালে ধরা পড়ে ওই জঙ্গি বাহিনী। খুঁটি জেলার পুলিশ সুপার এম তামিল ভানন জানিয়েছেন, ধৃত লাকা পাহান পিএলএফআই-এর এরিয়া কমান্ডার ছিল। দীর্ঘ দিন ধরে পুলিশ তাকে খুঁজছিল।
পটনার খবর, পড়শি রাজ্য বিহারেও প্রচুর অস্ত্র-সহ পুলিশের হাতে ধরা পড়েছে তিন মাওবাদী ও এক ডাকাত। ডিএসপি (পূর্ব) শিবলি নোমানি এ দিন জানিয়েছেন, শিউহর জেলায় লাডাউরা ও মালিকানা গ্রামে তল্লাশি চালিয়ে তিন মাওবাদীকে গ্রেফতার করে পুলিশ। এ ছাড়া কাল রাতে শিউহর ও মুজফ্ফরপুর জেলার সীমানায় অভিযান চালিয়ে এক ডাকাতকেও ধরে ফেলে পুলিশ। বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও গোলাগুলি তিন মাওবাদী ও ওই ডাকাতের কাছ থেকে উদ্ধার করা হয়। |