এক দিনে নিষ্পত্তি হল প্রায় ২০ হাজার মামলার। আদায় হল রেকর্ড-অঙ্কের জরিমানাও। কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে খবর, শনিবার শিয়ালদহ আদালতে বসা লোক-আদালতের মাধ্যমে ১৯ লক্ষেরও বেশি টাকা আদায় হয়েছে। এপ্রিলে যে লোক-আদালত বসেছিল, তার তুলনায় এ বারের উপার্জন পাঁচ গুণেরও বেশি। |
শিয়ালদহ আদালতে চলছে মামলার শুনানি। নিজস্ব চিত্র |
ট্রাফিক পুলিশ সূত্রের খবর, জমে থাকা প্রায় ২০ হাজার মামলার নিষ্পত্তি হয়েছে ওই দিন। ১০টি বেঞ্চের মাধ্যমে চলা লোক-আদালতের থেকে আদায় হয়েছে উনিশ লক্ষ দু’হাজার তিনশো দশ টাকা। প্রতিটি বেঞ্চের নেতৃত্বে ছিলেন এক জন করে অবসরপ্রাপ্ত বিচারক ও আমন্ত্রিত সদস্য। ট্রাফিক পুলিশের তরফে মূল দায়িত্বে ছিলেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার দীপঙ্কর সেনগুপ্ত ও ফেটাল স্কোয়াড-এর ওসি মনোজ দাস। সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চলা ওই লোক-আদালতে ট্রাফিকের ১২৫ জন কর্মী মোতায়েন ছিলেন। এর আগে ২২ এপ্রিল শিয়ালদহ আদালতেই পাঁচ জেলা বিচারকের নেতৃত্বে পাঁচটি পৃথক বেঞ্চ বসেছিল। ৬৭৫৫টি মামলার নিষ্পত্তির পর আদায় হয়েছিল ৩ লক্ষ ৭৭ হাজার ৯০ টাকা।
এ বারের লোক-আদালতের দিনটি নির্ধারিত হয় গত মাসে। মামলার নিষ্পত্তিতে যাঁরা ইচ্ছুক, তাঁদের বার্তা দেওয়ার কাজ শুরু হয় মূলত ক্যুরিয়ারে চালান পাঠানোর মাধ্যমে। এ ছাড়াও হোর্ডিং, সংবাদমাধ্যম, রেডিও, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমেও চলে প্রচারের কাজ। ডিসি (ট্রাফিক) দিলীপ বন্দ্যোপাধ্যায় বলেন, “লোক আদালতের মাধ্যমে এক দিনে এত মামলার নিষ্পত্তি এই প্রথম। ভবিষ্যতে শিয়ালদহ আদালত ছাড়াও ব্যাঙ্কশাল ও আলিপুর আদালতে আরও বেশি সংখ্যক লোক-আদালত বসিয়ে অন্যান্য জমে থাকা মামলার নিষ্পত্তি নিয়ে ভাবনা রয়েছে।” |