গ্রাহক সুবিধার্থে চুক্তি এয়ারটেল-অপেরা সফটওয়্যারের |
মোবাইল ব্যবহারকারীদের সুবিধা দিতে নরওয়ের অপেরা সফটওয়্যারের সঙ্গে চুক্তি করল এয়ারটেল। এর ফলে এখন থেকে ভারত ও দক্ষিণ এশিয়ায় এয়ারটেল মোবাইল সংযোগ গ্রাহকেরা অপেরা মিনি ব্যবহার করে ইন্টারনেট-এর সুবিধা নিতে পারবেন বলে জানিয়েছে সংস্থা। এর সাহায্যে যে কোনও তথ্যের মাপ প্রায় ৯০% পর্যন্ত কমানো যাবে বলে দাবি তাদের। যার ফলে মোবাইলে অনেক বেশি পরিমাণ তথ্য আদান-প্রদান করলেও, তার জন্য কম খরচ করতে হবে গ্রাহককে।
মোবাইলে বর্তমানে টুজি-র ক্ষেত্রে মাসে ৯৮ টাকায় ১ জিবি তথ্য আদান-প্রদান করতে পারেন কোনও এয়ারটেল গ্রাহক। আর থ্রিজি-র ক্ষেত্রে ৪৫ টাকায় ১৫০ এমবি থেকে ১,৫০০ টাকায় ১০ জিবি পর্যন্ত তথ্য ব্যবহার করা যায়। সংস্থার দাবি, অপেরা মিনি ব্যবহার করলে একই পরিমাণ অর্থ ব্যয় করে অনেক বেশি তথ্যের সুবিধা পাবেন মোবাইল ব্যবহারকারী। স্মার্টফোন ছাড়াও সাধারণ ফোনের গ্রাহকরাও সহজেই এই পরিষেবা ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছে অপেরা। প্রসঙ্গত, বিশ্ব জুড়ে প্রথম সারির ১৩টি মোবাইল পরিষেবা সংস্থার সঙ্গে চুক্তি রয়েছে অপেরা সফটওয়্যারের। আর ইন্টারনেট দেখার জন্য অপেরা মিনি ব্রাউজারটি ব্যবহার করেন প্রায় ১৬.৮০ কোটি মানুষ।
|
৩ সপ্তাহে জুকেরবার্গের ক্ষতি ৪৫০ কোটি ডলার |
মাত্র সপ্তাহ তিনেক আগেই বিশ্ব জুড়ে উন্মাদনা ছড়িয়েছিল তাঁর সংস্থা ফেসবুকের শেয়ার প্রথম বার বাজারে আসার ঘটনা। আর এই ক’দিনেই সব হিসেবে-নিকেশ উল্টে ৪৫০ কোটি ডলারের শেয়ার সম্পদ খোয়াতে হল কর্ণধার মার্ক জুকেরবার্গকে। কারণ, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটটির শেয়ার দরে বিপুল পতন। ১৮মে ফেসবুক শেয়ার বাজারে আসে। শেয়ার পিছু দর ছিল ৩৮ ডলার। সে হিসেবে জুকেরবার্গের হাতে থাকা প্রায় ৪০.৮০ কোটি শেয়ারের দাম ছিল ১,৫৫০ কোটি ডলার। কিন্তু তার পরেই বাজার থেকে পাওয়া কিছু তথ্য সংস্থার ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে শঙ্কিত করে লগ্নিকারীদের। বিশ্বে সর্বাধিক ব্যবহৃত নেটওয়ার্কিং সাইটের শেয়ার থেকে মুখ ফিরিয়ে নিতে থাকেন তাঁরা। পড়তে থাকে দর। শুক্রবার বাজার বন্ধের সময় যা সাকুল্যে ২৯% নেমে শেয়ার দর ঠেকেছে ২৭.১০ ডলারে। |