টুকরো খবর |
দুর্গাপুরে বাস বন্ধ মালিকদের |
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
অটো চালকদের বিরুদ্ধে নির্দিষ্ট রুট না মেনে যাত্রী পরিবহণ, নিয়ম না মেনে অতিরিক্ত যাত্রী তোলা-সহ নানা অভিযোগ তুলে শনিবার থেকে দুর্গাপুরের ৮বি রুটের ৪৮টি বাস বন্ধ করে দিলেন বাস মালিকেরা। অবিলম্বে উপযুক্ত ব্যবস্থা না নেওয়া হলে শহরের অন্যান্য রুটেও বাস বন্ধের হুমকি দিয়েছেন তাঁরা।
দুর্গাপুর স্টেশন থেকে ভায়া মুচিপাড়া, বিধাননগর হয়ে প্রান্তিকা যায় ৮বি রুটের বাসগুলি। এই রুটে দুর্গাপুর স্টেশন থেকে মুচিপাড়া হয়ে বিধানগরে মহকুমা হাসপাতাল পর্যন্ত অটোর একটি রুট রয়েছে। মুচিপাড়া থেকে সিটি সেন্টার রুটের অটোগুলিও আংশিক ভাবে এই রুট ধরে যাতায়াত করে। একই ভাবে বিধাননগরের মহকুমা হাসপাতাল থেকে সিটি সেন্টার এবং আরড়া মোড় পর্যন্ত অটোগুলিও ৮বি রুটের খানিকটা এলাকা ধরেই চলে। বাস মালিক সংগঠনের পক্ষে কাজল দে অভিযোগ করেন, অটোগুলি অতিরিক্ত মুনাফার লোভে নিয়ম বহির্ভূত ভাবে অতিরিক্ত যাত্রী তোলে। তা ছাড়া প্রায়শয়ই রুট ভেঙে যাতায়াত করে। এর ফলে বাসের যাত্রী সংখ্যা কমে গিয়েছে। অবিলম্বে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা না নিলে বাস মালিকদের লোকসান বাড়বে বলে তাঁদের দাবি। অটো চালকেরা অবশ্য এ সব অভিযোগ অস্বীকার করেছেন। মহকুমা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আজ সোমবার সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে বৈঠকে বসা হবে।
|
দুই খুনে সিআইডি তদন্ত দাবি সাংসদের |
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
দীর্ঘ দিন কেটে গেলেও নিগুর্ণ দুবে হত্যাকাণ্ডের কিনারা হয়নি। অর্পণ মুখোপাধ্যায় খুনের ঘটনারও কিনারা করতে পারেনি পুলিশ। বার্নপুরের এই দুই ঘটনার সিআইডি তদন্ত দাবি করে স্বরাষ্ট্রসচিবের কাছে চিঠি পাঠালেন আসানসোলের সিপিএম সাংসদ বংশগোপাল চৌধুরী।
সাংসদ জানান, এর আগে তিনি মুখ্য সচিবের কাছে চিঠি পাঠিয়ে জানিয়েছিলেন, পরপর দু’টি হত্যাকাণ্ডে আতঙ্কিত বাসিন্দারা। পুলিশ কমিশনারেট তদন্ত কমিটি গঠন করলেও কোনও কিনারা হয়নি। আরও কর্মী নিয়োগ করে কমিশনারেট শক্তিশালী করার দাবিও জানিয়েছিলেন বলে জানান বংশগোপালবাবু। তাঁর দাবি, এর পরেও কোনও সুরাহা না হওয়ায় তিনি স্বরাষ্ট্রসচিবকে চিঠি লিখেছেন।সেই চিঠিতে তিনি দাবি করেছেন, মানুষ পুলিশের উপরে আস্থা হারাচ্ছে। অর্পণের বাবা বামাপদ মুখোপাধ্যায় এবং নির্গুণের পরিবার বারবার হিরাপুর থানায় গিয়ে খোঁজখবর নিলেও কোনও সদর্থক জবাব পাচ্ছেন না। সাংসদের আরও দাবি, ঝাড়খণ্ডের সীমান্তবর্তী হওয়ায় অপরাধ বাড়ছে শিল্পাঞ্চল এলাকায়। সীমান্তবর্তী এলাকায় দুই রাজ্যের দুষ্কৃতীরা একটি চক্র গড়ে তুলেছে। যার ফলে অপরাধ ঘটানোর পরে সহজেই তারা প্রতিবেশী রাজ্যে গা ঢাকা দিচ্ছে।
|
বার্নপুরে মহিলা তৃণমূল সম্মেলন |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
|
—নিজস্ব চিত্র |
মহকুমা মহিলা তৃণমূলের সম্মেলন আয়োজিত হল বার্নপুরের সম্প্রীতি ভবন প্রেক্ষাগৃহে। রবিবার সকাল ১০টা নাগাদ সম্মেলন শুরু হয়। যোগ দেন হাজারখানেক সদস্য। সম্মেলনের সূচনা করেন রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক। আগামী পঞ্চায়েত নির্বাচনে মহিলাদের জন্য ৫০ শতাংশ আসন সংরক্ষণের সিদ্ধান্তের কথা তুলে মহিলাদের রাজনীতিতে প্রবেশাধিকারে সরকারের ভূমিকার প্রশংসা করেন তিনি। সম্মেলনে উপস্থিত রাজ্যের কারিগরি শিক্ষা মন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায় মহিলা সদস্যদের আরও বেশি করে কর্মী হওয়ার আহ্বান জানান। এছাড়াও উপস্থিত ছিলেন পরিসংখ্যান ও পরিকল্পনা বিষয়ক মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, রাজ্যের স্বাস্থ্য দফতরের রাষ্ট্রমন্ত্রী তথা মহিলা তৃণমূলের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। চন্দ্রিমাদেবী বলেন, “আসানসোলে গরমে অসুস্থ হয়ে মৃত্যুর খবর জানি। ওষুধ এবং ওআরএস দেওয়া হচ্ছে।” |
গণপ্রহারে মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
বাড়িতে ঢুকে এক মহিলাকে মারধর ও দুল ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে মারল জনতা। শনিবার সন্ধ্যায় ভাতারের মাহাতা গ্রামের ঘটনা। নিহতের নাম নৌশাদ মল্লিক (৪৭)। তিনি ওই গ্রামেরই বাসিন্দা। তবে যে বাড়িতে ছিনতাই হয়, সেই পরিবারের তরফে এখনও কোনও অভিযোগ দায়ের করা হয়নি। রবিবার নিহতের স্ত্রী ভাতার থানায় পাড়ার বাসিন্দারাই ওই গণপ্রহারে জড়িত বলে একটি অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানায়, তদন্ত শুরু হয়েছে।
|
শিক্ষার অধিকার নিয়ে শিবির |
নিজস্ব সংবাদদাতা • মন্তেশ্বর |
|
—নিজস্ব চিত্র |
একটি সংস্থার উদ্যোগে রবিবার ‘শিক্ষার অধিকার-২০০৯’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হল মন্তেশ্বরের গৌড়মোহন কলেজে। রবিবার ওই আলোচনাচক্রে বিশেষজ্ঞরা দু’টি ধাপে শিক্ষার অধিকার আইনের বিভিন্ন দিক তুলে ধরেন। অষ্টম শ্রেণি পর্যন্ত পাশ-ফেল না থাকা, প্রাথমিকের ছাত্রছাত্রীদের মেধার বিকাশ, ড্রপ আউটদের ফের স্কুলে ফেরানো ইত্যাদি নানা প্রশ্ন উঠে আসে আসে ওই আলোচনায়।
সংস্থার তরফে জানানো হয়, বর্ধমানের নানা এলাকায় এমন সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে। এ ছাড়াও, রাজ্যের নানা জেলাতেও প্রায় ২০০টি শিবিরের আয়োজন হয়েছে।
|
জয়ী দুর্গাপুর সিসি |
নিজস্ব সংবাদদাতা • হিরাপুর |
রামবাঁধ ইয়ং মেনস অ্যাসোসিয়েশন আয়োজিত দেবব্রত চট্টোপাধ্যায় ও শঙ্কর চট্টোপাধ্যায় স্মৃতি টি-টোয়েন্টি নকআউট ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল দুর্গাপুর সিসি। বিসিসি মাঠে বার্নপুর ওয়াইএমসিএকে তারা ৮ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে সব উইকেট হারিয়ে ৫৫ রান করে ওয়াইএমসিএ। জবাবে ২ উইকেট হারিয়ে রান তুলে নেয় দুর্গাপুর। ফাইনাল ও প্রতিযোগিতার সেরা হন যথাক্রমে বিজয়ী দলের দীপঙ্কর প্রসাদ ও মোহিত রায়। খেলা পরিচালনা করেন কৃষ্ণেন্দু দে ও দিলীপ সরকার।
|
জয়ী টিএফএ |
নিজস্ব সংবাদদাতা • হিরাপুর |
ভারতী সঙ্ঘ আয়োজিত ফুটবল প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হল টিএফএ। আমবাগান তারকাঁটা মাঠে বড়থল আদিবাসী কৃষক সমিতিকে ৩-২ গোলে হারায় তারা। ফাইনালের সেরা হয় বিজিত দলের আদেশ ওরাং। প্রতিযোগিতার সেরা নির্বাচিত হয় বিজয়ী দলের শান্তা বাহাদুর। খেলা পরিচালনা করেন সুখেন বন্দ্যোপাধ্যায় ও অরুণ রায়।
|
বাড়িতে মিলল অস্ত্র |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
বাড়িতে অভিযান চালিয়ে দু’টি দেশি পিস্তল ও একটি মার্জার বাজেয়াপ্ত করেছে পুলিশ। শনিবার কুলটির এলসি মোড় এলাকায় সত্যেন্দ্র রায় নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয়। তাকে ধরতে না পারলেও তার তিন শাগরেদকে গ্রেফতার করেছে পুলিশ। আসানসোলের এসিপি (পশ্চিম) অঞ্জলি আহুজা জানান, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই তিন জনকে গ্রেফতার করা হয়।
|
আইএনটিটিইউসিতে যোগ জামুড়িয়ায় |
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
চুরুলিয়ার একটি বেসরকারি কয়লা সংস্থার তিনশো ডাম্পারের চালক ও খালাসিরা আইএনটিটিইউসি অনুমোদিত আসানসোল মহকুমা মোটর ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়নে যোগ দিলেন রবিবার। সংগঠনের সাধারণ সম্পাদক রাজু আলুওয়ালিয়ার অভিযোগ, সংস্থাটি পরিবহণ-কর্মীদের সরকার নির্ধারিত ন্যূনতম বেতন দেয় না। পিএফ বা চিকিৎসাজনিত কোনও সুযোগও নেই। এই বিষয়গুলিকে কেন্দ্র করে লাগাতার আন্দোলন গড়ে তোলার কমর্সূচী নেওয়া হয়েছে বলে জানান রাজুবাবু। তিনি আরও জানান, এ দিন চুরুলিয়ায় সংগঠনের শাখা কার্যালয় চালু হয়েছে।
|
যুগলের দেহ মিলল |
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
অজয়ের চর থেকে যুগলের দেহ উদ্ধার করল পুলিশ। রবিবার রাত ৯টা নাগাদ কাঁকসায় অজয়ের চরে দেহ দু’টি মেলে। মৃতদের নাম-পরিচয় জানা যায়নি। বয়স ২২ থেকে ২৩-এর মধ্যে। পুলিশের অনুমান, ওই দু’জন আত্মঘাতী হয়েছেন।
|
কোথায় কী |
কাঁকসা
বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। রেল পাড় ট্যাঙ্কীতলা। সকাল ৮টা। উদ্যোগ: কাঁকসা ব্লক যুব তৃণমূল কংগ্রেস।
চিত্তরঞ্জন
কলকাতা ইয়ুথ ক্লাবের নৃত্যনাট্যানুষ্ঠান। রবীন্দ্র মঞ্চ। সন্ধ্যা ৭টা। উদ্যোগ: সীলতা ইন্সটিটিউট। |
|