সংস্কৃতি যেখানে যেমন

নৃত্যমঞ্জিল-এর সমাবর্তন
১৮ মে দীনবন্ধু মঞ্চে অনুষ্ঠিত হল ‘নৃত্যমঞ্জিল’ মিউজিক অ্যাকাডেমির ২৭ তম সমাবর্তন অনুষ্ঠান। অনুষ্ঠানের নৃত্য পরিকল্পনা ও পরিচালনার দায়িত্বে ছিলেন সংস্থার অধ্যক্ষ শ্রাবণী চক্রবর্তী। ওড়িশি ‘পল্লবী’ দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এর পরে ৪৫ জন ছাত্রছাত্রী কত্থক নৃত্য পরিবেশন করেন। কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানাতে ‘নতুন রবির নাচ’ দর্শকদের মন কেড়েছে। ওড়িশি নৃত্যশিল্পী রাজ্যশ্রী বন্দ্যোপাধ্যায়ের নৃত্যানুষ্ঠান ছিল অন্যতম আকর্ষণ। অতিথি শিল্পী সঙ্গীতা ভট্টাচার্যের অনুষ্ঠান দর্শকদের মুগ্ধ করে। ছাত্রছাত্রীদের মায়েরাও অনুষ্ঠান পরিবেশন করেন। ৯টি আধুনিক ও সৃজনশীল নৃত্য পরিবেশিত হয়। ৯ রাজ্যের আঞ্চলিক লোক নৃত্য নিয়ে এবং বন্দেমাতরম উচ্চারণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জিয়া দাস, দিশা গুপ্ত শর্মা, দেবাদৃতা দত্ত, প্রথমা গঙ্গোপাধ্যায়, স্বস্তিকা মাইতি, দেবাঙ্গনা রায়, তানিয়া দেব, স্নিগ্ধা ভট্টাচার্য, সমর্পিতা সিংহ, সংস্মৃতি সরকার। শ্রাবন্তী দত্ত, নীলাঞ্জনা ধর প্রমুখ।

পত্রিকা প্রকাশ, আলোচনাসভা
‘মল্লার’-এর সাম্প্রতিক সংখ্যা প্রকাশ অনুষ্ঠানে ৩ জুন শিলিগুড়ি মহকুমা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হল আলোচনা চক্র, সংবর্ধনা ও কবিতাপাঠ। সংবর্ধিত হলেন লেখক সৌমেন নাগ ও বিজয় দে। অনুষ্ঠানে আলোচনার বিষয় ছিল ‘সৃজন ও তত্ত্ববিশ্ব’। উপস্থিত ছিলেন নবারুণ ভট্টাচার্য এবং রমাপ্রসাদ নাগ। সপ্রতিভ ভঙ্গিমায় নবারুণ ভট্টাচার্যের আলোচনায় উঠে আসে পাশ্চাত্য সাহিত্য সৃষ্টি থেকে আমাদের রবীন্দ্রনাথ। প্রাচ্য ও পাশ্চাত্যের চিন্তাবিদদের মতকে তুলে ধরে তিনি জানান, লেখার রসদ আসে জীবন অভিজ্ঞতা থেকে। সে ক্ষেত্রে তত্ত্ববিশ্ব প্রাসঙ্গিক নয়, জরুরিও নয় বলে তাঁর অভিমত। ‘মল্লার’-এর নতুন সংখ্যার প্রকাশ করেন তিনি। পত্রিকা সম্পাদক শুভময় সরকার সাম্প্রতিক সংখ্যা নিয়ে আলোচনা করেন। নর্থ বেঙ্গল আর্ট অ্যান্ড ক্রাফ্ট ফাউন্ডেশনের সহযোগিতায় ছিল চিত্র প্রদর্শনী। গান, কবিতা, ছবি, আলোচনা, আড্ডায় জমেছিল অনুষ্ঠান। অনুষ্ঠানের সহযোগিতায় ছিল সাহিত্যপত্রিকা, দ্যোতনা’, নাট্যদল ‘চিত্তপট’।

শ্রীরামকৃষ্ণ পরিক্রমা
গত ২৭ মে, রবিবার শিলিগুড়ির সেবক রোডে রামকৃষ্ণ মিশন আশ্রমের উদ্যোগে সেবক রোডের মাতৃভবনে ‘শ্রীরামকৃষ্ণ পরিক্রমা’ অনুষ্ঠিত হয়। আশ্রম সূত্রে জানা গিয়েছে, ওই দিন সকালে বৈদিক শান্তিমন্ত্র পাঠ, রামকৃষ্ণ কথামৃত পাঠ-সহ অন্যান্য অনুষ্ঠান হয়েছে। এ ছাড়া রামকৃষ্ণ ও বিবেকানন্দের চিন্তাভাবনা নিয়ে আলোচনা সভা হয়। অনুষ্ঠানে স্বামী অক্ষয়ানন্দ, স্বামী বেদস্বরূপানন্দ ও স্বামী সর্বভূতানন্দ উপস্থিত ছিলেন।

গণনাট্য সঙ্ঘের উদ্যোগ
দেবব্রত বিশ্বাস, জ্যোতিরিন্দ্র মৈত্র, হেমাঙ্গ বিশ্বাস, নিবারণ পণ্ডিত, সুধী প্রধানের জন্মশতবর্ষে ২৫মে -২২ জুলাই আলোচনাচক্র, সঙ্গীতের কর্মশালা, আবৃত্তি, নৃত্য এবং তথ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করে গণনাট্য সঙ্ঘের দার্জিলিং জেলা কমিটি।

নাট্যরঙ্গের নাটক
সংস্থার সপ্তম বর্ষপূর্তিতে ৩১ মে দীনবন্ধু মঞ্চে সংস্কৃতির সন্ধ্যার আয়োজন করে শিলিগুড়ির ‘নাট্যরঙ্গ’। পরিবেশিত হয় ব্যোমকেশ ঘোষ পরিচালিত নাটক ‘সাজা’। তিনি জানান, কবিগুরুর গল্প শাস্তি-কে রাজবংশীতে নাট্যরূপ দেওয়া হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.