রক্তের সঙ্কট মেটাতে শিবির নার্সিং কলেজে
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
তীব্র গরমে রক্ত-সঙ্কট চলছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। সমস্যায় পড়ছেন রোগীর পরিবারের লোকজন। এক বোতল রক্তের জন্য হন্যে হয়ে ঘুরতে হচ্ছে। অস্ত্রোপচারেও সমস্যা হচ্ছে। সমস্যা সমাধানে রক্তদানে এগিয়ে এলেন মেডিক্যালের নার্সিং কলেজের ছাত্রীরা। শুক্রবার নার্সিং কলেজে হল রক্তদান শিবির। মেদিনীপুর মেডিক্যালের অধ্যক্ষ শুদ্ধধন বটব্যালও রক্ত দেন। অধ্যক্ষ বলেন, “নার্সিং কলেজের এই উদ্যোগ প্রশংসনীয়। এই শিবিরের ফলে কিছুটা হলেও রক্ত সংগ্রহ হল।” গরম পড়লে এমনিতেই জেলা জুড়ে রক্তের আকাল দেখা দেয়। ঝাড়গ্রাম, ঘাটাল, মেদিনীপুর থেকে খড়্গপুর জেলার সব হাসপাতালেই চলে সঙ্কট। গত দু’সপ্তাহ ধরে মেদিনীপুর মেডিক্যালের ব্লাড ব্যাঙ্কে রক্তের অভাব চলছে। ব্লাড ব্যাঙ্ক সূত্রে খবর, এ বার রক্তদান শিবিরের সংখ্যা সে ভাবে কমেনি। তবে শিবিরে রক্তদাতাদের সংখ্যা কমেছে। ফলে, রক্ত সংগ্রহ কম হয়েছে। এই পরিস্থিতি দেখেই নার্সিং কলেজ রক্তদান শিবিরের আয়োজন করে। ২৬ জন ছাত্রী রক্ত দেন। এঁদের মধ্যে ছিলেন গার্গী মল্লিক। তিনি বলেন, “এক বোতল রক্ত এক রোগীর প্রাণ বাঁচাতে পারে। সকলেরই উচিত, এগিয়ে এসে রক্তদান করা।” নার্সিং কলেজের অধ্যক্ষা অপর্ণা সাহার বক্তব্য, “ব্লাড ব্যাঙ্কে রক্তের অভাব রয়েছে। পরিস্থিতি দেখেই এই শিবিরের আয়োজন। এতে ছাত্রীরাও রক্তদানে অনুপ্রাণিত হবে।”
|
হাসপাতালে নার্সদের ‘হেনস্থা’
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগে শুক্রবার পুরুলিয়া সদর হাসপাতালের সুপার ও প্রসূতি বিভাগের নার্সদের হেনস্তা করার অভিযোগ উঠল। হুড়া থানার পাঞ্জনিয়া গ্রামের এক বধূ এ দিন সকালে একটি মৃত সন্তানের জন্ম দেন বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। তাঁর পরিবার অবশ্য গাফিলতির অভিযোগ করেন। এ নিয়েই গোলমাল বাধে।
|
প্রশিক্ষণ শিবির
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েশনের এইচআইভি পজিটিভদের বৃত্তিমূলক চার দিনের প্রশিক্ষণ শুক্রবার শেষ হয়েছে। মঙ্গলবার বাগডোগরায় শিলিগুড়ি শহরের ২০ এইচআইভি পজিটিভকে ব্যবসা এবং ছাগল পালন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। রাজগঞ্জের ৫ জন দুঃস্থকেও ওই প্রশিক্ষণ দেওয়া হয়। সংস্থার কর্তা তরুণ মাইতি বলেন, “প্রশিক্ষণ পর্ব শেষ হওয়ার পরে ওই ২৫ জনকে আর্থিক সাহায্যও দেওয়া হবে যাতে তাঁরা জীবিকার ব্যবস্থা করতে পারেন।” |