টুকরো খবর
অনলাইনে ইঞ্জিনিয়ারিং কাউন্সেলিং শুরু ১১ই
রাজ্যের ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে ভর্তির অনলাইন কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে ১১ জুন। এ বছরই প্রথম অনলাইন কাউন্সেলিং শুরু হচ্ছে। ওই দিন থেকে ২৯ জুনের মধ্যে ছাত্রছাত্রীরা নিজেদের পছন্দের কলেজে পছন্দের বিষয় বেছে নিতে পারবেন। ২ থেকে ৮ জুলাই পর্যন্ত প্রথম দফার ভর্তি প্রক্রিয়া চলবে বলে শুক্রবার জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এ বছর ইঞ্জিনিয়ারিংয়ে আসন-সংখ্যা প্রায় ৩২ হাজার। প্রথম দফায় ভর্তির পরে ফাঁকা থেকে যাওয়া আসনে ছাত্র ভর্তির জন্য আরও দু’দফায় কাউন্সেলিং হবে। গোটা প্রক্রিয়া শেষ হবে ৩১ জুলাইয়ের মধ্যে। উচ্চশিক্ষা দফতরের সচিব সতীশ তিওয়ারি জানান, কাউন্সেলিং সংক্রান্ত যাবতীয় তথ্য দফতরের ওয়েবসাইট www.higherednwb.net-এ পাওয়া যাবে। তিনি বলেন, “জয়েন্ট এন্ট্রান্স এবং এআইইইই-র মেধা-তালিকা থেকে সব আসন ভর্তি না-হলে গত বছরের মতো দ্বাদশ শ্রেণির নম্বরের ভিত্তিতে কলেজগুলিতে ছাত্র ভর্তি করা যাবে।” কলেজে কলেজে বিভিন্ন পাঠ্যক্রম ও আসন সম্বন্ধে ছাত্রছাত্রীদের তথ্য দেওয়ার জন্য প্রতি বছরের মতো এ বারেও নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি শিক্ষামেলার আয়োজন করেছে বেসরকারি ইঞ্জিনিয়ারিং ও ম্যানেজমেন্ট কলেজের মালিকদের সংগঠন ‘আপাই’। তিন দিনের ওই মেলার উদ্বোধন করে শিক্ষামন্ত্রী শুক্রবার বলেন, “বেসরকারি কলেজগুলি যেন ছাত্রছাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ফি-র বেশি টাকা না-নেয়। মনে রাখতে হবে, অনেক সাধারণ ঘরের ছেলেমেয়েও ইঞ্জিনিয়ারিং পড়তে আসেন।”

সব জেলাতেই সম্মান জানানো হবে কৃতীদের
কলকাতা-সহ রাজ্যের প্রতিটি জেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ‘কৃতী’ ছাত্রছাত্রীদের সম্মানিত করার নির্দেশ দিয়েছে স্কুলশিক্ষা দফতর। ওই নির্দেশিকায় বলা হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছানুসারে এ বার প্রতিটি জেলার কৃতীদের আলাদা ভাবে সম্মানিত করবে জেলা প্রশাসন। মহানগরীর ক্ষেত্রে তা করবে কলকাতা পুরসভা। একই ভাবে রাজ্যের বিভিন্ন জেল থেকে পরীক্ষায় দিয়ে যাঁরা কৃতিত্ব দেখিয়েছেন, তাঁদেরও সংবর্ধনা জানানোর ব্যবস্থা করবেন জেল-কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার কলকাতার টাউন হলে মাধ্যমিকের প্রথম ২৩ জন এবং উচ্চ মাধ্যমিকের প্রথম ২২ জনকে সংবর্ধনা দিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী নিজে সেই অনুষ্ঠানে ছিলেন। স্কুলশিক্ষা দফতর সূত্রের খবর, ওই দু’টি পরীক্ষায় যাঁরা ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন, তাঁদের সংবর্ধিত করা হবে। ওই দফতরের এক অফিসার জানান, সরকারের তরফে জেলায় জেলায় কৃতীদের এই প্রথম সম্মান জানানো হচ্ছে।

ট্রাইব্যুনালে ফের কাজ সোমবার
প্রায় এক মাস বন্ধ থাকার পরে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল (ক্যাট)-এর কাজকর্ম সোমবার ফের চালু হচ্ছে। ক্যাটের এক জন বিচারপতি অপমানজনক কথাবার্তা বলেছেন বলে অভিযোগ তুলে সেখানকার ১২০ জন আইনজীবী কাজ বন্ধ করে দেন। দীর্ঘ টানাপোড়েনের পরে শুক্রবার রাজ্য বার কাউন্সিলের সঙ্গে ওই বিচারপতির আলোচনায় পরিস্থিতি স্বাভাবিক হয়। তাঁর বক্তব্যের জন্য বিচারপতি ‘দুঃখ প্রকাশ’ করায় কর্মবিরতি তুলে নেন আইনজীবীরা। ক্যাটের আইনজীবী কল্যাণ সরকার এ কথা জানান।

ভোটে এনআইঅ্যাক্টে ছুটি দাসপুর-বাঁকুড়ায়
আগামী মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের দাসপুর এবং বাঁকুড়া সদর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। ওই দিন সংশ্লিষ্ট দু’টি কেন্দ্রের সরকারি ও বেসরকারি সংস্থার কর্মী-ভোটারদের জন্য এনআই অ্যাক্টে ছুটি ঘোষণা করছে রাজ্য সরকার। বাঁকুড়া সদর এবং দাসপুরের তৃণমূল বিধায়ক যথাক্রমে কাশীনাথ মিশ্র ও অজিত ভুঁইয়ার মৃত্যুতে ওই কেন্দ্র দু’টিতে উপনির্বাচন হচ্ছে। প্রয়াত দুই বিধায়কের স্ত্রীকেই তৃণমূল প্রার্থী করেছে। বামফ্রন্ট প্রতিদ্বন্দ্বিতা করলেও তৃণমূলের জোট শরিক কংগ্রেস তৃণমূলের প্রার্থীদেরই ‘সমর্থন’ করছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.