ইস্টবেঙ্গল ক্লাব কর্তাদের ব্যবহারে মানসিক যন্ত্রণা ভোগ করছেন, জানিয়ে সরাসরি বিজয় মাল্যকে চিঠি দিলেন টোলগে ওজবে। চিঠির মূল বক্তব্য, “ইস্টবেঙ্গলে দু’বছর খেলছি। প্রচুর গোল করেছি। এমনকী শেষ ম্যাচেও চার গোল করেছি। পরের মরসুমে আপনার অন্য ক্লাব মোহনবাগানে খেলতে চাই। কিন্তু ইস্টবেঙ্গল কর্তারা আমার সঙ্গে যা ব্যবহার করছেন তাতে আমি মানসিক যন্ত্রণা ভোগ করছি। আমি চাই আপনি ব্যাপারটা দেখুন।” এই চিঠির একটি কপি তিনি পাঠিয়েছেন মোহনবাগানের চেয়ারম্যান সিদ্ধার্থ মাল্যর কাছেও। তবে ইস্টবেঙ্গল ক্লাবের এক কর্তা দেবব্রত সরকার বললেন, “কেউই আইনের উর্ধ্বে নয়। টোলগে নিজে অপরাধ করেছে। এখন বলছে মানসিক যন্ত্রণায় ভুগছে। মাল্য যদি আমাদের কাছে এই বিষয়ে জানতে চায়, তা হলে আমরাও যথাযথ জবাব দিতে তৈরি। আমাদের কাছে সব নথি রাখা আছে। আর বিজয় মাল্যকে ও যে চিঠি দিয়েছে উনি তো মোহনবাগানের কেউ নয়।”
|
অন্যান্য বারের মতো এগারো নয়, পি সেন ট্রফি এ বার হচ্ছে আট দল নিয়ে। সিএবি নকআউট টুর্নামেন্টের আট কোয়ার্টার ফাইনালিস্ট নিয়ে এ বছর টুর্নামেন্ট হবে। জেলা সংস্থা ভেঙে দেওয়ায় জেলা একাদশ টিম এ বার নেই। থাকছে না কম্বাইন্ড ইউনিভার্সিটি ও সিএবি একাদশ টিমও। ১৪ জুন থেকে টুর্নামেন্ট করতে চায় সিএবি। আজ শনিবার থেকে শুরু হচ্ছে লিগ ফাইনাল। চলবে ১১ জুন পর্যন্ত। তার পরের দিনই নকআউট ফাইনালে মুখোমুখি মোহনবাগান ও কালীঘাট। সিএবি চাইছে, পুরোদমে বর্ষা ঢুকে পড়ার আগেই পি সেন ট্রফি শুরু করে দিতে। টুর্নামেন্ট কমিটির গুরুত্বপূর্ণ সদস্য প্রবীর চক্রবর্তী বলেন, “১৯ জুনের মধ্যে ক্রিকেট মরসুম শেষ করে দেওয়ার ইচ্ছে আছে। তবে বৃষ্টি হলে কয়েকটা দিন এ দিক, ও দিক হতে পারে।” প্রসঙ্গত, গত বছর বৃষ্টির কারণে পি সেন ট্রফি বন্ধ রাখতে হয়েছিল সিএবি-কে। এমনকী লিগও শেষ করতে হয় চেন্নাইতে গিয়ে। এ দিকে, আজ শনিবার লিগ ফাইনালে ইস্টবেঙ্গলের মুখোমুখি হচ্ছে স্পোর্টিং ইউনিয়ন। দীর্ঘ সাত বছর পর লিগ ফাইনালে উঠল স্পোর্টিং। অন্য দিকে, শিবশঙ্কর পাল বাদে সব প্লেয়ারকেই ফাইনালে মোটামুটি পাচ্ছে ইস্টবেঙ্গল। ধারে ও ভারে তারা অনেকটাই এগিয়ে তারা। শিবশঙ্করের চোট নিয়ে অনিশ্চয়তা আছে। ইস্টবেঙ্গল অধিনায়ক অর্ণব নন্দী বলছিলেন, “লিগ ছাড়া পি সেন ট্রফি আছে। চেষ্টা করব দু’টোই জেতার।”
|
সিটি চেস ফোরামের উদ্যোগে ছাত্র-ছাত্রীদের দু’দিনের দাবা টুর্নামেন্ট শুরু হচ্ছে আজ, শনিবার। খেলা হবে পদ্মপুকুরের তেরাপন্থী ভবনে। মোট পুরস্কারমূল্য ৩০ হাজার টাকা। |