|
|
|
|
|
|
খেলা |
রিং-এ উজ্জ্বল |
উত্তম রায় |
৩৫ কেজি বিভাগে ইকরামুল মনসুরি, ৫০ কেজি বিভাগে মুকেশ পাসোয়ান, ৫২ কেজিতে বিবেক কুমার, ৫৮ কেজিতে সূরজ রায়, ৬০ কেজিতে অমর বাহাদুর দুর্গাপুর সাব-ডিভিশন অ্যামেচার বক্সিং অ্যাসোসিয়েশনের হয়ে এঁরা সোনা যেতেন। এ বারের আন্তঃ জেলা মিটের সেরা প্রতিশ্রুতিমান বক্সারের পুরস্কার পায় দুর্গাপুর বক্সিং অ্যাসোসিয়েশনের ইকরামুল মনসুরি। দুর্গাপুর রাহুল সংস্কৃতি পরিষদ স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ইকরামুল বলে, “বাবা দিন মজুরের কাজ করেন।
বক্সিংয়ের সরঞ্জাম কেনা সম্ভব নয়। বক্সিং সেন্টার আর কোচের সাহায্যে চালিয়ে যাচ্ছি। কত দিন পারব জানি না।” |
|
চ্যাম্পিয়ন দলের কোচ রাজেশ বাসনেট ও রমেশ বাসনেট জানান, দুর্গাপুর সাব-ডিভিশন অ্যামেচার বক্সিং অ্যাসোসিয়েশনে চার দশক ধরে বক্সিং চর্চা চলছে। এর আগে একাধিক বার আন্তঃ জেলা চ্যাম্পিয়ন, পাশাপাশি একাধিক বার রাজ্য সেরার খেতাব জিতেছেন।
গত বারের চ্যাম্পিয়ন এবং এ বারের রানার্স ওয়েস্টবেঙ্গল পুলিশ দলের কোচ দীপক রায় বলেন, “আমাদের বেশ কয়েক জন বক্সার ন্যাশনাল সিলেকশন ক্যাম্পে থাকায় পূর্ণ শক্তির দল নামাতে পারিনি। তবে দুর্গাপুর যোগ্য দল হিসেবে চ্যাম্পিয়ন হয়েছে।”
সফল বক্সারদের হাতে পুরস্কার তুলে দেন কৃষি বিপণনমন্ত্রী অরূপ রায়, রাজ্য বক্সিং সংস্থার প্রেসিডেন্ট অসিত বন্দ্যোপাধ্যায়, সচিব স্বপন বন্দ্যোপাধ্যায়, বক্সিং কোচ অসীম দাস, ফুটবল কোচ অমরনাথ দে প্রমুখ। |
ছবি: রণজিত্ নন্দী |
|
|
|
|
|